Bollywood actress Mamata Kulkarni: বলিউড ছেড়ে সন্ন্যাস নিয়ে ভিক্ষুকের মতো দিন কাটাচ্ছেন মমতা কুলকার্নি, কেন জানেন ?

Bollywood actress Mamata Kulkarni: বলিউড ছেড়ে সন্ন্যাস নিয়ে ভিক্ষুকের মতো দিন কাটাচ্ছেন মমতা কুলকার্নি, কেন জানেন ?

৯০-এর দশকে হিন্দি সিনেমার জগতে যে সব অভিনেত্রীরা রীতিমতো রাজত্ব করতেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মমতা কুলকার্নি। এই অভিনেত্রীকে সেই সময়ের বলিউডের সবথেকে গ্লামারস অভিনেত্রী বলা হত। তিনি শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে নানা পাটেকর, অক্ষয় কুমার, সানি দেওলদের সঙ্গে কাজ করেছেন। তবু কেরিয়ার শীর্ষে থাকতেই অন্ধকার ঘনিয়ে আসে তাঁর জীবনে। ‘বাজি’, ‘নাসিব’, ‘করণ অর্জুন’, ‘সব সে বড়া খিলাড়ি’, ‘আশিক আওয়ারা’- সহ অনেক সুপারহিট ছবিতে মমতা অভিনয় করেছেন। কিন্তু এত সাফল্য পাওয়া সত্ত্বেও তিনি অভিনয় জগত থেকে দূরে সরে যান। এমনকি বিনোদন জগতের গ্লামার ছেড়ে আজ তিনি সন্ন্যাসীর মতো দিন কাটাচ্ছেন। কেন জানেন ? সেই তথ্য জানতে পিছিয়ে যেতে হবে বেশ কয়েক বছর। ১৯৯১ সালে তামিল ছবি ‘নানবারগাল’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন মমতা কুলকার্নি। এর এক বছর পর তিনি হিন্দি সিনেমাতে সুযোগ পান। প্রথম ছবি ‘তিরাঙ্গা’। তবে রাতারাতি সুপারস্টার হয়েছিলেন ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিক আওয়ারা’ ছবিটি দিয়ে। এর পর টানা ১০ বছর ইন্ডাস্ট্রিতে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন।

মমতা কুলকার্নি অভিনীত সর্বশেষ হিন্দি সিনেমা ‘কভি তুম কাহি হাম’। রিলিজ হয় ২০০২ সালে। মমতা কুলকার্নির জীবন ঘিরে আছে অনেক বিতর্ক। বলিউডে পা রাখার পর ১৯৯৩ সালে একটি ম্যাগাজিনের হয়ে টপলেস ফটোশুট করে চরম সমালোচনার মুখে পড়েন। এরপর অপরাধ জগতের ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীর সঙ্গে বিয়ে নিয়েও প্রবল বিতর্কের মুখে পড়তে হয়। অবশ্য অভিনেত্রী জানান, ভিকিকে ভালবাসলেও তাকে বিয়ে করেননি। অবশ্য সংবাদমাধ্যমের দাবি ছিল, ড্রাগ মাফিয়াকে বিয়ে করে দুবাইয়ে সংসার করছেন মমতা। এরপর বেশ কয়েক বছর মমতা কুলকার্নির আর তেমন কোনও খবর পাওয়া যায়নি। ২০১৩ সালে তাঁর জীবনের উপর ভিত্তি করে মুক্তি পায় একটি বই। ফলে ফের চর্চায় আসেন মমতা কুলকার্নি। ‘অটোবায়োগ্রাফি অব এ যোগিনী’ শীর্ষক বই থেকে জানা যায় মমতা এখন বিনোদন জগত থেকে দূরে সরে গিয়ে সন্ন্যাসিনীর মতো জীবন যাপন করছেন। তিনি জানিয়েছেন। পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় কাজ করার জন্য, আর কিছু মানুষের জন্ম হয় ঈশ্বরের জন্য। মমতা নিজের জীবন ঈশ্বরের পায়ে উৎসর্গ করেছেন।

READ MORE: কেন বাবার পদবী ব্যবহার করেন না জিত ? জিতের প্রকৃত নাম কী ? 

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.