Prosenjit Chatterjee and Salman Khan relation: প্রসেনজিতের ছেড়ে দেওয়া সিনেমা করে সালমান সুপারস্টার, আজ পস্তাচ্ছেন বুম্বা দা

Prosenjit Chatterjee and Salman Khan relation: প্রসেনজিতের ছেড়ে দেওয়া সিনেমা করে সালমান সুপারস্টার, আজ পস্তাচ্ছেন বুম্বা দা
বাংলা সিনেমার মেগাস্টার তিনি। দীর্ঘ প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে নিজের আধিপত্য বজায় রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লোকে বলে, তিনিই ইন্ডাস্ট্রি। আজ এত বছর পরেও জিৎ, দেব, অঙ্কুশ ইত্যাদি নানান নায়কের আবির্ভাব হলেও প্রসেনজিতের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। তবে আপনি কি জানেন, বুম্বা দা চাইলে আজ বলিউডে রাজত্ব করতে পারতেন। তাহলে আর সালমান- শাহরুখের করে খেতে হতো না।
Prosenjit Chatterjee and Salman Khan relation: প্রসেনজিতের ছেড়ে দেওয়া সিনেমা করে সালমান সুপারস্টার, আজ পস্তাচ্ছেন বুম্বা দা

বাংলা ছেড়ে বলিউডের সুপারস্টার হওয়ার সুযোগ প্রসেনজিতের সামনে এসেছিল। কিন্তু তিনি নিজেকে পুরোপুরি বাংলা সিনেমার জন্য নিয়োজিত করেছিলেন। বাংলার অভিনেতাদের কাছে বলিউডে কাজ করার সুযোগ এলে তা ফিরিয়ে দেওয়া সাহস দেখাতে পারেননি উত্তম কুমারের মতো তারকারাও। কিন্তু সেই জায়গায় প্রসেনজিৎ চ্যাটার্জী ফিরিয়ে দিয়েছিলেন 'ম্যানে পেয়ার কিয়া', মতো ছবির অফার।
Prosenjit Chatterjee and Salman Khan relation: প্রসেনজিতের ছেড়ে দেওয়া সিনেমা করে সালমান সুপারস্টার, আজ পস্তাচ্ছেন বুম্বা দা

৩০ বছর আগে সালমান খানের সুপার হিট সিনেমা ‘ম্যানে পেয়ার কিয়া’ হাত ধরে প্রসেনজিৎ চাইলে হিন্দি সিনেমা জগতে পা রাখতে পারতেন। কারণ এই ছবির অফার প্রথমে এসেছিল প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে। কিন্তু তিনি আঞ্চলিক ভাষা ছেড়ে সর্বভারতীয় ক্ষেত্রে সিনেমা করার ঝুঁকি নিতে চাননি। তাই সেদিন এত বড় সুযোগ হাতছাড়া করে দিয়েছিলেন। ২০১২ সালের একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ চ্যাটার্জি এই বিষয়ে মুখ খুলে ছিলেন। তিনি জানান, আসলে বাংলা ছবির ক্যারিয়ারটাকে তিনি নষ্ট করতে চাননি। এর আগে তিনটি হিন্দি ছবি করেছিলেন। যেগুলি ফ্লপ করে। তারপর কলকাতায় এসে 'অমর সঙ্গী' করার পর সেটা হিট হয় প্রসেনজিতের। ঝুঁকি নিয়ে আর মুম্বাইয়ের দিকে পা বাড়াননি। তাই ‘ম্যানে পেয়ার কিয়া’, ‘সাজান’-এর মতো ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.