বৃহস্পতিবার মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত আম্বানীর দীর্ঘদিনের গার্লফ্রেন্ড রাধিকা মার্চেন্ট একসূত্রে বাঁধা পড়লেন। দেশের সবথেকে ধনী পরিবারের ছোট ছেলের বাগদান। আলোর রোশনাই এবং আয়োজনের বহরে যেন নিজেদেরই টেক্কা দেওয়ার চেষ্টা। আর মুকেশ আম্বানীর ছেলেই ইনগেজমেন্ট বলে কথা , বলিউডের ছোট-বড় সব স্টার ভিড় বাড়িয়েছেন। তবে তাঁদের মধ্যে সাজ পোশাকে নজর কেড়েছেন কয়েকজন । যেমন ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর মেয়ে আরাধ্যা। ঐশ্বর্যকে ব্লু-গ্রিন আনারকলি সঙ্গে লং হিল পড়েছিলেন। আর মেয়ে মেয়ে আরাধ্যা সিল্ভার ব্লু স্যুটে ধরা দিয়েছিল। বাগদানের দিন বাড়ির ছোটবউকে হাত ধরে সবার সামনে নিয়ে আসেন মুকেশ আম্বানী। রাধিকার পরনে ছিল গোল্ডেন লেহেঙ্গা আর অনন্ত আম্বানী ছিলেন ডিপ ব্লু আউটফিটে। মা নীতা আম্বানীকে দেখা গেল রেড- গোল্ডেন শাড়িতে। মেয়ে ইশা আম্বানী পড়েছিলেন সাদা লেহেঙ্গা । বড় বউমা শ্লোকা আম্বানীকে দেখা যায় ক্রিম লেহেঙ্গাতে। আর মুকেশ আম্বানী বরাবর পায়জামা-পাঞ্জাবী সঙ্গে গোল্ডেন জ্যাকেট পড়েছিলেন ।
পুরো নাম- রাধিকা বীরেন মার্চেন্ট
বাবা-বীরেন মার্চেন্ট (ইনকোর হেলথকেয়ারের সিইও)
মা-শৈল মার্চেন্ট ( পেশা ব্যবসা)
বোন- অঞ্জলি মার্চেন্ট
জন্ম- ১৯৯৪ সালে (বয়স ২৮ বছর )
জাত- কচ্ছ ভাটিয়া
প্রধান শহর – পরিবার মূলত গুজরাতি হিন্দু হলেও রাধিকার জন্ম মুম্বাইয়ে
স্কুল- ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল, মুম্বাই
কলেজ / বিশ্ববিদ্যালয় – নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় , মার্কিন যুক্তরাষ্ট্র
শিক্ষাগত যোগ্যতা – নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক
উচ্চতা- ৫ ফুট ৪ ইঞ্চি
প্রিয় গায়িকা- লেডি গাগা
প্রিয় সিনেমা- পাইরেট অব কেরিবিয়ান, স্টেপ আপ
ভিডিও গেম- অ্যাংরি বার্ড
· মিডিয়া খবর করে রাধিকা আসলে মুকেশ আম্বানীর ছোটছেলের প্রেমিকা। খুব তাড়াতাড়ি বাড়ির বউ হবেন। কিন্তু রিলায়েন্সের মুখপাত্র বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
· এরপর শ্লোকা মেহতা এবং আকাশ আম্বানীর রিং সেরেমনিতে ‘পদ্মাবত’ সিনেমার ঘুমর গানের সঙ্গে নাচেন রাধিকা। সঙ্গে ছিলেন নীতা আম্বানী এবং শ্লোকা মেহতা।
· রাধিকা মার্চেন্ট পশু প্রেমী হিসেবেও পরিচিত ।
· গুরু ভাবানা ঠাকরের কাছ থেকে ভারতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছেন। রাধিকা একজন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি পেশাদার নৃত্যশিল্পী। ২০২২ সালে মুম্বাইয়ে মুকেশ এবং নীতা আম্বানী হবু বউমার জন্য একটি বিরাট নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । অনুষ্ঠানটি আয়োজিত হয় মুম্বাইয়ের জিও ওয়াল্ড সেন্টারে।
· বন্ধুদের সঙ্গে বিভিন্ন পার্টিতে মদ খেতে দেখা গিয়েছে রাধিকাকে।
· ২০১৬ সালে রাধিকা ইনকোর হেলথকেয়ারের বোর্ড অব ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন ।
· তিনি বেশ কয়েকটি সংস্থায় ইন্টান হিসেবে কাজ করেছেন ।
কে এই রাধিকা মার্চেন্ট ?
পুরো নাম- রাধিকা বীরেন মার্চেন্ট বাবা-বীরেন মার্চেন্ট (ইনকোর হেলথকেয়ারের সিইও)
মা-শৈল মার্চেন্ট ( পেশা ব্যবসা)
বোন- অঞ্জলি মার্চেন্ট
জন্ম- ১৯৯৪ সালে (বয়স ২৮ বছর )
জাত- কচ্ছ ভাটিয়া
প্রধান শহর – পরিবার মূলত গুজরাতি হিন্দু হলেও রাধিকার জন্ম মুম্বাইয়ে
স্কুল- ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল, মুম্বাই
কলেজ / বিশ্ববিদ্যালয় – নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় , মার্কিন যুক্তরাষ্ট্র
শিক্ষাগত যোগ্যতা – নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক
উচ্চতা- ৫ ফুট ৪ ইঞ্চি
প্রিয় গায়িকা- লেডি গাগা
প্রিয় সিনেমা- পাইরেট অব কেরিবিয়ান, স্টেপ আপ
ভিডিও গেম- অ্যাংরি বার্ড
Unknown things about Radhika Merchant
· অনন্ত আম্বানীর সঙ্গে খুব ছোটবেলা থেকেই প্রেম থাকলেও মিডিয়া কোনদিন ঘুণাক্ষরে টের পায়নি। ২০১৮ সালে ইশা আম্বানীর ইনগেজমেন্ট পার্টিতে প্রথমবার তিনি সবার নোটিসে পড়েন। অনন্ত আম্বানীর সঙ্গে তাঁর ছবি ইন্টারনেটে ভাইরাল হয় ।· মিডিয়া খবর করে রাধিকা আসলে মুকেশ আম্বানীর ছোটছেলের প্রেমিকা। খুব তাড়াতাড়ি বাড়ির বউ হবেন। কিন্তু রিলায়েন্সের মুখপাত্র বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
· এরপর শ্লোকা মেহতা এবং আকাশ আম্বানীর রিং সেরেমনিতে ‘পদ্মাবত’ সিনেমার ঘুমর গানের সঙ্গে নাচেন রাধিকা। সঙ্গে ছিলেন নীতা আম্বানী এবং শ্লোকা মেহতা।
· রাধিকা মার্চেন্ট পশু প্রেমী হিসেবেও পরিচিত ।
· গুরু ভাবানা ঠাকরের কাছ থেকে ভারতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছেন। রাধিকা একজন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি পেশাদার নৃত্যশিল্পী। ২০২২ সালে মুম্বাইয়ে মুকেশ এবং নীতা আম্বানী হবু বউমার জন্য একটি বিরাট নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । অনুষ্ঠানটি আয়োজিত হয় মুম্বাইয়ের জিও ওয়াল্ড সেন্টারে।
· বন্ধুদের সঙ্গে বিভিন্ন পার্টিতে মদ খেতে দেখা গিয়েছে রাধিকাকে।
· ২০১৬ সালে রাধিকা ইনকোর হেলথকেয়ারের বোর্ড অব ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন ।
· তিনি বেশ কয়েকটি সংস্থায় ইন্টান হিসেবে কাজ করেছেন ।
Radhika Merchant net worth
বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার বর্তমান সম্পত্তির পরিমাণ ৮ মিলিয়ন ডলার।READ MORE: Zahan Prithviraj Kapoor biography: বলিউডে কাপুর পরিবারের আরও এক সদস্য , জানুন তাঁর পরিচয়
No comments:
please do not enter any spam link in the comment box