is Prakash Raj a communist?: মোদী বিরোধিতা থেকে পাঁচ বছরের সন্তানের মৃত্যু, অভিনেতা প্রকাশ রাজের বর্ণময় জীবন

সিঙ্ঘম, দাবাং বা ওয়ান্টেড- সুপারহিট এইসব সিনেমায় সালমান খান, অজয় দেবগণের চোখে চোখ রেখে দাপিয়ে অভিনয় করেছিলেন এক সাউথের অভিনেতা। নাম যার প্রকাশ রাজ (Prakash Raj)। ভিলেনের চরিত্রে তাঁর অসাধারণ অভিব্যক্তি বা সংলাপ বলার ধরণ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। বহু বছর ধরে দক্ষিণী ছবিতে অভিনয় করলেও হিন্দিতে পা রাখার সঙ্গে সঙ্গে রাতারাতি স্টার হয়ে যান । সর্ব ভারতীয় সুপারস্টার ভিলেন। আলাদা করে প্রকাশ রাজের পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। যদিও বর্তমানে তিনি দেশের শাসক দলের চক্ষুশূল। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে মোদী সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করেন । প্রয়োজন পড়লে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। শুধু অভিনেতা হিসেবে টাকা উপার্জন নয় । দেশের প্রতি, সমাজের প্রতি একজন নাগরিকের কর্তব্য পালনে বদ্ধ পরিকর তিনি। সেই মনোভাব থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়েছিলেন। যদিও বিপুল ভোটে পরাজিত হন । পরাজয় দমিয়ে রাখতে পারেনি। বিজেপির হিন্দুত্ববাদের বিরোধিতায় সোচ্চার প্রকাশ রাজ। সম্প্রতি বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়েও সরব এই অভিনেতা। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা সম্পূর্ণ বিজেপির প্রোপ্যাগান্ডা মূলক ছবি বলে মনে করেন প্রকাশ রাজ। দেশে অস্থিরতা তৈরি করতে এই ধরণের ছবি নির্মাণ। এখানেই থেমে যাননি। দু’দিন আগে কেরলে একটি অনুষ্ঠানে প্রকাশ রাজ বলেন , কাশ্মীর ফাইলস আসলে একটা ননসেন্স ছবি। আমরা জানি কারা এই ছবি প্রযোজনা করেছিল। নির্লজ্জ , বেহায়া। আন্তর্জাতিক জুরি বোর্ড সিনেমাটির উপর থুতু পর্যন্ত ফেলেনি। তারপরও ডিরেক্টর বলছেন , অন্যায়ভাবে আমাদের অস্কার দেওয়া হল না। অস্কার দূরের কথা উনি ভাস্করও পাবেন না। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন ছবির পরিচালক। তিনি প্রকাশ রাজকে ‘আরবান নকশাল’ হিসেবে চিহ্নিত করেছেন। এখানেই প্রশ্ন প্রকাশ রাজ সত্যি হিন্দুত্ব বিরোধী ? নাকি তিনি মনে প্রাণে একজন বামপন্থী ?

is Prakash Raj a communist?: মোদী বিরোধিতা থেকে পাঁচ বছরের সন্তানের মৃত্যু, অভিনেতা প্রকাশ রাজের বর্ণময় জীবন
Prakash Raj: পাঁচ বছরের সন্তানের অকাল মৃত্যুতে পাথর

জন্মসূত্রে নাম ছিল প্রকাশ রাই। পরিচালক কে বালাচন্দ্রণের পরামর্শে রাই পাল্টে রাজ করেছিলেন । জন্ম ১৯৬৫ সালের ২৬ মার্চ বেঙ্গালুরুতে। বাবা ছিলেন থুলুভা এবং মা কন্নড়। ভাই প্রসাদ রাজও একজন অভিনেতা। কলেজ জীবন থেকেই বিভিন্ন পথনাটিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন । প্রায় ২ হাজার পথ নাটক করেছিলেন তিনি। পরে পেশাদার মঞ্চে মাত্র ৩০০ টাকার বিনিময়ে অভিনয় করতেন । এইভাবেই কয়েক বছর চলার পর দূরদর্শনে কন্নড় ভাষার একটি সিরিয়ালে সুযোগ পান। পরপর কয়েকটি ধারাবাহিকে অভিনয় করার পর অভিনেত্রী গীথার। তিনি পরিচালক বালাচন্দ্রনের সঙ্গে আলাপ করান । ঘুরে যায় ভাগ্য। প্রথম ছবি ১৯৯৪ সালের তামিল ভাষায় ‘ডুয়েট’। হিট করে ছবি। তারপর শুধুই এগিয়ে চলা। ১৯৯৮ সালে পরিচালক মণি রত্নমের ‘ইরুভার’-এ অভিনয় করে শ্রেষ্ঠ সহ-অভিনেতার জাতীয় পুরস্কার পান। মোট পাঁচবার জাতীয় পুরস্কার পেয়েছেন। পাশাপাশি, কেরল বা তামিলনাড়ু রাজ্য সরকারের একাধিক সম্মানে সম্মানিত করা হয়েছে । পরিচালক ও প্রযোজক হিসেবেও  বেশ সফল ।

is Prakash Raj a communist?: মোদী বিরোধিতা থেকে পাঁচ বছরের সন্তানের মৃত্যু, অভিনেতা প্রকাশ রাজের বর্ণময় জীবন
১৯৯৪ সালে অভিনেত্রী ললিতা কুমারীকে বিয়ে করেন প্রকাশ রাজ। তাঁদের তিন সন্তান । দুই মেয়ে মেঘনা এবং পূজা, ছেলে সিধু। ২০০৪ সালে একটি দুর্ঘটনায় মাত্র পাঁচ বছর বয়সে ছেলে সিধু চলে যায় । সেই ঘটনা নিয়ে একটি সাক্ষাৎকারে প্রকাশ রাজ বলেন , ও তখন মাত্র পাঁচ বছরের ছিল। মাত্র এক ফুট উঁচু টেবিলের উপর থেকে ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎ পড়ে যায় । কয়েক মাসের মধ্যে সে একদম ফিট হয়ে গিয়েছিল । কিন্তু তারপর মারা যায় । আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি কি কারণে এই মৃত্যু। এতবড় দুঃখ জীবনে আর কিছু হতে পারে না। ছেলের মৃত্যুর পর অনেকদিন কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। ওর মৃত্যুর পর থেকে জীবনকে আর সিরিয়াস নিই না। মুহূর্তের জন্য বেঁচে থাকি।

ছেলের অকালে চলে যাওয়ার পর স্ত্রী ললিতা কুমারীর সঙ্গে সম্পর্কে বদল ঘটে। তিক্ততা বাড়তে থাকে। দুজনেই চেয়েছিলেন বিয়েটা বেঁচে থাকুক। কিন্তু তা আর হয়নি। শেষে যে মানুষটাকে ভালোবাসেন, তাঁর কথা ভেবেই ডিভোর্স পেপারে স্বাক্ষর করে দেন ললিতা কুমারী। তিনি চেয়েছিলেন, প্রকাশ রাজ ভালো থাকুক।

is Prakash Raj a communist?: মোদী বিরোধিতা থেকে পাঁচ বছরের সন্তানের মৃত্যু, অভিনেতা প্রকাশ রাজের বর্ণময় জীবন
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর প্রকাশ রাজ ফের প্রেমে পড়েন। একটি ছবির শ্যুটিংয়ে কোরিওগ্রাফার পনি বর্মার সঙ্গে আলাপ হয় । আলাপ ক্রমশ ভালোলাগায় পরিণত হয়। ২০১০ সালে প্রায় ১২ বছরের ছোট পনিকে বিয়ে করেন প্রকাশ রাজ। তখন তাঁর বয়স ৪৫। প্রকাশ এবং পনিরও একটি ছেলে হয়েছে বেদান্ত। জীবনে অনেক ওঠাপড়ার পর এখন দুই মেয়ে ও ছেলেকে নিয়ে সুখের সংসার প্রকাশ রাজের।

Prakash Raj: Filmography Hindi


· শক্তি-দ্য পাওয়ার (২০০২)

is Prakash Raj a communist?: মোদী বিরোধিতা থেকে পাঁচ বছরের সন্তানের মৃত্যু, অভিনেতা প্রকাশ রাজের বর্ণময় জীবন
· খাকি (২০০৩)

· স্টাট- দ্য চ্যালেঞ্জ (২০০৪)

· ওয়ান্টেড (২০০৯)

· বুডধা... হোগা তেরা বাপ (২০১১)

· সিংঘম (২০১১)

is Prakash Raj a communist?: মোদী বিরোধিতা থেকে পাঁচ বছরের সন্তানের মৃত্যু, অভিনেতা প্রকাশ রাজের বর্ণময় জীবন
· দাবাং-২ (২০১২)

· মুম্বাই মিরর (২০১২)

· ভাগ মিলখা ভাগ (২০১৩)

· রাজ্জো (২০১৩)

· জঞ্জির (২০১৩)

· সিং সাব দ্য গ্রেট (২০১৩)

· পুলিশগিরি (২০১৩)

· হিরোপান্তি (২০১৪)

is Prakash Raj a communist?: মোদী বিরোধিতা থেকে পাঁচ বছরের সন্তানের মৃত্যু, অভিনেতা প্রকাশ রাজের বর্ণময় জীবন
· এন্টারটেইমেন্ট (২০১৪)

· গোলমাল এগেন (২০১৭)

· অ্যাটাক (২০২১)

· রাষ্ট্র কবচ ওম (২০২২)

· সালাম ভেঙ্কি (২০২২)


Prakash raj net worth

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী , অভিনেতা প্রকাশ রাজের মোট সম্পত্তি আনুমানিক ৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৩৬ কোটি টাকা। তাঁর বার্ষিক রোজগার আড়াই কোটি টাকা।

Which party does Prakash Raj belong to?

সম্প্রতি তিনি ভারত রাষ্ট্র সমিতিতে যোগদান করেছেন । আগে যার নাম ছিল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি । ২০০১ সালে পার্টি তৈরি করেন কে চন্দ্রশেখর রাও। যার মূল এজেন্ডা ছিল অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা গঠন।

is Prakash Raj a communist?: মোদী বিরোধিতা থেকে পাঁচ বছরের সন্তানের মৃত্যু, অভিনেতা প্রকাশ রাজের বর্ণময় জীবন
What is the age of pony Verma?

প্রকাশ রাজের দ্বিতীয় স্ত্রী পনি বর্মা জন্ম ১৯৭৭ সালের ১৫ সেপ্টেম্বর । তাঁর বয়স এখন ৪৫।

What is the mother tongue of actor Prakash Raj?

অভিনেতা প্রকাশ রাজের মাতৃভাষা কন্নড়। তবে তিনি তেলেগু, তামিল, মালায়লম, হিন্দি, মারাঠি এবং ইংলিশ সাবলীলভাবে বলতে পারেন।

Prakash Raj total number Of Movies in all languages ?

তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম ও হিন্দি মিলিয়ে প্রকাশ রাজ মোট ৩৯৮ টি ছবিতে অভিনয় করেছেন ।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.