Bengali actor Jisshu Sengupta in south movie Shaakuntalam: শকুন্তলম ছবিতে দেবরাজ ইন্দ্রের ভূমিকায় আমাদের যিশু সেনগুপ্ত
“ন প্রভাতরলং জ্যোতিরূদেতি বসুধাতলাৎ।
চীনাংশুকামিব কেতোঃ প্রতি বাতং নিয়মানস্য।।”
মহাকবি কালিদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’ কাব্যে এই পন্তিটি বলেছিলেন রাজা দুষ্মন্ত। গান্ধর্ব মতে শকুন্তলাকে বিয়ের পর তাঁর আর কিছুতেই আশ্রম ছেড়ে যেতে মন চাইছে না। সেনার হাতে থাকা পতাকা এগিয়ে গেলেও হাওয়ার প্রভাবে যেমন পিছন দিকে উড়তে থাকে। তেমনই মহারাজা দুষ্মন্তের মন শকুন্তলার কাছে পড়ে আছে। প্রেমের এক অদ্ভূত বহিঃপ্রকাশ ঘটেছিল এই পন্তিতে। মহাভারতের আদিপর্বের সূচনা ‘অভিজ্ঞানশকুন্তলম’। কালিদাসের সেই মহান রচনা এবার বড় পর্দায় । আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে তেলেগু ছবি ‘শকুন্তলম’। হিন্দিতেও এই ছবি মুক্তি পাবে। আগে ফেব্রুয়ারীতে রিলিজের কথা থাকলেও শাহরুখ খানের ‘পাঠান’ ঝড়ের মুখে পড়ে পিছিয়ে দেওয়া হয় তারিখ। বিগ বাজেটের ‘শকুন্তলম’-এ একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে আমাদের যিশু সেনগুপ্তকে দেখা যাবে । ইতিমধ্যেই সিনেমার পোস্টারে যিশুর ছবি দেখে উচ্ছসিত বাংলার দর্শকরা। এখন প্রশ্ন হল- কোন চরিত্রে অভিনয় করবেন যিশু ? দেবরাজ ইন্দ্রের ভূমিকায়। ইন্দ্রের নির্দেশে মহাঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে মর্তে আসেন স্বর্গের অপস্বরা মেনকা । তাঁদের মিলনে জন্ম নেন শকুন্তলা। এরপর শকুন্তলার জীবনে কি ঘটেছিল সেটাই বড় পর্দায় তুলে ধরেছেন পরিচালক গুণশেখর। ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। শকুন্তলার ভূমিকায় সামান্থা রুথ প্রভু এবং রাজা দুষ্মন্তের চরিত্রে দেব মোহন । মেনকা সেজেছেন মধু। বহুদিন বছর পর ফের পর্দায় ফিরলেন ‘ রোজা’ ছবির নায়িকা। অন্যান্য চরিত্রে কবীর বেদী, মোহন বাবু, গৌতমী, সচিন খেদকার, মেগাস্টার অল্লু অর্জুনের ছেলে অল্লু আরহকে দেখা যাবে ভরতের ভূকিমায়।
South Movie Shaakuntalam: দক্ষিণে কামাল করছেন যিশু
কাথায় আছে, গেঁয়ো যোগী ভিক্ষা পায় না। যিশু সেনগুপ্ত অভিনেতা হিসেবে ‘এ’ ক্লাসের হলেও বাংলায় তিনি দীর্ঘদিন ব্রাত্য ছিলেন। একটা সময় কাজের অভাবে তিনি যাত্রা করতেন । দূরদর্শনে ‘মহাপ্রভু’ সিরিয়াল দিয়ে শুরু। তখনই তিনি প্রমাণ করেছিলেন নিজেকে। শ্রীচৈতন্য রূপে তাঁর অভিনয় দেখে ভক্তি রসে ভেসে ছিলেন বাংলার দর্শক । কিন্তু তেমন সুযোগ পাননি। দুই-একটি সিনেমায় কাজ করলেও নিজেকে প্রমাণ করতে পারেননি। ঋতুপর্ণ ঘোষের হাত ধরে নতুন করে উত্থান হয় যিশুর । জহরের গুণ জহুরী ঠিক চিনতে পেরেছিলেন। ধীরে ধীরে বাংলা থেকে হিন্দিতে পা রাখেন তিনি। সেখান থেকে দক্ষিণ ভারত সফর । এর আগে সব্যসাচী চক্রবর্তী মণিরত্নমের হাত ধরে সাউথের ছবিতে পা রাখলেও তিনি নিয়মিত ছিলেন না। পরমব্রত চট্টোপাধ্যায় বা স্বস্তিকা মুখোপাধ্যায় হিন্দিতে কাজ করলেও যিশুর থেকে তাঁরা অনেকটাই পিছিয়ে। ২০১৯ সালে ‘NTR: Kathanayakudu’ ছবির মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয় যিশুর । তেলেগুর পাশাপাশি মালায়লম, তামিল ভাষায় বেশ কয়েকটি সিনেমা ইতিমধ্যেই করে ফেলেছেন যিশু । বাংলা, হিন্দি এবং সাউথ মিলিয়ে বর্তমানে বেজায় ব্যস্ত যিশু সেনগুপ্ত।
South Movie Shaakuntalam: সিনেমা সম্পর্কে নানা কথা
২০২০ সালে শকুন্তলম ছবির ঘোষণা করেন পরিচালক গুণশেখর। তিনি নায়িকা হিসেবে অনুষ্কা শেট্টিকে চেয়েছিলেন। অনুষ্কা এর আগে গুণশেখরের ২০১৫ সালে ‘রুদ্রমাদেবী’তে প্রধান ভূমিকায় কাজ করেছিলেন । কিন্তু শকুন্তলা চরিত্রের জন্য তিনি ডেট দিতে পারেননি। শেষে সামান্থা রুথ প্রভু ফাইনাল হন । কোভিড কিছুটা কমার পর ২০২১ সালের ফেব্রুয়ারীতে শ্যুটিং শুরু হয় । আগস্টের মধ্যে শেষ হয়ে যায় । শ্যুটিং হয়েছিল হায়দ্রবাদের অন্নপূর্ণা স্টুডিও, রামোজি ফিল্ম সিটি, অনন্তথাগিরি পাহাড় এবং গান্দিপেত লেকে। পৌরাণিক সিনেমার অন্যতম আকর্ষণ ভিজ্যুয়াল এফেক্ট। আর তার জন্য বিপুল অর্থ খরচ করে নিউ ইয়র্ক , হংকং এবং কানাডা থেকে বিশেষজ্ঞদের নিয়ে এসে বিশেষ টিম গঠন করা হয় । ভিএফএক্সের কাজ শেষ করতে দশ মাস সময় লেগে যায় । প্রথম রিলিজের দিন ধার্য হয় ২০২২ সালের ৪ নভেম্বর । কিন্তু থ্রিডি ফরম্যাট কমপ্লিট না হওয়ায় দিন পিছিয়ে যায় । তারপর ১৭ ফেব্রুয়ারী। ফের পাল্টে ১৪ এপ্রিল, ২০২৩-এ ফাইনালি ছবি রিলিজ হবে। তেলেগু, তামিল এবং হিন্দিতে মুক্তি পাবে ‘শকুন্তলম’।
South Movie Shaakuntalam: শকুন্তলা নিয়ে সিনেমা
স্বাধীনতার আগে ১৯৪৩ সালে ভি শান্তারামের পরিচালনায় হিন্দিতে তৈরি হয় ‘শকুন্তলা’। ছবির সঙ্গীত পরিচালক ছিলেন বসন্ত দেশাই। গান লিখেছিলেন দিওয়ান শেরার ও রতন প্রিয়া। অভিনয় করেন কুমার গণেশ , জয়শ্রী , চন্দ্রমোহন , আমিনা, শান্তারাম। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বাণিজ্যিক ভাবে রিলিজ প্রথম ভারতীয় ছবি ছিল ‘শকুন্তলা’। এরপর ১৯৬৬ সালে তেলেগু ভাষায় তৈরি হয় ‘শকুন্তলম’। পরিচালক ছিলেন কমলাকারা কামেশ্বর রাও। অভিনয় করেছিলেন এন টি রামা রাও এবং সরোজা দেবী।
No comments:
please do not enter any spam link in the comment box