Nusrat Jahan news- কেন ট্রোলড নুসরত জাহান

খুব বেশি ছবি করেননি ঠিকই , কিন্তু তাঁকে নিয়ে আগ্রহের অন্ত নেই। তিনি কি পরছেন , কোথায় যাচ্ছেন , কি খাচ্ছেন ? সব কিছু নিয়ে আলোচনা চলতে থাকে। কয়েক জোড়া চোখ সব সময় তাঁকে ফলো করতে থাকে। তিনি টলিঊডের অন্যতম সুন্দরী নুসরত জাহান (Nusrat Jahan news) । তাছাড়া তাঁকে নিয়ে ট্রোল হওয়া এখন একপ্রকার জলভাত হয়ে গিয়েছে। কারণ বিতর্ক তাঁর সব সময়ের সাথী। বিতর্কে থাকতেই তিনি ভালোবাসেন। প্রথমে বিয়ে, তারপর শাঁখা সিঁদুর পরে রথযাত্রার উদ্বোধন বা পরে বিয়ে ভেঙে বেরিয়ে আসা , আবার কখনো যশের সঙ্গে প্রেম বা বাচ্চার জন্ম দেওয়া সবেতেই তিনি বিতর্কে । বহুবার নেটিজেনদের নিন্দার মুখে পড়েছেন। তাতে কি ? তিনি থাকেন বিন্দাস।

Nusrat Jahan news
বরাবরই নিজের শর্তে জীবনে বাঁচেন নুসরত। রোজকার ব্যস্ত শিডিউলের মধ্যেও সোশ্যাল মিডিয়ার জন্য ঠিক সময় বের করেন বসিরহাটের সাংসদ (Nusrat Jahan news) । রোজই প্রায় অ্যাক্টিভ থাকেন। শেয়ার করেন নিজের নানা মুহূর্ত বা হট ছবি।

Nusrat Jahan news

Nusrat Jahan news
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন । সেই ভিডিওতে শাহরুখ খান এবং সুস্মিতা সেন অভিনীত ম্যায় হু না’র জনপ্রিয় গানে সুস্মিতার মতো লাল শাড়ি পরে তাঁকে নকল করেছেন নুসরত।

আর ভিডিও প্রকাশ হতেই ব্যাপক ট্রোলিং শুরু করেছেন কিংখান ভক্তরা । কেউ লিখেছেন-শুটকি বুড়ি লাগছে !

কেউ লিখেছেন- সুস্মিতার মতো শাড়ি পরলেই কি সুস্মিতা সেন হওয়া যায় ? আবার কেউ লিখেছেন-শাহরুখ দেখলে ভয় পেয়ে যাবেন !

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.