এখনো পর্যন্ত জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হিসেবে মান্যতা পেয়েছে মিঠাই। বাংলা সিরিয়ালটির বয়স দেখতে দেখতে দুই বছর পেরিয়ে গেল। শেষ হয়ে গিয়েছে অনেকদিন আগেই। তবু এখনো মানুষের মন থেকে মিঠাইকে সরানো যায়নি। মিঠাই-এর জনপ্রিয়তা এতটাই যে অন্য ভাষাতেও এর রিমেক হয়েছে। বাংলার পাশাপাশি হিন্দি মিঠাই নিয়েও বেশ চর্চা চলেছে সামাজিক মাধ্যমে। সেই মিঠাই সিরিয়ালের নায়ক এবার সংবাদের শিরোনামে। বধূ নির্যাতনের অভিযোগ উঠল মিঠাইয়ের সিদ্ধার্থের বিরুদ্ধে।
তবে ইনি বাংলার মিঠাইয়ের সিদ্ধার্থ ওরফে আদৃত নন। ইনি হিন্দি রিমিকে নায়ক আশিস ভরদ্বাজ। তার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী কাজল। শুধু তাই নয়, আশিসের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকানো এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ তুলেছেন তিনি। কাজল পুলিশের কাছে অভিযোগ করেছেন, তাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কিন্তু প্রথমে তাকে বিয়ের কথা বললে এড়িয়ে যেতেন আশিস। শেষমেষ অনেক জোরাজুরিতে একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করেন। কিন্তু এই বিয়েতে আশিসের পরিবারের মত ছিল না।
কাজলের অভিযোগ, বিয়ের আগেই নাকি গর্ভবতী হয়েছিলেন তিনি। আশিস তাকে বুঝিয়েছিলেন প্রেগনেন্ট মেয়েকে বৌমা হিসেবে বাড়িতে মেনে নেবে না। তার কথা শুনে গর্ভপাত করেছিলেন কাজল। এরপর তাদের বিয়ে হয় ঠিকই কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। এদিকে আশিস সংবাদমাধ্যমের কাছে কাজলের বিরুদ্ধে অভিযোগ করেছেন।ছোট পর্দার এই নায়ক জানিয়েছেন তার স্ত্রী সবসময় তার কাজে বাধা সৃষ্টি করতেন। কখনও কখনও সীমা অতিক্রম করে ফেলতেন তিনি। তাকে অডিশনে যেতে দিতেন না, নখ দিয়ে খামচে দিয়েছেন তার মুখ। আশিস এবং কাজলকে নিয়ে এখন তোলপাড় হয়ে রয়েছে হিন্দি বিনোদনের দুনিয়া।
তবে ইনি বাংলার মিঠাইয়ের সিদ্ধার্থ ওরফে আদৃত নন। ইনি হিন্দি রিমিকে নায়ক আশিস ভরদ্বাজ। তার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী কাজল। শুধু তাই নয়, আশিসের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকানো এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ তুলেছেন তিনি। কাজল পুলিশের কাছে অভিযোগ করেছেন, তাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কিন্তু প্রথমে তাকে বিয়ের কথা বললে এড়িয়ে যেতেন আশিস। শেষমেষ অনেক জোরাজুরিতে একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করেন। কিন্তু এই বিয়েতে আশিসের পরিবারের মত ছিল না।
কাজলের অভিযোগ, বিয়ের আগেই নাকি গর্ভবতী হয়েছিলেন তিনি। আশিস তাকে বুঝিয়েছিলেন প্রেগনেন্ট মেয়েকে বৌমা হিসেবে বাড়িতে মেনে নেবে না। তার কথা শুনে গর্ভপাত করেছিলেন কাজল। এরপর তাদের বিয়ে হয় ঠিকই কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। এদিকে আশিস সংবাদমাধ্যমের কাছে কাজলের বিরুদ্ধে অভিযোগ করেছেন।ছোট পর্দার এই নায়ক জানিয়েছেন তার স্ত্রী সবসময় তার কাজে বাধা সৃষ্টি করতেন। কখনও কখনও সীমা অতিক্রম করে ফেলতেন তিনি। তাকে অডিশনে যেতে দিতেন না, নখ দিয়ে খামচে দিয়েছেন তার মুখ। আশিস এবং কাজলকে নিয়ে এখন তোলপাড় হয়ে রয়েছে হিন্দি বিনোদনের দুনিয়া।
No comments:
please do not enter any spam link in the comment box