কলেজের লেকচেরার থেকে কমেডির ‘ব্রহ্মা’ (South Comedy Actor Brahmanandam) ! অভিনয় করে গিনেস বুকে নাম তোলা অভিনেতা সম্পর্কে জানেন ?
বর্তমানে প্রগতির যুগে দুনিয়া বড় ছোট হয়ে গিয়েছে। হাতে একটি স্মার্টফোন থাকলে যে কোন প্রান্তে এক সেকেন্ডে পৌঁছে যাওয়া যায় । এটা এখন আর নতুন কথা নয় । পুরো দুনিয়া এখন আত্মীয়। সবাই পরিচিত। আর এই প্রগতির কল্যাণে দক্ষিণী ছবির জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বরং হিন্দি সিনেমাকে রীতিমতো কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে সাউথ ইন্ড্রাস্ট্রি। বাহুবলী, আর আর আর বা কান্তারা তার সাম্প্রতিকতম উদাহরণ । একটা সময় ছিল সাউথের ছবি নিয়ে হাসাহাসি হতো। ছবির বিষয়বস্তু বা অভিনয়ের মধ্যে অতিনাটকীয়তা নিয়ে ব্যঙ্গ করে নানা ধরণের জোকস বাজারে ঘুরত। কিন্তু এখন সে সব অতীত । বিদেশে অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছে রাজামৌলির আর আর আর (RRR)। হয়তো এই ছবির হাত ধরে অস্কারের মঞ্চে দীর্ঘদিনের অভিশাপ কাটতে চলেছে। রজনীকান্ত বা কমল হাসান ছাড়া দক্ষিণী ছবির কোন অভিনেতা সর্ব ভারতীয় স্তরে জনপ্রিয় ছিলেন না। এখন সেই পরিস্থিতি বদলে গিয়েছে। নায়ক-নায়িকা থেকে পার্শ্বচরিত্র প্রত্যেকেই এখন দেশে-বিদেশে সেলিব্রেটি। তাঁদেরই মধ্যে একজন হলেন ব্রহ্মানন্দম (South Comedy Actor Brahmanandam)। তিনি মূলত কমেডি অভিনেতা। সেট ম্যাক্স বা জি সিনেমার দৌলতে তিনি এখন ঘরে ঘরে জনপ্রিয়। আরও বড় ব্যাপার হল ব্রহ্মানন্দম ভারতের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া কমেডি অভিনেতা। তাঁর পারিশ্রমিক বলিউডের অনেক তাবড় হিরোর থেকেও বেশি। হাজারের বেশি ছবিতে অভিনয় করে গিনেস বুকে নাম তুলেছেন তিনি। যা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল। আজ এই অভিনেতার জন্মদিন।
১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারী অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার সাতেন্নাপ্ললিতে জন্মগ্রহণ করেন ব্রহ্মানন্দম। পুরো নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। বাবা নাগালিংচারী ছিলেন কাঠের মিস্ত্রি। মা লক্ষ্মী নারসাম্মা গৃহবধূ । আট ভাইবোনের মধ্যে ব্রহ্মানন্দম ছিলেন সপ্তম সন্তান । অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে ব্রহ্মানন্দম রীতিমতো জেদের বশে পড়াশোনা করে ছিলেন। কারণ তিনি যে পরিবারের সন্তান সেখানে পড়াশোনা দূরঅস্ত। দুবেলা দুমুঠো খাবার জোটানো মুশকিল ছিল। তবু তিনি এমএ শেষ করে পশ্চিম গোদাবরী জেলার আত্তিলি কলেজে লেকচেরার হিসেবে যোগদান করেন । কলেজে পড়ানোর পাশাপাশি নাটক এবং মিমিক্রি শিল্পী হিসেবেও কাজ করছিলেন । কলেজে তাঁর পড়ানোর ধরণ খুবই জনপ্রিয় ছিল। বিভিন্ন নাটকে কৌতুক শিল্পী হিসেবে অভিনয় করতেন । তাঁকে দেখতে ভালোই ভিড় হতো। এইভাবে প্রচার বাড়ছিল। দীর্ঘ দিনের বন্ধু সাহিত্যিক ও নাট্যকার আদি বিষ্ণু তাঁর সঙ্গে তেলেগু দূরদর্শনের কার্যকর্তা এনসিভি শশীধরের পরিচয় করিয়ে দেন। ব্রহ্মানন্দমকে একটা সুযোগ দেওয়ার সুপারিশ করেন । পাক্কাপালু নামের একটি শোতে ব্রহ্মানন্দমের অভিনয় দর্শক খুবই পচ্ছন্দ করে । আর সেই শো দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন জয়ন্ধলা নামের এক পরিচালক । তাঁর তেলেগু ভাষার কমেডি ছবি আহ-না-পালেন্নাত (১৯৮৭) তে অভিনয়ের সুযোগ দেন ব্রহ্মানন্দমকে। ছবি ব্যাপক হিট। মোড় ঘুরে যায় জীবনের।
· লেখা, বই পড়ার পাশাপাশি খুব ভালো পেন্সিল স্কেচ করতে পারেন ব্রহ্মানন্দম
· অমিতাভ বচ্চন এবং রেখা তাঁর প্রিয় অভিনেতা-অভিনেত্রী
· মেধু বড়া, সম্বর এবং ক্ষীর তাঁর পচ্ছন্দের খাবার
· দুই ছেলে সিদ্ধার্থ এবং রাজা গৌতম । সিদ্ধার্থ ইতিমধ্যেই অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়েছেন ।
· অভিনব অভিব্যক্তির জন্য বিখ্যাত ব্রহ্মানন্দম ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কৌতুক অভিনেতা।
· এখন পর্যন্ত ১ হাজার ১০০ টি ছবিতে অভিনয় করেছেন তিনি।
· ফিল্ম ফেয়ার, সিনে মা, নন্দী পুরস্কার সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি। ২০০৯ সালে রাষ্ট্রপতি প্রতিভা সিং পাতিলের হাত থেকে পদ্মশ্রী সম্মান পান।
· ৫ ফুট ৫ ইঞ্চির মানুষটির নাম সবথেকে বেশি স্ক্রিন শেয়ার করায় গিনেস বুকে উঠেছে।
দিন আনা দিন খাওয়া পরিবারের সন্তান ব্রহ্মানন্দম
১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারী অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার সাতেন্নাপ্ললিতে জন্মগ্রহণ করেন ব্রহ্মানন্দম। পুরো নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। বাবা নাগালিংচারী ছিলেন কাঠের মিস্ত্রি। মা লক্ষ্মী নারসাম্মা গৃহবধূ । আট ভাইবোনের মধ্যে ব্রহ্মানন্দম ছিলেন সপ্তম সন্তান । অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে ব্রহ্মানন্দম রীতিমতো জেদের বশে পড়াশোনা করে ছিলেন। কারণ তিনি যে পরিবারের সন্তান সেখানে পড়াশোনা দূরঅস্ত। দুবেলা দুমুঠো খাবার জোটানো মুশকিল ছিল। তবু তিনি এমএ শেষ করে পশ্চিম গোদাবরী জেলার আত্তিলি কলেজে লেকচেরার হিসেবে যোগদান করেন । কলেজে পড়ানোর পাশাপাশি নাটক এবং মিমিক্রি শিল্পী হিসেবেও কাজ করছিলেন । কলেজে তাঁর পড়ানোর ধরণ খুবই জনপ্রিয় ছিল। বিভিন্ন নাটকে কৌতুক শিল্পী হিসেবে অভিনয় করতেন । তাঁকে দেখতে ভালোই ভিড় হতো। এইভাবে প্রচার বাড়ছিল। দীর্ঘ দিনের বন্ধু সাহিত্যিক ও নাট্যকার আদি বিষ্ণু তাঁর সঙ্গে তেলেগু দূরদর্শনের কার্যকর্তা এনসিভি শশীধরের পরিচয় করিয়ে দেন। ব্রহ্মানন্দমকে একটা সুযোগ দেওয়ার সুপারিশ করেন । পাক্কাপালু নামের একটি শোতে ব্রহ্মানন্দমের অভিনয় দর্শক খুবই পচ্ছন্দ করে । আর সেই শো দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন জয়ন্ধলা নামের এক পরিচালক । তাঁর তেলেগু ভাষার কমেডি ছবি আহ-না-পালেন্নাত (১৯৮৭) তে অভিনয়ের সুযোগ দেন ব্রহ্মানন্দমকে। ছবি ব্যাপক হিট। মোড় ঘুরে যায় জীবনের।
Some unknown facts about actor Brahmanandam
· লেখা, বই পড়ার পাশাপাশি খুব ভালো পেন্সিল স্কেচ করতে পারেন ব্রহ্মানন্দম
· অমিতাভ বচ্চন এবং রেখা তাঁর প্রিয় অভিনেতা-অভিনেত্রী
· মেধু বড়া, সম্বর এবং ক্ষীর তাঁর পচ্ছন্দের খাবার
· দুই ছেলে সিদ্ধার্থ এবং রাজা গৌতম । সিদ্ধার্থ ইতিমধ্যেই অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়েছেন ।
· অভিনব অভিব্যক্তির জন্য বিখ্যাত ব্রহ্মানন্দম ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কৌতুক অভিনেতা।
· এখন পর্যন্ত ১ হাজার ১০০ টি ছবিতে অভিনয় করেছেন তিনি।
· ফিল্ম ফেয়ার, সিনে মা, নন্দী পুরস্কার সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি। ২০০৯ সালে রাষ্ট্রপতি প্রতিভা সিং পাতিলের হাত থেকে পদ্মশ্রী সম্মান পান।
· ৫ ফুট ৫ ইঞ্চির মানুষটির নাম সবথেকে বেশি স্ক্রিন শেয়ার করায় গিনেস বুকে উঠেছে।
No comments:
please do not enter any spam link in the comment box