Saregamapa first winner: বাংলার মেয়ে কাজ পেল না বলিউডে, কোথায় হারিয়ে গেলেন সারেগামাপা বিজয়নী সঞ্চিতা ?

Saregamapa first winner: বাংলার মেয়ে কাজ পেল না বলিউডে, কোথায় হারিয়ে গেলেন সারেগামাপা বিজয়নী সঞ্চিতা ?

ভারতীয় সংগীত জগতে কত প্রতিভা এসেছে। তার মধ্যে কেউ নাম করতে পেরেছেন, আবার কেউ হারিয়ে গিয়েছেন স্মৃতির অতলে। তেমনি সঞ্চিতা ভট্টাচার্য। এই নামটি এখন আর তেমন কারও মনে নেই। অথচ, একসময় তাঁর গানে মুগ্ধ হয়েছিল পুরো বাংলা। পিঠ চাপড়ে দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি, অভিজিৎ ভট্টাচার্য থেকে শুরু করে অলকা ইয়াগ্নিকের মতো গায়ক-গায়িকারা। সঞ্চিতা ছিলেন সারেগামাপা-র প্রথম সিজনের বিজয়নী। মাত্র ১৪ বছর বয়সে সেই খেতাব জিতেছিলেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন শাহরুখ খান। ওত ছোট বয়সেই সঞ্চিতা কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন। সবাই ধরে নিয়েছিল, এই মেয়ে অনেক দূর যাবে। বলিউডের নামকরা গায়িকা হবেন। কিন্তু কোথায় কি? সঞ্চিতার গান এখন আর সেভাবে শোনা যায় না। বলিউডে গান গাওয়া তো দূরের কথা বাংলাতেও তাঁকে সেভাবে দেখা যায় না। কেন সঞ্চিতা হারিয়ে গেলেন? এখন কী করছেন তিনি ?

কিছুদিন আগে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্চিতা বলিউড নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। সঞ্চিতা কয়েকদিন আগে বনি সেনগুপ্তের ‘আর্চির গ্যালারি’ নামের একটি বাংলা ছবিতে গান গেয়েছেন। কিন্তু তাঁর আরও অনেক বেশি খ্যাতি পাওয়ার কথা ছিল। অনুরাগীরা আরও উঁচু জায়গায় দেখতে চেয়েছিলেন। এমনকি গায়িকা নিজেও জানিয়েছেন, আরও অনেক সুযোগ আসতে পারত। কিন্তু সেসব হয়ে ওঠেনি কারণ সঞ্চিতা কোনওদিন কম্প্রোমাইজ করেননি। সঞ্চিতার কথায়, “আজ যদি কারও সঙ্গে ডেট অথবা কফি শপে কফি খেতে যেতাম তাহলে আরও বেশি কাজের সুযোগ পেতাম”। তবে তিনি কারও নামে দোষারোপ করতে চাননি। শুধু কিছু আক্ষেপ তাঁর কথায় ফুটে উঠেছে। গায়িকা জানান, তিনি জীবনে যা পেয়েছেন, তিনি তাতেই খুশি। কম বয়সেই সফলতা এসেছিল তাঁর হাতে। কিন্তু তিনি সবসময় পাশের বাড়ির মেয়ের মত করেই নিজের ইমেজ ব্জায় রেখেছেন। ক্রমাগত অবহেলা পেতে পেতে একসময় তাঁকে মানসিক অবসাদ ঘিরে ধরে। তখন পাশে পেয়েছেন স্বামী এবং শ্রীমৎভাগবত গীতা। বলিউডের হাতে গোনা কিছু ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন। এখন তিনি আপাতত কিছু সিঙ্গেল গানের কাজ নিয়ে ব্যস্ত। খুব শীঘ্রই সেগুলি মুক্তি পাবে।

READ MORE: বলিউড ছেড়ে সন্ন্যাস নিয়ে ভিক্ষুকের মতো দিন কাটাচ্ছেন মমতা কুলকার্নি, কেন জানেন ?

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.