Moon Moon Sen bold scene: ক্যামেরার সামনে পোষাক খুলেও চূড়ান্ত ফ্লপ, সুচিত্রা সেনের মেয়ে হয়েও কেন হারিয়ে গেলেন মুনমুন

Moon Moon Sen bold scene: ক্যামেরার সামনে পোষাক খুলেও চূড়ান্ত ফ্লপ, সুচিত্রা সেনের মেয়ে হয়েও কেন হারিয়ে গেলেন মুনমুন
সৌন্দর্যে অনেকেই মা সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করে। শুধু বাংলা সিনেমা নয়, বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী মুনমুন সেন। তারকার মেয়ে তারকা হবেন, এতে অবাক হওয়ার কিছু নেই। বলিউডের পাশাপাশি টলিউডেও এমন উদাহরণ অনেক আছে। সেই স্টার কিডদের মধ্যে অন্যতম ছিলেন মুনমুন সেন। সিনেমা করা আর সাফল্য পাওয়া দুটি এক জিনিস নয়। রূপের জন্য হয়ত মুনমুন সেন অনেক সিনেমা করেছেন। কিন্তু অভিনেত্রী কোনওদিন মায়ের সমান হতে পারেননি। আর তাই সাফল্য হাতছাড়া থেকে তাঁর। ১৯৮৭ সালে প্রথম হিন্দি সিনেমায় পা রাখেন মুনমুন। ছবির নাম ‘অন্দর বাহার’। প্রধান চরিত্রে ছিলেন অনিল কাপুর এবং জ্যাকি শ্রফ। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।

তবে বলিউডে পা রেখেই সাহসী দৃশ্যে অভিনয় করার সুযোগ পান মুনমুন। আর সেই লুকে ধরা দিয়ে রাতারাতি শিরোনামে উঠে এসেছিলেন মহানায়িকার কন্যা। বিভিন্ন ম্যাগাজিনে তাঁর ছবি ছাপা হতে শুরু করে। অনেকেই তাঁকে বলিউডের দ্বিতীয় জিনাত আমন বলে ডাকতে শুরু করেছিলেন। কিন্তু সাফল্যে জিনাত আমনের কাছেই পৌঁছাতে পারেননি তিনি। ‘মুসাফির’, ‘জাল’, ‘শীশা’, ‘পেয়ার কি জিত’, ‘ওহ ফির আয়েগি’, ‘মিল গায়ে মঞ্জিল মুঝে’, ‘তেরে বিন কেয়া জিনা’, ‘আপনা দেস পরায়ে লগ’, ‘পাত্থর কে ইনসান’, ‘ইরাদা’, ‘হান্ড্রেট ডে’জ’, ‘ওয়াক্ত কা বাদশা’, ‘জখমি দিল’-এর মতো অনেক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। শুধু হিন্দি বা বাংলায় নয়, মুনমুন সেন কাজ করেছেন তামিল, তেলেগু সহ বেশ কিছু আঞ্চলিক ভাষার সিনেমায়। কিন্তু কোথাও সাফল্য তাঁর হাতে আসেনি। তাই বাধ্য হয়ে অভিনয় জগত থেকে সরে আসেন। ১৯৭৮ সালে মুনমুন সেন বিয়ে করেন ভারত দেব বার্মাকে। তাঁদের দুই কন্যা সন্তান রিয়া এবং রাইমা। তাঁরাও অভিনয় জীবনে এলেও বিরাট সফল হতে পারেননি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.