Anamika Saha Wish: কেন মৃত্যু ভয় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে অনামিকা সাহাকে?

Anamika Saha Wish: কেন মৃত্যু ভয় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে অনামিকা সাহাকে?
বাংলা সিনেমা দাপুটে অভিনেত্রী অনামিকা সাহা। একের পর এক সফল ছবিতে রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন তিনি। শুধু তাই নয়, টলিউডের জনপ্রিয় মহিলা ভিলেন অনামিকা সাহা। এর আগে কোন মহিলা ভিলেন বা খলনায়িকার চরিত্রে এতটা জনপ্রিয় হননি, যেটা করে দেখিয়েছিলেন অনামিকা সাহা। প্রথম দিকে ছিলেন রোগা পাতলা। একটা সময় পরে মোটা হতে শুরু করলেন। তার কারণ ছিল মায়ের চরিত্রে অভিনয় যেন তিনি করতে পারেন। তার সেই পদক্ষেপ বিফলে যায়নি। একের পর এক ছবিতে তিনি প্রমাণ করেছেন চরিত্র যেমনই হোক অনামিকা সাহা মানে ছবি হিট। আজ বয়স হয়েছে। ভাঙছে শরীর। তবুও ছবিতে অভিনয়ের ডাক পেলে তিনি ফেরাতে পারেন না। 'সিনেমা আমাকে ডাকে', সাক্ষাৎকার একাধিকবার বলেছিলেন তিনি।

তবে একটা সময় তিনি কোথাও গিয়ে যেন আজ বড্ড বেশি চিন্তায় ডুবে থাকেন। শরীর নিয়ে, কাজ নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনামিকা সাহা বলেন, ”আমি কাজ করতে করতেই চলে যেতে চাই। সৌমিত্র দার মতো, মঞ্চে থাকতে থাকতে আমি যেন মরতে পারি। শেষটা নিয়েই এখন বড্ড ভয় পাই, কী জানি, কী লেখা আছে। ঈশ্বর আমায় এইটুকু আশীর্বাদ করুক। আমি অভিনয় করতে ভালবাসি। অভিনয় ছাড়া থাকতে পারি না। বয়স হচ্ছে তো, তাই এখন শেষটা বড্ড বেশি ভাবায়।”

অনামিকা সাহার বয়স বর্তমানে ৬৬ বছর। ক্যামেরার সামনে এখনও তাঁর গলা কাঁপে না। এখনও দিনি ১৪-১৫ ঘন্টা টানা শুট করে যেতে পারেন। রোদ-ঝড়-জলে কষ্ট হয় ঠিকই, তবে ছবির স্বার্থে তিনি তাতেও রাজি বলে স্পষ্ট জানিয়ে দেন। সম্প্রতি দুটি ছবির কাজ শেষ করেছেন তিনি। এখন সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রবীণ শিল্পী।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.