Aditi munshi barir saraswati pujo 2023- কেমন হল গায়িকা অদিতি মুন্সির বাড়ির সরস্বতী পুজো ? দেখুন

সরস্বতী পুজোতে কি করেন তারকারা ? এই নিয়ে সাধারণ মানুষের কমবেশি আগ্রহ থাকেই। কেমনভাবে সাজেন তাঁরা ? বাড়ির পুজোতে নায়িকারাও কি বসে ফল কাটেন ? নাকি এই দিনও নিজেদের গ্লামার ওয়াল্ডে নিজেদের ব্যস্ত রাখেন ? প্রশ্ন হাজার। কিছু কিছু তারকার বাড়িতে ছোট বা বড় করে সরস্বতী পুজো হয় । বাড়ির পুজোতে ব্যস্ত থাকেন তাঁরাও। যেমন গায়িকা-বিধায়িকা অদিতি মুন্সি। আগে যখন বাগুইআটির বাড়িতে থাকতেন তখন ছোট করে পুজো হত । এখন বিয়ের পর চিনার পার্কের ফ্ল্যাটে নিজের গানের অ্যাকাডেমিতে বড় করে বাগদেবীর আরাধনার আয়োজন করেন। দিন দুই আগে থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা। ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করেন তিনি নিজেই। বড় প্রতিমা আনেন। স্বর্ণলঙ্কারে সাজান। পাশাপাশি ফুলও থাকে। পুজোর পর নিজে প্রসাদ বিতরণের পাশাপাশি দুপুরে খিচুরি ভোগ রান্না করে সবার মধ্যে বিতরণ করেন তৃণমূল বিধায়িকা। প্রতিমার পাশে নিজের গানের যাবতীয় সরঞ্জাম রাখতে ভোলেন না। পুজোর পর ছাত্রছাত্রীদের নিয়ে ছবি তোলা হয়।

Aditi munshi barir saraswati pujo 2023- কেমন হল গায়িকা অদিতি মুন্সির বাড়ির সরস্বতী পুজো ? দেখুন
Aditi Munshi Age Biography

· কলকাতার বাগুইআটিতে অদিতি মুন্সির জন্ম ১৯৮৭ সালে। বাবা- মণিন্দ্র মুন্সি, মা- মিতালী মুন্সি। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান।

· ২০১৮ সালে স্থানীয় তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন। তাঁদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল।

· ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অদিতি মুন্সি তৃণমূলে যোগ দিয়েছিলেন। রাজারহাট- গোপালপুর বিধানসভার নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে জয়ী হন ।

READ MORE: সুচিত্রা সেন সম্পর্কে অজানা কথা (some unknown fact about Suchitra Sen), জানলে অবাক হবেন   

· অদিতি মুন্সি ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা । ওজন ৬০ কেজি। তিনি কোনদিনই ফিগার নিয়ে চিন্তাভাবনা করেন না।

· কলকাতাতেই সম্পূর্ণ স্কুল জীবন কেটেছে অদিতির। স্কুলে পড়তেই বাবার প্রভাবে কীর্তন গানের প্রতি আগ্রহ বাড়ে তাঁর । শ্রী গোবিন্দ দাসের লেখা কীর্তন গান গাইতে শুরু করেন তিনি। পাশাপাশি রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতিতেও পারদর্শী তিনি।

Aditi munshi barir saraswati pujo 2023- কেমন হল গায়িকা অদিতি মুন্সির বাড়ির সরস্বতী পুজো ? দেখুন
· রবীন্দ্রভারতী বিশ্ব বিদ্যালয়ে পড়ার সময় পদাবলী কীর্তন নিয়ে গবেষণার জন্য তিনি রাজ্য সরকারের স্কলারশিপ পেয়েছিলেন।

· অদিতি মুন্সি তাঁর গানের শিক্ষা পেয়েছেন শ্রী স্নেহাশিষ চক্রবর্তীর কাছ থেকে। পরে শ্রী সুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের কাছে গানের তালিম নেন।

· ২০১৫ সালে অদিতি মুন্সি জি বাংলার সা রে গা মাতে অংশ গ্রহণ করেন । জয়ী না হলেও কীর্তন শিল্পী হিসেবে তিনি বাংলার ঘরে ঘরে পরিচিত পান। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ।

· সর্ব ভারতীয় ক্ষেত্রে একাধিক সম্মান পেয়েছেন তিনি। ২০১০ সালে তৎকালীন রাজ্যপাল এম কে নারায়ণ-এর কাছ থেকে অল ইন্ডিয়া মেরিট টেস্ট কন্টেস্ট পুরস্কার পান।

· ২০১২ তে অদিতি মুন্সি অল ইন্ডিয়া রেডিওর শিল্পী হিসেবে নির্বাচিত হন ।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.