Shatru movie fame child artist: শিশুশিল্পী হয়ে জিতেছিলেন দর্শকের মন, কোথায় হারিয়ে গেলেন ‘শত্রু’ সিনেমার মাস্টার ছোট্টু ?

Shatru movie fame child artist: শিশুশিল্পী হয়ে জিতেছিলেন দর্শকের মন, কোথায় হারিয়ে গেলেন ‘শত্রু’ সিনেমার মাস্টার ছোট্টু ?
আশি বা নব্বইয়ের দশকে বাংলা বাণিজ্যিক ছবি বলতে বোঝাত অ্যাকশন বা ফ্যামিলি ড্রামা। প্রসেনজিত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাপস পাল থেকে শুরু করে রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তীদের নিয়ে চলত ইন্ডাস্ট্রি। আর এঁদের পাশাপাশি নজর কাড়তেন সহ-অভিনেতারা। বিশেষ করে শিশুশিল্পীরা। যাদের পর্দায় দেখলে আবেগের বহিঃপ্রকাশ হত দর্শকের। শিশুশিল্পীদের কেন্দ্র করে গল্প এগিয়ে চলত। এমনই একজন শিশুশিল্পী ছিলেন মাস্টার তাপু। রঞ্জিত মল্লিকের সঙ্গে ‘শত্রু’ ছবিতে বিশেষ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মাস্টার তাপু। চরিত্রটি ছিল একটি ছোট্ট অনাথ ছেলের। যার সরল অভিনয় দর্শকের মনের ভিত নাড়িয়ে দিয়েছিল। দু’চোখের পাতায় জল এনে দিয়েছিল। ‘শত্রু’ সিনেমার পর ‘আশা-ভালোবাসা’ সিনেমায় কাজ করেন তাপু। তারপর কোথায় যেন হারিয়ে গেলেন তিনি। ৮ বছরের সেই ছোট্ট ছেলেটি আজ কোথায় আছে জানেন?

সিনেমাতে তাঁর নাম ছিল ছোট্টু। সেই নামেই বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি। তবে আসল নাম তাপু দে। বাবা নৃপেন দে ছিলেন সিনেমার প্রযোজক। বাবার হাত ধরে ছোটবেলায় সিনেমা পাড়ায় আসতেন ছোট তাপু। সেই সময় নিজের সিনেমার জন্য শিশুশিল্পী খুঁজছিলেন অঞ্জন চৌধুরী। তাপুকে দেখে তাঁর খুব পচ্ছন্দ হয়ে যায়। ‘শত্রু’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাস্ট করেন তাঁকে। প্রথম ছবিতেই রীতিমতো মাত করে দিয়েছিলেন তাপু। তাঁর মুখে ‘পুলিশ, ও পুলিশ’ সংলাপ খুব হিট হয়। এরপর ‘একান্ত আপন’, ‘প্রতিকার’, ‘আশা-ভালোবাসা’ সিনেমায় অভিনয় করেন।

সিনেমার প্রতি ছোট থেকেই ছিল প্যাশন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম নিয়ে পড়াশোনা করেন। মাস্টার সোহম যেমন বড় হয়ে সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কিন্তু মাস্টার তাপু সেটা পারেননি। বড় হয়ে নায়ক হয়ে উঠতে পারেননি তিনি। ধীরে ধীরে সিনেমা জগত থেকে হারিয়ে যান। আর কোনও দিন কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। এখন তিনি কোথায় থাকেন ? কী করেন ? সেই খবর কেউ জানে না। বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগেও মাস্টার তাপুর কোনও সন্ধান মেলে না।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.