Gulmohar trailer Sharmila Tagore: বহুদিন পর পর্দায় ফিরলেন শর্মিলা ঠাকুর, পারিবারিক গল্প গুলমোহর, কোথায় কিভাবে দেখবেন ?
নিজের বাড়ি। কথাটি বড় আপনার । কিন্তু পরিস্থিতির চাপে সেই বাড়ি যদি বিক্রি করতে হয় । তখন বাড়ির সদস্যদের মধ্যেও সম্পর্কও কি ধীরে ধীরে ভেঙে পড়ে ? সেই প্রশ্নের উত্তর খুঁজবে নতুন ছবি ‘গুলমোহর’ (Gulmohar trailer)। পরিচালক রাহুল ভি চিত্তেলা। ছবির ট্রেলার ইউটিউবে ইতিমধ্যেই চলে এসেছে। সেখানে দেখা গিয়েছে, বাত্রা পরিবার গুলমোহর নামের একটি বাড়িতে থাকে। কিন্তু বাড়ির মালকিন কুসুম বাত্রা ঠিক করেন গুলমোহর বিক্রি করে দেবেন। তাঁর এই সিদ্ধান্তে নড়ে যায় পরিবারের ভিত। তারপর কি হয় ? সেটাই ৩ মার্চ দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।
দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। ২০১০ সালে ‘ ব্রেক কে বাদ’ ছবিতে অভিনয়ের পর সিনেমা থেকে অবসর ঘোষণা করেন তিনি। যদিও ফের অভিনয়ে ফেরায় খুশি ভক্তরা। বড় পর্দায় না হলেও ওটিটিতে ফিরছেন তিনি। ৭৮ বছরের শর্মিলা ঠাকুরের শেষ বাংলা ছবি ছিল ‘অন্তহীন’। পরিচালক ছিলেন অনিরূদ্ধ রায়চৌধুরী। গুলমোহর ছবির অন্যান্য চরিত্রে আছেন মনোজ বাজপেয়ী, অমল পালেকর, সুরজ শর্মা এবং সিমরন।
Welcome Madam ☘️💖☘️
ReplyDelete