Serial actor Sourav Saha: রামকৃষ্ণ হয়ে জিতেছিলেন দর্শকের মন, এখন কোথায় হারিয়ে গেলেন ‘গদাই ঠাকুর’ সৌরভ সাহা?

Serial actor Sourav Saha: রামকৃষ্ণ হয়ে জিতেছিলেন দর্শকের মন, এখন কোথায় হারিয়ে গেলেন ‘গদাই ঠাকুর’ সৌরভ সাহা?
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানি রাসমণি’ শেষ হয়ে গিয়েছে তিন বছর অতিক্রান্ত। কিন্তু কিছু জিনিস থাকে যার রেশ অনেক দিন পর্যন্ত থেকে যায়। আজও দর্শকরা এই সিরিয়ালটিকে ছোট পর্দায় মিস করে। এই সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করে আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এখন তিনি রীতিমতো প্রতিষ্ঠিত অভিনেত্রী। সিরিয়াল আর না করলেও সিনেমা এবং ওয়েব সিরিজে রীতিমতো চুটিয়ে কাজ করছেন। দিতিপ্রিয়ার মতোই জনপ্রিয়তা পান সৌরভ সাহা। ওই ধারাবাহিকে গদাই ঠাকুরের ভূমিকায় তাঁর অসাধারণ অভিনয় মানুষের চোখে লেগে আছে। তিন বছর পরেও দর্শক ভুলতে পারেনি। রানি রাসমণির মৃত্যুর পর ধারাবাহিকটি রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছিল। কিন্তু সেই টিআরপি আর ধরে রাখতে পারেনি। তাই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিরিয়ালটি শেষ হওয়ার তিন বছর কেটে গেলেও এখন আর টিভিতে সৌরভ সাহাকে দেখা যাচ্ছে না। মাঝে কিছুদিনের জন্য স্টার জলসার ‘ভক্তির সাগর’ সিরিয়ালে একই ভূমিকায় অভিনয় করেন সৌরভ। কিন্তু খারাপ টিআরপির জন্য বন্ধ হয়ে গিয়েছে সিরিয়ালটি। এখন আর কোথায় দেখা যাচ্ছে না সৌরভকে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভূমিকাতে সৌরভের প্রাণবন্ত অভিনয় দেখে দর্শক অভিভূত হয়েছে। পর্দায় সৌরভের অভিনয়ে যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছিল গদাই ঠাকুরের জীবন। এই সিরিয়ালের পর জিতের শো ‘ইস্মার্ট জোড়ি’তে সস্ত্রীক এসেছিলেন সৌরভ। বাস্তব জীবনে সৌরভ সাহা আপাদমস্তক ফ্যামিলি ম্যান। স্ত্রী ও ছেলেকে নিয়ে সুখের সংসার। 
Serial actor Sourav Saha: রামকৃষ্ণ হয়ে জিতেছিলেন দর্শকের মন, এখন কোথায় হারিয়ে গেলেন ‘গদাই ঠাকুর’ সৌরভ সাহা?
 অভিনেতার স্ত্রী সুস্মিতা জানিয়েছেন, তাঁর স্বামী ভীষণমাত্রায় সংসারী। খুব ভালো রান্না করতে পারেন। ঘরের সমস্ত কাজে তিনি বেশ পটু। শ্যুটিং থাকলে এককথা, না থাকলে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালো বাসেন। আপাতত কোনও সিরিয়ালে কাজ করছেন না তিনি। স্ত্রী ও ছেলেকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন। বাস্তব জীবনে সৌরভের জীবনে বিনোদনের রসদ তাঁর একমাত্র ছেলে স্বর্ণাভ। ভীষণ দুষ্ট সে। বাবাকে ভয় পায় না। সৌরভ অবশ্য মনে করেন, বাচ্চারা একটু দুষ্ট না হলে ভালো লাগে না।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.