Juhi Chawla and Aryan Khan: জুহি চাওলা না থাকলে সেদিন জেল থেকে বের হতে পারতেন না শাহরুখের ছেলে, জানা গেল আসল সত্য

Juhi Chawla and Aryan Khan: জুহি চাওলা না থাকলে সেদিন জেল থেকে বের হতে পারতেন না শাহরুখের ছেলে, জানা গেল আসল সত্য
শাহরুখ খান এবং জুহি চাওলার বন্ধুত্ব নিয়ে জানতে কারও বাকি নেই। এই বন্ধুত্ব কতটা গভীর, তা আজ আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। প্রাক্তন সহ-অভিনেত্রীর সঙ্গে শুধু হৃদ্যতার সম্পর্ক নয়, একসঙ্গে কোম্পানি খুলেছেন শাহরুখ খান। দু’জনে মিলে কলকাতা নাইট রাইডারস দল চালান। জুহি চাওলা ইন্ডাস্ট্রিতে শাহরুখের থেকে একটু সিনিয়র হলেও দু’জনে মিলে একাধিক ছবিতে অভিনয় করেছেন। একসঙ্গে অভিনয় করতে গিয়েই বন্ধুত্বের সূত্রপাত। আজ দু’জনের বন্ধুত্ব এতটাই গভীর যে একে অপরের পারিবারিক বিপদে ঝাঁপিয়ে পড়েন। শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারির সময়ও এর অন্যথা হয়নি। শাহরুখের বিপদের দিনে তাঁর পাশে ছিলেন জুহি চাওলা।

২০২১ সালের অক্টোবর মাসে মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেপ্তার হন আরিয়ান খান। মুম্বাই থেকে গোয়াগামী ক্রুজে অভিযান চালিয়ে আরিয়ান ও তাঁর বন্ধুদের গ্রেপ্তার করা হয়। এই মামলায় জেলে যেতে হয় শাহরুখ পুত্রকে। প্রায় একমাস জেলে ছিলেন তিনি। ছেলেকে জেল থেকে ছাড়াতে মরিয়া হয়ে উঠেছিলেন শাহরুখ। সব বাবা যেটা করবেন, তিনিও তাই করেছিলেন। এইরকম বিপদের দিনে তাঁর পাশে দাঁড়ান জুহি চাওলা। এমনকি তিনি সাহায্য না করলে আরিয়ানকে জেল থেকে এত সহজে ছাড়ানো যেত না। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে সই করে আরিয়ানকে ছাড়িয়ে নিয়ে আসেন তিনি। জুহি চাওলা যদি সেদিন দায়িত্ব না নিতেন, তাহলে আরও কিছুদিন জেলেই থাকতে হত শাহরুখ পুত্রকে।
Juhi Chawla and Aryan Khan: জুহি চাওলা না থাকলে সেদিন জেল থেকে বের হতে পারতেন না শাহরুখের ছেলে, জানা গেল আসল সত্য
 পরে অবশ্য এই মামলায় বেকসুর খালাস পেয়ে যান আরিয়ান। এই ঘটনা প্রসঙ্গে এতদিনে মুখ খুলেছেন জুহি চাওলা। তিনি বলেন, শাহরুখ বা তাঁর পরিবার আসলে বুঝতে পারেনি, এমনকিছু ঘটতে চলেছে। শাহরুখের মতো বন্ধুকে সাহায্য করার সুযোগ এলে তা হাতছাড়া করা উচিত নয় বলে মনে করেন জুহি চাওলা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.