where is Biplab Chatterjee now?: ৭৬ বছর বয়সে কেমন আছেন বিপ্লব চট্টোপাধ্যায় ? বাংলা সিনেমা তাঁকে ভুলে গেল ?

৫৩ টা বছর । বাংলা সিনেমা জগতে ৫৩ টা বছর কাটিয়ে ফেললেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। শুধুমাত্র ভিলেনের চরিত্র করে গ্রামবাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর ভিলেনের অভিনয় দেখে মানুষ ভয়ে কাঁটা হয়ে যেত । অনেকে পর্দায় জুতো ছুড়তেন। সেটা তাঁর কাছে ছিল আশীর্বাদ । কিন্তু সেই সব সোনালী যুগ এখন অতীত। নতুন নতুন অভিনেতা, নতুন পরিচালক । যাঁদের কাছে বৃদ্ধ বিপ্লব চট্টোপাধ্যায় একজন প্রাক্তন অভিনেতা। হ্যাঁ , আজ তিনি বৃদ্ধ। ৭৬ বছর বয়স হয়ে গিয়েছে। সিনেমা জগতে হাফ সেঞ্চুরি পার করা বিপ্লবের মনে এখনও অভিনয়ের খিদে। কাজ চান তিনি। কয়েকশো ছবিতে অভিনয় করলেও এখনও মনে হয় , কিছুই করা হল না। আরও অনেক কিছু বাকি। কত কি করার ছিল। বারবার বিভিন্ন ইন্টারভিউয়ে প্রত্যক্ষভাবে কাজ চেয়েছেন তিনি। কিন্তু সবই অরণ্যে রোদন ছাড়া কিছু নয় । কাজ পান নি। তার কারণ কি বর্তমান শাসক দলের টালিগঞ্জে অবাধ শাসন? বিপ্লব চট্টোপাধ্যায় বরাবরই বামপন্থী । পরিবর্তনের পরেও নিজের জামা পাল্টাননি। আর সেটাই তাঁর কাজ না পাওয়ার অন্যতম কারণ। স্টুডিও পাড়া ভুলে গিয়েছে তাদের ভিলেনকে। অনেকদিন তাঁকে বড় পর্দা বা ছোট পর্দায় দেখা যায়নি । শেষ কাজ করেছিলেন তিন বছর আগে। জিতের ‘ভিলেন’ ছবিতে। একটি ছোট চরিত্রে । সম্প্রতি বইমেলায় তাঁর আত্মজীবনী প্রকাশিত হল, নাম- ‘আমি বিপ্লব’। অনুলিখন করেছেন প্রাক্তন সাংবাদিক সুমন গুপ্ত। সেই অনুষ্ঠানে বাংলা সিনেমা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। জানালেন, অনেকেই পিছন থেকে ছুড়ি মেরে আমার কাজ ছিনিয়ে নিয়েছে। সিনেমা জগতে বন্ধুর থেকে শত্রু বেশি।

where is Biplab Chatterjee now?: ৭৫ বছর বয়সে কেমন আছেন বিপ্লব চট্টোপাধ্যায় ? বাংলা সিনেমা তাঁকে ভুলে গেল ?
বরাবরই ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবে পরিচিত বিপ্লব। কয়েকদিন আগে সিরিয়াল লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন । আবার অভিনেতা আবির চট্টোপাধ্যায়েরও সমালোচনা করেছিলেন তিনি। ঘরে -বাইরে সর্বত্র ভিলেন হিসেবে তিনি চিহ্নিত হয়ে রইলেন । তবে তিনি যে স্পষ্টবক্তা সেই পরিচয় কেউ জানল না। বাংলা সিনেমার ডাকসাইটের ভিলেন হয়ে রয়ে গেলেন। তেমন সুযোগ পেলেন কই ? ভালো চরিত্র পেলে তিনি এখনও কাজ করতে পারেন। শরীরে জরা প্রবেশ করেছে । লাঠি ছাড়া আর তেমন হাঁটতে পারেন না। তবে আত্মবিশ্বাসে বিন্দুমাত্র চিড় ধরেনি, তা নিজের আত্মজীবনীতেই বলেছেন তিনি। জন্ম হয়েছিল পরাধীন ভারতে ১৯৪৬ সালের ৮ জুলাই। আনন্দমোহন কলেজ থেকে স্নাতক হওয়ার পর নাটকের দল বহুরূপীতে প্রবেশ। প্রথম সুযোগ দিয়েছিলেন সত্যজিৎ রায়। ১৯৭০ সালে তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে। সেখানে ইন্টারভিউ দিতে যাওয়া একদল যুবকের মধ্যে তিনিও একজন ছিলেন। তবে, ভিড়ের মাঝে ভালো অভিনয় করে নজর কেড়ে নিয়েছিলেন। তারপর শুধুই এগিয়ে চলা।

Biplab Chatterjee : filmography


· প্রতিদ্বন্দ্বী (১৯৭০)

· খুঁজে বেড়াই (১৯৭১)

· দিন আমাদের (১৯৭৭)

· চারমূর্তি (১৯৭৮)

· জয় বাবা ফেলুনাথ (১৯৭৮)

· সবুজ দ্বীপের রাজা (১৯৭৯)

where is Biplab Chatterjee now?: ৭৫ বছর বয়সে কেমন আছেন বিপ্লব চট্টোপাধ্যায় ? বাংলা সিনেমা তাঁকে ভুলে গেল ?
· একদিন প্রতিদিন (১৯৭৯)

· বাঞ্ছারামের বাগান (১৯৮০)

where is Biplab Chatterjee now?: ৭৫ বছর বয়সে কেমন আছেন বিপ্লব চট্টোপাধ্যায় ? বাংলা সিনেমা তাঁকে ভুলে গেল ?
· ফটিক চাঁদ (১৯৮৩)

· প্রতিকার (১৯৮৭)

· বাঘ বাহাদুর (১৯৮৯)

· রক্তে লেখা (১৯৯২)

· ফিরিয়ে দাও (১৯৯৪)

· লাল দরজা (১৯৯৭)

· জীবন নিয়ে খেলা (১৯৯৯)

· দেখা (২০০১)

· পাতালঘর (২০০৩)

where is Biplab Chatterjee now?: ৭৫ বছর বয়সে কেমন আছেন বিপ্লব চট্টোপাধ্যায় ? বাংলা সিনেমা তাঁকে ভুলে গেল ?
· পরিবার (২০০৪)

· পরিণীতা (২০০৫)

· রিফিউজি (২০০৬)

· কৈলাসে কেলেঙ্কারি (২০০৭)

· রয়্যাল বেঙ্গল রহস্য (২০১১)

· খোকাবাবু (২০১২)

· নিরভয়া (২০১৩)

· চ্যাম্প (২০১৭)

where is Biplab Chatterjee now?: ৭৫ বছর বয়সে কেমন আছেন বিপ্লব চট্টোপাধ্যায় ? বাংলা সিনেমা তাঁকে ভুলে গেল ?
· অসুর (২০২০)

FAQ

Biplab Chatterjee spouse

বিপ্লব চট্টোপাধ্যায়ের স্ত্রী বর্তমানে বেঁচে নেই। তিনি খুব কম বয়সে বিয়ে করেছিলেন । এখন তিনি একা থাকেন।

Who is the parents of Abir Chatterjee?

অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের বাবা-মা দুজনেই অভিনেতা। বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় মা রুমকি চট্টোপাধ্যায়।

1 comment:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.