অভিনয়ের ‘অ’ জানেন না রাজ কাপুর-অমিতাভ বচ্চনের নাতনি ! Unknown Story About Navya Naveli Nanda

বলিউডের পরম্পরা । স্টারের ছেলে বা মেয়ে স্টার হবেন। কারণ তাঁরা জন্ম থেকেই তারকা। তাঁদের নিয়ে পেজ থ্রি গসিপ হয় । নানা ধরনের জল্পনা চলে। কি খাচ্ছেন ? কোথায় যাচ্ছেন বা কার সঙ্গে প্রেম করছেন -সবই চর্চার বিষয় । তারপর বিরাট বাজেটের ছবির হাত ধরে বলিউডে সহজ এন্ট্রি। কোন স্ট্রাগল নেই। তবে ট্যালেন্ট না থাকলে প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল। সে যাই হোক। সিনেমা জগতে প্রবেশ স্টারকিডদের সহজেই হয়ে যায় । হিন্দি ছবির শাহেনশা অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের আগমন বিরাট ধাকামাদারভাবে হয়েছিল। জে পি দত্তার ‘রিফিউজি’ছিল এন্ট্রি ফিল্ম। তেমন চলেনি। তবে অভিষেক হিন্দি সিনেমায় জায়গা করে ফেলেন। তাঁর মেয়ে আরাধ্যা জন্ম থেকেই চর্চায় । সেও যে ভবিষ্যতের স্টার সে নিয়ে কোন সন্দেহ নেই। তবে বচ্চন পরিবারের আর এক মেয়ে নভ্যা নাভেলি নন্দাও সিনেমার পরবর্তী নায়িকা হবেন, ধরেই নিয়েছিল বলিউড । কিন্তু তেমনটা হল কই ? অমিতাভ-জয়্যার কন্যা শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা। বড় হয়েছেন দাদু-দিদার ছত্রছায়ায়। তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি আবার বলিউডের আল্টিমেট শোম্যান রাজ কাপুরের নাতনি । রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দার ছেলে নিখিল নন্দার মেয়ে এই নভ্যা। এত বড় পরিবারের মেয়ে। অভিনয় তাঁর রক্তে। কিন্তু একটি সাক্ষাৎকারে নভ্যা জানিয়েছেন, তিনি অভিনয়ের কিছুই জানেন না। বাবার ব্যবসা দেখায় তাঁর জীবনের লক্ষ্য। আর তাছাড়া, কোন পরিচালক বা প্রযোজক তাঁকে সিনেমার প্রস্তাব দেননি। দাদু-দিদা-মামা সবাই অভিনয়ের সঙ্গে যুক্ত কিন্তু তাঁর সিনেমা নিয়ে কোন আগ্রহ নেই।

অভিনয়ের ‘অ’ জানেন না রাজ কাপুর-অমিতাভ বচ্চনের নাতনি ! Unknown Story About Navya Naveli Nanda
নভ্যা নাভেলি নন্দার জীবনপঞ্জী 

জন্ম – ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর (শনিবার )

বয়স – ২৫ বছর

স্কুল- সেভেনওকস স্কুল, লন্ডন

কলেজ / বিশ্ববিদ্যালয় – ফোরডহাম ইউনিভারসিটি, নিউ ইয়র্ক

শিক্ষাগত যোগ্যতা – ডিজিট্যাল টেকনোলজি এবং ইউএক্স ডিজাইন নিয়ে ব্যাচেলর ডিগ্রি

প্রিয় শখ- পিয়ানো বাজানো

প্রেমের সম্পর্ক – মিজান জাফরি, সিদ্ধান্ত চতুর্বেদী

ওজন- ৪৮ কেজি

উচ্চতা- ৫ ফুট ৬ ইঞ্চি

বাবা- নিখিল নন্দা

মা- শ্বেতা বচ্চন নন্দা

ভাই- অগ্যস্ত নন্দা

অভিনয়ের ‘অ’ জানেন না রাজ কাপুর-অমিতাভ বচ্চনের নাতনি ! Unknown Story About Navya Naveli Nanda
· শাহরুখ খানের ছেলে আরিয়ান খান তাঁর খুব ভালো বন্ধু। দুজনে একসঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছেন ।

· ২০২০ সালের এপ্রিল মাসে নভ্যা আরা হেলথ নামের একটি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রতিষ্ঠান স্থাপন করেন । এই প্রতিষ্ঠান দেশের বিভিন্ন হেলথ কেয়ার এক্সপার্ট সংস্থার সঙ্গে মিলে মহিলাদের স্বাস্থ্য নিয়ে নানা ধরনের পরামর্শ প্রদান করে। নভ্যা নাভেলি এই সংস্থার সিইও।

READ MORE: জীতেন্দ্র কন্যা একতা কাপুরের জীবনের বিতর্কিত অধ্যায় (Ekta Kapoor known for controversy?)  

· ২০১৯ সালের ডিসেম্বরে অমিতাভের নাতনি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়েন । যার নাম ‘নাভেলি’। এই প্রতিষ্ঠান পারিবারিক হিংসার শিকার মহিলাদের পুনর্বাসন দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে ।

· এইসবের পাশাপাশি নভ্যার আরও গুণ আছে। তিনি প্রতিবাদী চরিত্র । ২০১৯ সালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত মহিলাদের ছেঁড়া জিন্স পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন । তিনি বলেন , মহিলারা এই ধরণের জিন্স পরে ছেলেদের মাথা খারাপ করে । এর প্রতিবাদে সোশ্যাল সাইটে ছেঁড়া জিন্স পরে ছবি দিয়ে নভ্যা লেখেন, আগে নিজের মানসিকতা পাল্টান।

অভিনয়ের ‘অ’ জানেন না রাজ কাপুর-অমিতাভ বচ্চনের নাতনি ! Unknown Story About Navya Naveli Nanda
· ২০২২ সালে মডেল হিসেবে আবির্ভাব হয় নভ্যার। ল’ওরিয়ল প্যারিস-এর মডেল হয়ে তিনি বিজ্ঞাপনে অভিনয় করেন। তাঁর অভিনয় অনেকেই প্রশংসা করেন ।

· নভ্যার অন্যতম গুন তিনি ভালো পিয়ানো বাজাতে পারেন। কোন রকম প্রশিক্ষণ ছাড়াই তাঁকে একদিন পিয়ানো বাজাতে দেখে অমিতাভ বচ্চনও অবাক হয়ে গিয়েছিলেন।

· বিভিন্ন সোশ্যাল সাইটে নভ্যা খুব অ্যাক্টিভ । ইনস্টাগ্রামে তাঁর ৬৬৬ হাজার ফলোয়ার। ফেসবুকে তাঁকে ৭৪ হাজার মানুষ ফলো করে । প্রতিদিন নানা ধরণের ছবি বা ভিডিও তিনি পোস্ট করেন ।

Is Navya Naveli Nanda and Siddhant Chaturvedi?

একাধিকবার দুজনকে একসঙ্গে দেখা গেলেও সম্পর্কের কথা কেউ স্বীকার করেন না। ‘ ফোনভুত’ ছবির প্রচারে সিদ্ধান্ত বলেন , যদি আমি ডেট করি । তাহলে সবাই অবশ্যই দেখতে পাবে।

অভিনয়ের ‘অ’ জানেন না রাজ কাপুর-অমিতাভ বচ্চনের নাতনি ! Unknown Story About Navya Naveli Nanda

1 comment:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.