মাত্র ১৮ বছর বয়স থেকে বাবার পরামর্শে সিরিয়াল প্রযোজনা শুরু করেন তিনি। একাধিক জনপ্রিয় সফল ধারাবাহিক থেকে তিনি ঘরে তুলেছেন প্রায় ৫০০ কোটি টাকা। শুধু সিরিয়ালে নিজেকে আটকে না থেকে সিনেমা, পরে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন। আর দর্শক ধরতে যতটা নীচে নামা সম্ভব তিনি নেমেছেন। তিনি বলিউডের ‘সিরিয়াল কুইন’ জীতেন্দ্র কন্যা একতা কাপুর (Ekta Kapoor)। তাঁর সংস্থা বালাজি টেলিফ্লিমের ওটিটি প্ল্যাটফর্মের নাম ‘অল্ট বালাজি’। জনপ্রিয়তার বিচারে প্রথম দিকে না থাকলেও শুধুমাত্র নবীন প্রজন্মকে মজাতে ‘ যৌনতা’কে হাতিয়ার করেছেন তিনি। সম্প্রতি এই নিয়ে আদালতের ভৎসনা শুনতে হয়েছে তাঁকে । তিনি ইয়ং জেনারেশনের মাথা বিগড়ে দিচ্ছেন, মন্তব্য করে আদালত। কিন্তু তাতে কি ? একতা কাপুর আছেন নিজের ছন্দেই। ‘লাভ, সেক্স ওউর ধোঁকা ২’ নামের ফের একটি উত্তেজক ছবি আনতে চলেছেন ৪৭ বছরের একতা। যখন সিরিয়াল প্রযোজনা করতে নেমেছিলেন তখন পারিবারিক ধারাবাহিকের নামে অদ্ভুত ভারতীয় সংস্কৃতি আমদানি করেছিলেন । আর এখন ওয়েব সিরিজের নামে সব থেকে সস্তার পথ বেছে নিয়েছেন তিনি। ভালো কনটেন্টের দিকে জোর না দিয়ে তিনি যৌনতাকে দ্রুত জনপ্রিয়তার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। শুধু এই নয় , এর আগেও একাধিকবার নানা ধরণের বিতর্কের মধ্যে জড়িয়েছেন তিনি।
· অভিনেতা পুলকিত সম্রাট ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ছেড়েছিলেন পেমেন্ট নিয়ে সমস্যার জন্য। তিনি একতা কাপুরের বিরুদ্ধে মামলা করেন । যার ফলে অন্য প্রজেক্ট থেকে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয় । পুলকিত সম্রাটের কেরিয়ারে তার ব্যাপক প্রভাব পড়ে ।
· তাঁর সিরিয়াল ‘ জোধা আকবর’ নিয়ে বিক্ষোভে নামে রাজপুত ক্ষত্রিয় সভা। তাদের বক্তব্য, এই সিরিয়ালে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে। বাবার রাজত্ব বাঁচাতে আকবরকে বিয়ে করেছিলেন জোধাবাই। সিরিয়ালের এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।
· বরাবর নিজের পোশাক নিয়ে বিতর্কে থেকেছেন একতা কাপুর। অনেকেই বলেছেন , একতা কাপুর প্রকাশ্যে যে ধরণের ড্রেস পড়েন তা মোটেই শোভনীয় নয় ।
Ekta Kapoor known for controversy
· ২০০৭ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ থেকে হঠাৎ বেরিয়ে যান স্মৃতি ইরানি। কারণ, একতা কাপুরের সঙ্গে ঝামেলা। পরিবর্তে গৌতমীকে নিয়ে আসা হয় । কিন্তু সিরিয়ালের রেটিং অস্বাভাবিকভাবে পরে যায় । ২০০৮-এ তাই ফের স্মৃতিকে ফিরিয়ে নিয়ে আসেন একতা ।· অভিনেতা পুলকিত সম্রাট ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ছেড়েছিলেন পেমেন্ট নিয়ে সমস্যার জন্য। তিনি একতা কাপুরের বিরুদ্ধে মামলা করেন । যার ফলে অন্য প্রজেক্ট থেকে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয় । পুলকিত সম্রাটের কেরিয়ারে তার ব্যাপক প্রভাব পড়ে ।
· তাঁর সিরিয়াল ‘ জোধা আকবর’ নিয়ে বিক্ষোভে নামে রাজপুত ক্ষত্রিয় সভা। তাদের বক্তব্য, এই সিরিয়ালে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে। বাবার রাজত্ব বাঁচাতে আকবরকে বিয়ে করেছিলেন জোধাবাই। সিরিয়ালের এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।
· বরাবর নিজের পোশাক নিয়ে বিতর্কে থেকেছেন একতা কাপুর। অনেকেই বলেছেন , একতা কাপুর প্রকাশ্যে যে ধরণের ড্রেস পড়েন তা মোটেই শোভনীয় নয় ।
READ MORE: মোটা ছেলের রোগা বউ ! চিনে নিন আম্বানী পরিবারের ছোটবউকে (Radhika Merchant Biography in Bengali)
· অভিনেতাদের নিয়ে কন্ট্রাক্ট পেপার সই করিয়ে নেয় একতার সংস্থা । সেই কন্ট্রাক্টে লেখা থাকে প্রয়োজন পড়লে যে কোন ধরণের যৌন উত্তেজক দৃশ্যে অভিনয় করতে হবে। অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে জোর করেই তাতে সই করানো হয় ।
· ‘দৃশ্যম’ ছবির নির্মাতাদের কাছে কপিরাইট চেয়ে মামলা করেন একতা । তিনি দাবি করেন , এই সিনেমা যে বই থেকে অনুপ্রাণিত তা তিনি অনেক দিন আগেই কিনে রেখেছেন। এই মামলা নিয়ে যথেষ্ট বিতর্ক হয় ।
· ২০২২ সালের ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারের মুখে পড়েন একতা কাপুর। বিচারপতি অজয় রাস্তোগি এবং টি ভি রবিকুমারের বেঞ্চ ‘XXX’ নামের ওয়েব সিরিজ নিয়ে মন্তব্য করে , আপনি সমাজকে দুষিত করছেন । বিচারপতিরা বলেন , দেশের নবীন প্রজন্মের মাথা বিগড়ে দিচ্ছেন আপনারা । ওটিটির কন্টেন্ট সবার জন্য। সেই প্রেক্ষাপটে কি ধরণের বিষয়বস্তু পরিবেশন করছেন আপনারা ? একতার আইনজীবী বাগ স্বাধীনতার পক্ষে সওয়াল করলে বিচারপতিরা বলেন , বাগ স্বাধীনতার নামে যা খুশি চলতে পারে না। আপনাদের টাকা আছে মানেই আইন আপনাদের জন্য তা তো নয় । যাঁদের তেমন ক্ষমতা নেই, আইন তাদের হয়ে কথা বলবে , এটা আপনার মক্কেলকে বলে দেবেন।
রাশি- কন্যা
জাত- খাত্রি
বাবা- জীতেন্দ্র
মা- শোভা কাপুর
ভাই- তুষার কাপুর
প্রিয় খাবার- চকোলেট
প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব – নরেন্দ্র মোদী
প্রিয় রং- সাদা
প্রিয় গাড়ি- বিএমডব্লু, মার্সিডিজ , ফোরড , জাগুয়ার
সম্পত্তি – ৭ কোটির মূল্যের বিলাস বহুল ফ্ল্যাট, ৪৭ কোটির ব্যক্তিগত বিনিয়োগ
নগদ পরিমাণ – ১৫০ কোটি
· ২০১৫ সাল পর্যন্ত ২৫ টি সিরিয়াল প্রযোজনা করে ৫০০ কোটি টাকা লাভ করেন ।
· একতা কাপুর মোট ১৩০ টি সিরিয়াল প্রযোজনা করেছেন । যার মধ্যে হিট করে ‘কাহিনী ঘর ঘর কি’, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘কাঁহি কিসি রোজ’, ‘কাঁহি তো হোগা’, ‘বড়ে আচ্ছে লগতে হে’, ‘কসমসে সে’, ‘কুমকুম ভাগ্য’, ‘জোধা আকবর’ এবং ‘কসম সে’।
· তাঁর হাত ধরে লঞ্চ হয়েছেন বিদ্যা বালান, সুশান্ত সিং রাজপুত, প্রাচী দেশাই, রাম কাপুর, রাজীব খান্ডেওয়াল এবং রনিত রায়।
· তিনি সর্বদা জ্যোতিষীর পরামর্শ মেনে চলেন । ৩, ৬ এবং ৯ তাঁর লাকি নম্বর ।
· একতা কাপুর উঁচুস্থান, হেলিকপ্টার এবং অন্ধকারে ভয় পান।
· তিনি খুব একটা পাবলিক ইভেন্টে না থাকলেও সব ধরণের পার্টীতে অবশ্যই যান ।
· একতা পশুপ্রেমী। লাফ্রো নামে তাঁর একটি পোষা কুকুর আছে।
· ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে রবি নামের একটি পুত্র সন্তানের জন্ম দেন। তবে তিনি এখনো পর্যন্ত অবিবাহিতা।
Is Ekta Kapoor is married?
না। তিনি বিয়ে করেননি । ২০১৯ সালের ২৭ জানুয়ারী সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের মা হয়েছেন । ভাই তুষার কাপুরও একই পদ্ধতিতে বাবা হয়েছেন ।
Why did Ekta opt for surrogacy?
একটি সাক্ষাৎকারে একতা কাপুর জানান, বিয়ে ছাড়া তাঁর মাতৃত্ব নিয়ে বাবা-মায়ের কোন আপত্তি নেই। তাঁরা এটা মেনে নিয়েছেন। এখন সমাজে সারোগেসির মাধ্যমে মা-বাবা হওয়া নিয়ে ছুঁতমার্গ নেই। অনেক সেলিব্রেটি, সমলিঙ্গ দম্পতি বা স্বাভাবিক স্বামী -স্ত্রী এই পদ্ধতিতে সন্তানের বাবা-মা হচ্ছেন।
Why did Ekta Kapoor fail in Mahabharat?
মহাভারতের মতো মহাকাব্যকে রীতিমতো পরিবর্তন দিয়েছিলেন তিনি। নাম পাল্টে করেন ‘কাহিনী হামারি মহাভারত কি’। সব থেকে বেশি সমালোচিত হয় চরিত্রদের পোশাক। পাণ্ডবদের সিক্স প্যাক দেখানো হয়েছিল। দ্রৌপদীর গায়ে ট্যাটু। গ্রিক চরিত্রদের অনুকরণের মহাভারতের পাণ্ডবদের সাজিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালোহাত্রা। এত পরিবর্তন এবং আধুনিকীকরণ দর্শক মেনে নেয়নি।
Is Karan Johar married to Ekta Kapoor?
তাঁরা বিয়ে করেননি । কিন্তু একটা সময় তাঁদের মধ্যে সম্পর্ক ছিল বলে শোনা গিয়েছিল। বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন। কিন্তু নানা কারণবশত তা আর হয়নি।
· অভিনেতাদের নিয়ে কন্ট্রাক্ট পেপার সই করিয়ে নেয় একতার সংস্থা । সেই কন্ট্রাক্টে লেখা থাকে প্রয়োজন পড়লে যে কোন ধরণের যৌন উত্তেজক দৃশ্যে অভিনয় করতে হবে। অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে জোর করেই তাতে সই করানো হয় ।
· ‘দৃশ্যম’ ছবির নির্মাতাদের কাছে কপিরাইট চেয়ে মামলা করেন একতা । তিনি দাবি করেন , এই সিনেমা যে বই থেকে অনুপ্রাণিত তা তিনি অনেক দিন আগেই কিনে রেখেছেন। এই মামলা নিয়ে যথেষ্ট বিতর্ক হয় ।
· ২০২২ সালের ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারের মুখে পড়েন একতা কাপুর। বিচারপতি অজয় রাস্তোগি এবং টি ভি রবিকুমারের বেঞ্চ ‘XXX’ নামের ওয়েব সিরিজ নিয়ে মন্তব্য করে , আপনি সমাজকে দুষিত করছেন । বিচারপতিরা বলেন , দেশের নবীন প্রজন্মের মাথা বিগড়ে দিচ্ছেন আপনারা । ওটিটির কন্টেন্ট সবার জন্য। সেই প্রেক্ষাপটে কি ধরণের বিষয়বস্তু পরিবেশন করছেন আপনারা ? একতার আইনজীবী বাগ স্বাধীনতার পক্ষে সওয়াল করলে বিচারপতিরা বলেন , বাগ স্বাধীনতার নামে যা খুশি চলতে পারে না। আপনাদের টাকা আছে মানেই আইন আপনাদের জন্য তা তো নয় । যাঁদের তেমন ক্ষমতা নেই, আইন তাদের হয়ে কথা বলবে , এটা আপনার মক্কেলকে বলে দেবেন।
Some unknown facts about Ekta Kapoor
জন্ম- ১৯৭৫ সালের ৭ জুনরাশি- কন্যা
জাত- খাত্রি
বাবা- জীতেন্দ্র
মা- শোভা কাপুর
ভাই- তুষার কাপুর
প্রিয় খাবার- চকোলেট
প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব – নরেন্দ্র মোদী
প্রিয় রং- সাদা
প্রিয় গাড়ি- বিএমডব্লু, মার্সিডিজ , ফোরড , জাগুয়ার
সম্পত্তি – ৭ কোটির মূল্যের বিলাস বহুল ফ্ল্যাট, ৪৭ কোটির ব্যক্তিগত বিনিয়োগ
নগদ পরিমাণ – ১৫০ কোটি
· ২০১৫ সাল পর্যন্ত ২৫ টি সিরিয়াল প্রযোজনা করে ৫০০ কোটি টাকা লাভ করেন ।
· একতা কাপুর মোট ১৩০ টি সিরিয়াল প্রযোজনা করেছেন । যার মধ্যে হিট করে ‘কাহিনী ঘর ঘর কি’, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘কাঁহি কিসি রোজ’, ‘কাঁহি তো হোগা’, ‘বড়ে আচ্ছে লগতে হে’, ‘কসমসে সে’, ‘কুমকুম ভাগ্য’, ‘জোধা আকবর’ এবং ‘কসম সে’।
· তাঁর হাত ধরে লঞ্চ হয়েছেন বিদ্যা বালান, সুশান্ত সিং রাজপুত, প্রাচী দেশাই, রাম কাপুর, রাজীব খান্ডেওয়াল এবং রনিত রায়।
· তিনি সর্বদা জ্যোতিষীর পরামর্শ মেনে চলেন । ৩, ৬ এবং ৯ তাঁর লাকি নম্বর ।
· একতা কাপুর উঁচুস্থান, হেলিকপ্টার এবং অন্ধকারে ভয় পান।
· তিনি খুব একটা পাবলিক ইভেন্টে না থাকলেও সব ধরণের পার্টীতে অবশ্যই যান ।
· একতা পশুপ্রেমী। লাফ্রো নামে তাঁর একটি পোষা কুকুর আছে।
· ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে রবি নামের একটি পুত্র সন্তানের জন্ম দেন। তবে তিনি এখনো পর্যন্ত অবিবাহিতা।
FAQ
না। তিনি বিয়ে করেননি । ২০১৯ সালের ২৭ জানুয়ারী সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের মা হয়েছেন । ভাই তুষার কাপুরও একই পদ্ধতিতে বাবা হয়েছেন ।
Why did Ekta opt for surrogacy?
একটি সাক্ষাৎকারে একতা কাপুর জানান, বিয়ে ছাড়া তাঁর মাতৃত্ব নিয়ে বাবা-মায়ের কোন আপত্তি নেই। তাঁরা এটা মেনে নিয়েছেন। এখন সমাজে সারোগেসির মাধ্যমে মা-বাবা হওয়া নিয়ে ছুঁতমার্গ নেই। অনেক সেলিব্রেটি, সমলিঙ্গ দম্পতি বা স্বাভাবিক স্বামী -স্ত্রী এই পদ্ধতিতে সন্তানের বাবা-মা হচ্ছেন।
Why did Ekta Kapoor fail in Mahabharat?
মহাভারতের মতো মহাকাব্যকে রীতিমতো পরিবর্তন দিয়েছিলেন তিনি। নাম পাল্টে করেন ‘কাহিনী হামারি মহাভারত কি’। সব থেকে বেশি সমালোচিত হয় চরিত্রদের পোশাক। পাণ্ডবদের সিক্স প্যাক দেখানো হয়েছিল। দ্রৌপদীর গায়ে ট্যাটু। গ্রিক চরিত্রদের অনুকরণের মহাভারতের পাণ্ডবদের সাজিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালোহাত্রা। এত পরিবর্তন এবং আধুনিকীকরণ দর্শক মেনে নেয়নি।
Is Karan Johar married to Ekta Kapoor?
তাঁরা বিয়ে করেননি । কিন্তু একটা সময় তাঁদের মধ্যে সম্পর্ক ছিল বলে শোনা গিয়েছিল। বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন। কিন্তু নানা কারণবশত তা আর হয়নি।
Good
ReplyDelete