গ্রাম ছেড়ে শহুরে হয়েছেন আগেই। এবার সেফ জোনে ঢুকে পড়তে চাইছেন দেব অধিকারী ? (Dev as Byomkesh Bakshi?)

‘ খোকাবাবু’ ইমেজ ঝেড়ে ফেলেছেন আগেই। মারদাঙ্গা- নাচাগানা ভরপুর সিনেমা ছেড়ে দিয়েছেন। টনিক, প্রজাপতি বা বাঘাযতীন ইত্যাদি ছবির মাধ্যামে সম্পূর্ণ শহুরে বৃত্তে নিজেকে বেঁধে ফেলেছেন। এই পর্যন্ত ঠিকই ছিল। কি ধরণের ছবি করবেন তা সম্পূর্ণ নিজের ইচ্ছা। কিছু বলার নেই। কিন্তু তাই বলে বাঙালির চিরকালীন আবেগের জায়গায় আঘাত ! সোজা ব্যোমকেশ বক্সী ? তৃণমূল কংগ্রেসের এমপি দীপক অধিকারী ওরফে দেব এবার ব্যোমকেশ ! খবরটা গতমাসেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। আর তার পর থেকে নানা ধরণের মন্তব্য শোনা যাচ্ছে। নেট নাগরিকরা ট্রোল করতে ছাড়ছেন না। এমনিতেই দেবের অভিনয় বা উচ্চারণ নিয়ে নানা কথা হয় । সমালোচনায় পড়ে আগের থেকে নিজেকে অনেক ইম্প্রুভ করেছেন তিনি। এটা বলতেই হবে। ভালো কথা। নিজের প্রযোজনা সংস্থায় একের পর এক সিনেমা তৈরি করছেন। ‘বাঘাযতীন’-এর মতো বিগ বাজেটের ছবিও তাঁর ব্যানারে হচ্ছে। এরই মধ্যে ‘ ব্যোমকেশ বক্সী ও দুর্গ রহস্য’ গল্পে দেব ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করবেন বলে খবর। উত্তম কুমার থেকে পরমব্রত চট্টোপাধ্যায় একাধিক বাঙালি অভিনেতাকে আমরা এই চিরকালীন চরিত্রে দেখেছি। সবাইকে দর্শক সাদরে গ্রহণ করেছেন। হিন্দিতে রজিত কাপুর তো বিরাট হিট। যদিও সেটা দূরদর্শনের সিরিয়াল ছিল। প্রশ্ন হচ্ছে, এবার সহজে হিট হওয়ার ফর্মুলা ধরতে চাইছেন দেব ? বাংলা সিনেমার গোয়েন্দা নামক সেফ জোনে ঢুকে পড়তে চাইছেন তিনি ? ট্রোলারদের প্রশ্ন, পারবেন তো ? একটু এদিক ওদিক হলে বাঙালি কিন্তু ছেড়ে কথা বলবে না।

গ্রাম ছেড়ে শহুরে হয়েছেন আগেই। এবার সেফ জোনে ঢুকে পড়তে চাইছেন দেব অধিকারী ? (Dev as Byomkesh Bakshi?)
বড় পর্দা – ছোট পর্দা মিলিয়ে একাধিক অভিনেতা ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করেছেন । উত্তম কুমার, রজিত কাপুর, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য , গৌরব চক্রবর্তী , যিশু সেনগুপ্ত, সুশান্ত সিং রাজপুত থেকে সুজয় ঘোষ প্রত্যেকেই নিজের মতো করে ব্যোমকেশের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছেন। কিন্তু দেবের আত্মপ্রকাশ নিয়ে তাঁর ভক্তরাই দ্বিধাবিভক্ত । বেশিরভাগের বক্তব্য, ‘খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হল তাঁর গোরু কিনে !’বাণ্যিজিক ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে অন্য ধারার কাজ করছিলেন । নিজেকে অভিনেতা প্রমাণ করার চেষ্টা করছেন । এই পর্যন্ত তো ঠিকই ছিল। ব্যোমকেশ হওয়ার কি দরকার ছিল ? দেবের ব্যোমকেশ সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করবেন বলে খবর রটে । পরিচালক নিজে ট্যুইটারে জানিয়ে দিয়েছেন, সম্পূর্ণ ভিত্তিহীন কথা । তিনি ‘দুর্গরহস্য’ পরিচালনা করছেন না। তবে অদূর ভবিষ্যতে দেবকে অন্য ঐতিহাসিক চরিত্রে কাস্ট করার ইচ্ছা প্রকাশ করেছেন । এর বেশি খোলসা করেননি। জানা গিয়েছে, ছবিটির পরিচালক হবেন বিরসা দাশগুপ্ত। অন্যদিকে, ব্যোমকেশের সত্যবতী ফাইনাল। গার্ল ফ্রেন্ড রুক্মিণী মৈত্রকে দেখা যাবে ব্যোমকেশ রূপি দেবের বিপরীতে । কোন প্রোডাকশন হাউসের ব্যানারে সিনেমাটি তৈরি হবে তাও স্পষ্ট নয় । ব্যোমকেশের অধিকাংশ কপিরাইট ভেঙ্কটেশ ফিল্মের কাছেই আছে।

গ্রাম ছেড়ে শহুরে হয়েছেন আগেই। এবার সেফ জোনে ঢুকে পড়তে চাইছেন দেব অধিকারী ? (Dev as Byomkesh Bakshi?)
ব্যোমকেশ বক্সী মুভি লিস্ট


· চিড়িয়াখানা (১৯৬৭)

গ্রাম ছেড়ে শহুরে হয়েছেন আগেই। এবার সেফ জোনে ঢুকে পড়তে চাইছেন দেব অধিকারী ? (Dev as Byomkesh Bakshi?)
· শজারুর কাঁটা (১৯৭৪)

· মগ্ন মৈনাক (২০০৯)

· ব্যোমকেশ বক্সী (২০১০)

· আবার ব্যোমকেশ (২০১২)

· সত্যান্বেষী (২০১৩)

· দূরবীন (২০১৪)

· ব্যোমকেশ ফিরে এল (২০১৪)

· শজারুর কাঁটা (২০১৫)

· ডিক্টেটিভ ব্যোমকেশ বক্সী (২০১৫)

গ্রাম ছেড়ে শহুরে হয়েছেন আগেই। এবার সেফ জোনে ঢুকে পড়তে চাইছেন দেব অধিকারী ? (Dev as Byomkesh Bakshi?)
· ব্যোমকেশ বক্সী (২০১৫)

· হর হর ব্যোমকেশ (২০১৫)

· ব্যোমকেশ ও চিড়িয়াখানা (২০১৬)

· ব্যোমকেশ পর্ব (২০১৬)

· বড়দা ও বহু রূপী (২০১৬)

গ্রাম ছেড়ে শহুরে হয়েছেন আগেই। এবার সেফ জোনে ঢুকে পড়তে চাইছেন দেব অধিকারী ? (Dev as Byomkesh Bakshi?)
· ব্যোমকেশ ও অগ্নিবাণ (২০১৭)

· বিদায় ব্যোমকেশ (২০১৮)

· ব্যোমকেশ গোত্র (২০১8)

গ্রাম ছেড়ে শহুরে হয়েছেন আগেই। এবার সেফ জোনে ঢুকে পড়তে চাইছেন দেব অধিকারী ? (Dev as Byomkesh Bakshi?)
· সত্যান্বেষী ব্যোমকেশ (২০১৯)

ব্যোমকেশ চরিত্রটি সৃষ্টি করেন কে?

সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ব্যোমকেশ। ‘সত্যান্বেষী’ গল্পে ব্যোমকেশ বক্সীর আবির্ভাব হয় । ব্যোমকেশ চরিত্র নিয়ে মোট ৩৩ টি গল্প লিখেছেন শরদিন্দু বাবু। তার মধ্যে শেষ গল্প ‘বিশুপাল বধ’ তিনি শেষ করে যেতে পারেননি। ব্যোমকেশের এই গল্পটি পরবর্তী কালে শেষ করেন নারায়ণ স্যানাল। ব্যোমকেশের সহকারী বা বন্ধু অজিতের মাধ্যমে প্রত্যেকটি গল্প উপস্থাপিত করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।

গ্রাম ছেড়ে শহুরে হয়েছেন আগেই। এবার সেফ জোনে ঢুকে পড়তে চাইছেন দেব অধিকারী ? (Dev as Byomkesh Bakshi?)
ব্যোমকেশ শব্দের অর্থ কি?

ব্যোমকেশ শব্দের অর্থ শিব বা মহাদেব। ব্যোম শব্দের মানে অনন্ত শূন্য বা আকাশ। আর সেই অনন্ত শূন্যতাকে নিজের জটায় ধারণ করেন মহাদেব শিব।


ব্যোমকেশ বক্সীর বাড়ি কোথায়?

প্রথম ঠিকানা ছিল ৬৬ নং হ্যারিসন রোডের বোর্ডিং হাউস। পরে বিয়ের পর এমজি রোডের ভাড়া বাড়ি। শেষ জীবনে দক্ষিণ কলকাতার কেয়াতলার কাছে বাড়ি বানিয়েছিলেন ব্যোমকেশ।

দেব কত টাকার মালিক ?

মহানায়ক সম্মান পাওয়া দেব শাসক দলের সাংসদ। প্রায় ১৫ বছর তিনি বাংলা ছবির জগতে আছেন। এখন নিজে প্রযোজক । সরকারি হিসাব অনুযায়ী , দেবের সম্পত্তির পরিমাণ ৫ মিলিয়ন ডলার। এক মিলিয়ন মানে ১০ লক্ষ টাকা। এবার নিজেরাই হিসেব করে নিন।

গ্রাম ছেড়ে শহুরে হয়েছেন আগেই। এবার সেফ জোনে ঢুকে পড়তে চাইছেন দেব অধিকারী ? (Dev as Byomkesh Bakshi?)
দেবের প্রথম ছবির নাম কি ?

দেবের প্রথম ছবি ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ । নায়িকা ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ছবিটি সুপার ফ্লপ হয় । পরের বছর তিনি পরিচালক রবি কিনাগির নজরে পড়েন। ‘আই লাভ ইউ’ ছবি তাঁকে বিরাট সাফল্য দেয়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.