সোমবার সাতপাকে ঘুরবেন ক্রিকেটার কে এল রাহুল, কে হবেন তাঁর নববধূ (K L Rahul and Athiya Shetty) , জানেন তিনি কে ?
খান্ডালার একটি সাজানো গোছানো বাগান বাড়িতে বসেছে বিয়ের আসর । যার বাইরে মিডিয়ার উঁকিঝুঁকি চললেও ভিতরে যাওয়া পুরোপুরি নিষেধ। বাইরে থেকেই যতটা পারা যায় ছবি তোলার চেষ্টা করছেন চিত্র সাংবাদিকরা । অফিসের হুকুম। বিয়ের ছবি চাই। তাই বাইরে বড় কোন গাছের মগডালে উঠে বিয়েবাড়ির ছবি তোলার চেষ্টা করছেন কেউ কেউ। হলুদ আলোয় উদ্ভাসিত সেই বিয়েবাড়িতে অতিথি সমাগম চলছে। এত উৎসাহের কারণ এই বিয়ের পাত্র-পাত্রী। পাত্র ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল, আর কন্যা আথিয়া শেট্টি Athiya Shetty। কে এই আথিয়া ? কি তাঁর পরিচয় ? তিনি অভিনেতা সুনীল শেট্টির কন্যা। নিজেও বলিউডে পা রেখেছেন। চার-পাঁচটি সিনেমাতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। যদিও ততটা বিখ্যাত হয়ে উঠতে পারেননি। রাহুল ঘরণী হওয়ার আগে চলুন জেনে নিন আথিয়া শেট্টির বৃত্তান্ত। সুনীল শেট্টির মেয়ের সঙ্গে চার বছর ধরে প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কে এল রাহুল।
গত শনিবার থেকে সুনীল শেট্টির খান্ডালার বাগান বাড়িতে সানাই বাজতে শুরু করেছে। তখন থেকেই অতিথিদের আসা যাওয়া চলছে। ২২ তারিখ হল মেহেন্দি অনুষ্ঠান। পরদিন বিয়ে। খবর হল , মোট ১০০ জন নিমন্ত্রিত। সবাইকে শর্ত দেওয়া হয়েছে অনুষ্ঠান বাড়িতে মোবাইল ফোন ব্যবহার করা চলবে না। মানে বিয়ের কোন ছবি যেন বাইরে না আসে। এই ধরণের নিষেধাজ্ঞা বেশ কয়েকটি সেলিব্রেটির বিয়েতে দেখা গিয়েছিল। সেই প্রবণতা সুনীল শেট্টির মেয়ের বিয়েতেও থাকছে।
গত শনিবার থেকে সুনীল শেট্টির খান্ডালার বাগান বাড়িতে সানাই বাজতে শুরু করেছে। তখন থেকেই অতিথিদের আসা যাওয়া চলছে। ২২ তারিখ হল মেহেন্দি অনুষ্ঠান। পরদিন বিয়ে। খবর হল , মোট ১০০ জন নিমন্ত্রিত। সবাইকে শর্ত দেওয়া হয়েছে অনুষ্ঠান বাড়িতে মোবাইল ফোন ব্যবহার করা চলবে না। মানে বিয়ের কোন ছবি যেন বাইরে না আসে। এই ধরণের নিষেধাজ্ঞা বেশ কয়েকটি সেলিব্রেটির বিয়েতে দেখা গিয়েছিল। সেই প্রবণতা সুনীল শেট্টির মেয়ের বিয়েতেও থাকছে।
কীভাবে প্রেম শুরু ? (K L Rahul and Athiya Shetty)
কোন এক বন্ধুর পার্টিতে প্রথম দেখা হয়েছিল । সেখানেই আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেম শুরু হয়নি । তবে আলাপ ভালোভাবে জমে ওঠে। ফোন নম্বর দেওয়া নেওয়া হয় । শুরু হয় কথা । সেখান থেকে একান্তে দেখা। তারপর ঘনঘন দেখা শুরু। দুজনেই নিজেদের কাজের ক্ষেত্রে ব্যস্ত। তা সত্ত্বেও মনের ডাকে সাড়া দিয়ে ঠিকই দেখা করতেন। প্রথম দিকে নিজেদের প্রেম গোপন রেখে ছিলেন তাঁরা । নিজেদের ব্যক্তিগত জীবনে মিডিয়ার প্রবেশ পচ্ছন্দ ছিল না তাঁদের । তবে আথিয়ার ছবিতে ডিজানাইরার বিক্রম ফড়নবিশের মন্তব্য থেকে সব কিছু স্পষ্ট হয়ে যায় ।READ MORE: জীতেন্দ্র কন্যা একতা কাপুরের জীবনের বিতর্কিত অধ্যায় (Ekta Kapoor known for controversy?)
বাবা- সুনীল শেট্টি
মা- মানা শেট্টি
ভাই- অহন শেট্টি
শিক্ষাগত যোগ্যতা – স্নাতক (ফিল্মমেকিং এবং লিবারেল আর্ট )
জাত- বাবার দিক থেকে বান্ট জাতি, মায়ের দিক থেকে পাঞ্জাবি হিন্দু ও গুজরাতি মুসলিম
প্রেমজীবন – আদিত্য ভান্ডারি, ড্রেক (আমেরিকান র্যাপার) এবং কে এল রাহুল
প্রিয় খাবার- রাজমা রাইস, ফ্রাইড রাইস
প্রিয় অভিনেতা- সালমান খান, শাহরুখ খান
প্রিয় সিনেমা- দিল তো পাগল হ্যায়
প্রিয় রং- সাদা
প্রিয় গাড়ি- জাগুয়ার এফ এক্স, অডি কিউ ৭
· খুব ছোট থেকেই অভিনয়ের শখ আথিয়ার। মায়ের শাড়ি পড়ে বিভিন্ন নায়িকার নকল করতেন তিনি।
· স্কুলে প্রতিটি নাটকে অংশ নিতেন। তখন থেকেই তাঁর অভিনয় জনপ্রিয় ছিল।
· অভিনয়ের পাশাপাশি স্কুলজীবনে খেলাধূলোতেও অংশ নিতেন আথিয়া। ফুটবল , বাস্কেটবল, ব্যাডমিন্টন খেলায় পারদর্শী ছিলেন। পাশাপাশি সুইমিংয়ে তিনি তুখোড় ছিলেন।
· অভিনেত্রী হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি নিউ ইয়র্কের একটি ক্যাফেতে ওয়েটার হিসেবে কাজ করেছেন । একই সঙ্গে ইন্টিরিয়র ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন ।
· ২০১৮ সালে ‘নবাবজাদে’ ছবিতে একটি নাচে দেখা গিয়েছিল আথিয়াকে।
· তাঁকে প্রথম ফিল্মের প্রস্তাব দেন সালমান খান। একটি জিমে সালমানের বোন আলভিরা প্রথম আথিয়াকে দেখেন। যদিও তখন তিনি জানতেন না আথিয়া সুনীল শেট্টির মেয়ে। প্রথম ছবি ‘হিরো’। ১৯৮১ সালের জ্যাকি শ্রফ অভিনীত ‘হিরো’ ছবির রিমেক ছিল এই সিনেমা।
· আথিয়া সাইবাবার ভীষণ ভক্ত।
· ছোট থেকেই সিনেমার পোকা ছিলেন আথিয়া। তিনি প্রায় প্রতিটি ছবি দেখতেন।
· স্কুল জীবনে তাঁর বন্ধু ছিলেন টাইগার শ্রফ, কৃষ্ণা শ্রফ এবং শ্রদ্ধা কাপুর।
এখনও পর্যন্ত মাসে ৩০ লক্ষ টাকা রোজগার করেন আথিয়া। তবে এখন তাঁর বার্ষিক ইনকাম এক কোটি ছাড়িয়েছে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪ মিলিয়ন ডলার।
How is Sunil Shetty so rich?
অভিনেতা হওয়ার পাশাপাশি সুনীল শেট্টি একজন সফল ব্যবসায়ী। তিনি পরিষেবা ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি রিটেল ব্যবসায় ভালো নাম করেছেন। এছাড়া তাঁর একটি ফিল্ম প্রোডাকশন কোম্পানী আছে। নাম পপকর্ণ এন্টারটেইমেন্ট। ‘ খেল- নো অডিনারি গেম’, ‘রক্ত’, এবং ‘ভাগমভাগ’ সহ একাধিক ছবি তাঁর সংস্থা প্রযোজনা করেছে ।
KL Rahul net worth
ভারতীয় ক্রিকেট টিমের ওপেনার হওয়ার পাশাপাশি কে এল রাহুল ভাইস-ক্যাপ্টেনও। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৫ কোটি টাকা।
What is the salary of KL Rahul per match?
বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী রাহুল প্রতি বছর ৫ কোটি টাকা করে পেয়ে থাকেন। তাছাড়া টেস্ট, একদিবসীয় এবং টি২০ খেলে যথাক্রমে ১৫ লক্ষ, ৬ লক্ষ ও ৩ লক্ষ করে পান।
Some unknown facts about Athiya Shetty
জন্ম- ১৯৯২ সালের ৫ নভেম্বরবাবা- সুনীল শেট্টি
মা- মানা শেট্টি
ভাই- অহন শেট্টি
শিক্ষাগত যোগ্যতা – স্নাতক (ফিল্মমেকিং এবং লিবারেল আর্ট )
জাত- বাবার দিক থেকে বান্ট জাতি, মায়ের দিক থেকে পাঞ্জাবি হিন্দু ও গুজরাতি মুসলিম
প্রেমজীবন – আদিত্য ভান্ডারি, ড্রেক (আমেরিকান র্যাপার) এবং কে এল রাহুল
প্রিয় খাবার- রাজমা রাইস, ফ্রাইড রাইস
প্রিয় অভিনেতা- সালমান খান, শাহরুখ খান
প্রিয় সিনেমা- দিল তো পাগল হ্যায়
প্রিয় রং- সাদা
প্রিয় গাড়ি- জাগুয়ার এফ এক্স, অডি কিউ ৭
· খুব ছোট থেকেই অভিনয়ের শখ আথিয়ার। মায়ের শাড়ি পড়ে বিভিন্ন নায়িকার নকল করতেন তিনি।
· স্কুলে প্রতিটি নাটকে অংশ নিতেন। তখন থেকেই তাঁর অভিনয় জনপ্রিয় ছিল।
· অভিনয়ের পাশাপাশি স্কুলজীবনে খেলাধূলোতেও অংশ নিতেন আথিয়া। ফুটবল , বাস্কেটবল, ব্যাডমিন্টন খেলায় পারদর্শী ছিলেন। পাশাপাশি সুইমিংয়ে তিনি তুখোড় ছিলেন।
· অভিনেত্রী হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি নিউ ইয়র্কের একটি ক্যাফেতে ওয়েটার হিসেবে কাজ করেছেন । একই সঙ্গে ইন্টিরিয়র ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন ।
· ২০১৮ সালে ‘নবাবজাদে’ ছবিতে একটি নাচে দেখা গিয়েছিল আথিয়াকে।
· তাঁকে প্রথম ফিল্মের প্রস্তাব দেন সালমান খান। একটি জিমে সালমানের বোন আলভিরা প্রথম আথিয়াকে দেখেন। যদিও তখন তিনি জানতেন না আথিয়া সুনীল শেট্টির মেয়ে। প্রথম ছবি ‘হিরো’। ১৯৮১ সালের জ্যাকি শ্রফ অভিনীত ‘হিরো’ ছবির রিমেক ছিল এই সিনেমা।
· আথিয়া সাইবাবার ভীষণ ভক্ত।
· ছোট থেকেই সিনেমার পোকা ছিলেন আথিয়া। তিনি প্রায় প্রতিটি ছবি দেখতেন।
· স্কুল জীবনে তাঁর বন্ধু ছিলেন টাইগার শ্রফ, কৃষ্ণা শ্রফ এবং শ্রদ্ধা কাপুর।
FAQ
How much does Athiya Shetty earn?এখনও পর্যন্ত মাসে ৩০ লক্ষ টাকা রোজগার করেন আথিয়া। তবে এখন তাঁর বার্ষিক ইনকাম এক কোটি ছাড়িয়েছে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪ মিলিয়ন ডলার।
How is Sunil Shetty so rich?
অভিনেতা হওয়ার পাশাপাশি সুনীল শেট্টি একজন সফল ব্যবসায়ী। তিনি পরিষেবা ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি রিটেল ব্যবসায় ভালো নাম করেছেন। এছাড়া তাঁর একটি ফিল্ম প্রোডাকশন কোম্পানী আছে। নাম পপকর্ণ এন্টারটেইমেন্ট। ‘ খেল- নো অডিনারি গেম’, ‘রক্ত’, এবং ‘ভাগমভাগ’ সহ একাধিক ছবি তাঁর সংস্থা প্রযোজনা করেছে ।
KL Rahul net worth
ভারতীয় ক্রিকেট টিমের ওপেনার হওয়ার পাশাপাশি কে এল রাহুল ভাইস-ক্যাপ্টেনও। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭৫ কোটি টাকা।
What is the salary of KL Rahul per match?
বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী রাহুল প্রতি বছর ৫ কোটি টাকা করে পেয়ে থাকেন। তাছাড়া টেস্ট, একদিবসীয় এবং টি২০ খেলে যথাক্রমে ১৫ লক্ষ, ৬ লক্ষ ও ৩ লক্ষ করে পান।
No comments:
please do not enter any spam link in the comment box