Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়

Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
রণবীর কাপুরের পর বলিউডে পা রাখলেন পৃথ্বীরাজ কাপুরের আরও এক বংশধর। নাম জাহান পৃথ্বীরাজ কাপুর Zahan Prithviraj Kapoor। এই নামে তিনি এখনও বিখ্যাত হননি । তবে প্রয়াত শশী কাপুরে নাতি বললে হয়তো সবাই চিনতে পারবেন। শশী কাপুরের ছেলে কুণাল কাপুরের পুত্র জাহান ‘ফরাজ(Faraaz) ছবির মাধ্যমে হিন্দি ছবির জগতে অভিষেক হতে চলেছে। ছবির পরিচালক হনসল মেহতা। জাহান-এর পাশাপাশি এই ছবিতে আরও এক স্টার কিডকে দেখা যাবে । অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্যকে। যদিও কয়েকটি ওয়েবসিরিজে আদিত্য রাওয়ালকে দেখা গিয়েছে। জাহান-এর এটি প্রথম আত্মপ্রকাশ। ছবির ধাকামাদার ট্রেলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে । ২০১৬ সালে ১ লা জুলাই বাংলাদেশের ঢাকায় হোলি আরটিসান ক্যাফেতে জঙ্গি হানার ঘটনা নিয়ে এই ছবির গল্প । প্রায় ১২ ঘণ্টা ধরে পাঁচ জঙ্গি ৬০জন নিরপরাধ ব্যক্তিকে পণবন্দি করে রাখে। ‘ফরাজ’ নামের এক কিশোর নিজের প্রাণ বাজি রেখে একাধিক মানুষকে উদ্ধার করেছিল । সেই চরিত্রটি করছেন জাহান। আর এক জঙ্গির চরিত্রে আদিত্য রাওয়াল। ফরাজের আরও একটি পরিচয় ছিল। তিনি বাংলাদেশী শিল্পপতি লতিফুর রহমানের নাতি। আগামী ৩ ফেব্রুয়ারী ‘ফরাজ’ মুক্তি পাবে।


Whose son is Zahan Prithviraj Kapoor?

জাহান কাপুরের বাবার নাম কুণাল কাপুর। মা শিনা সিপ্পি। তিনি ‘ শোলে’ ছবির পরিচালক রমেশ সিপ্পির মেয়ে। জাহানের বোনের নাম সাইরা কাপুর।
 

zahan prithviraj kapoor great-grandparents

জাহান এবং তাঁর বোন সাইরা দুজনেই তাঁদের মিডিল নাম হিসেবে প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের নাম ব্যবহার করেন । পৃথ্বীরাজ কাপুর তাঁদের দাদু শশী কাপুরের বাবা।
 

How is Zahan Kapoor related to Ranbir Kapoor?

রণবীর কাপুরের ভাইপো জাহান। দুজনকে খুব একটা একসঙ্গে দেখা যায় না। তবে পারিবারিক অনুষ্ঠানে ফ্যামিলি ফটোতে দেখা গিয়েছে। জাহান কাপুর করিনা এবং করিশ্মার খুব ঘণিষ্ঠ। বিশেষ করে করিনার ছেলে তৈমুরের সঙ্গে বেশি সময় কাটান জাহান।
 

Zahan Kapoor first acting

সিনেমাতে আসার আগে দীর্ঘদিন পৃথ্বী থিয়েটারে অভিনয় করেছেন জাহান। ‘পিতাজি প্লিজ’ নাটকে তিনি মারকেন্ড দেশপান্ডে এবং সানন্দ কিরকিরের বিপরীতে অভিনয় করেন । বাবা পৃথ্বীরাজ কাপুরের স্মরণে এই থিয়েটার তৈরি করেছিলেন শশী কাপুর।

Kapoor family tree

  •  বাশেশরানাথ কাপুর

  •  পৃথ্বীরাজ কাপুর, ত্রিলোক কাপুর

  •  রাজ কাপুর, শাম্মি কাপুর, শশী কাপুর, ঊর্মিলা সিয়াল / বিজয় কাপুর, ভিকি কাপুর (ত্রিলোক কাপুরের ছেলে)

  •  রণধীর কাপুর, রিতু নন্দা, ঋষি কাপুর, রাজীব কাপুর, রিমা জৈন, আদিত্য রাজ কাপুর, কাঞ্চনা দেশাই, কুণাল কাপুর, করণ কাপুর, সঞ্জনা কাপুর

  •  রণবীর কাপুর, করিনা কাপুর, করিশ্মা কাপুর, নিখিল নন্দা , রিদ্ধিমা কাপুর সাহানি, নিতাশা নন্দা , আরমান জৈন, আদর জৈন

  •  রাহা কাপুর, জাহান কাপুর, সামারা সাহানি, নব্য নাভেলি নন্দা , অগস্ত্য নন্দা , সামিরা কাপুর, কিরণ রাজ কাপুর, তৈমুর আলি খান, জাহাঙ্গির আলি খান

Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
পৃথ্বীরাজ কাপুর
Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
ত্রিলোক কাপুর
Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
রাজ কাপুর
Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
শশী কাপুর
Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
শাম্মি কাপুর
Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
রণধীর কাপুর
Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
করণ কাপুর
Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
ঋষি কাপুর
Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
রাজীব কাপুর
Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
করিশ্মা কাপুর
Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
করিনা কাপুর
Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
রণবীর কাপুর

Kapoor family famous housewife

জেনিফার কেন্ডাল, ববিতা, নীতু সিং, গীতা বালি, শ্বেতা বচ্চন নন্দা এবং আলিয়া ভাট

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.