ফের 'Dream Girl 2' হয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা, তাঁর আগে পর্দায় মেয়ে সেজেছেন যে সব অভিনেতা

ফাল্গুনের প্রথম দিনে প্রেম দিবস জমিয়ে দিলেন আয়ুষ্মান খুরানা। ইনস্টাগ্রামে একটি টিজার শেয়ার করেছেন তিনি। শেয়ারের সঙ্গে সঙ্গে ভাইরাল সেই টিজার। যেখানে দেখা যাচ্ছে , ছিপ ছিপে চেহারার একটি মেয়ের দুষ্টমি ভরা অঙ্গ ভঙ্গি । ফোনে তিনি কথা বলছেন কোন এক পুরুষ কণ্ঠের সঙ্গে । মুখ দেখা না গেলেও সেই বলে , তুমি কবে আসবে পাঠান ? অন্যদিক থেকে শাহরুখের কণ্ঠস্বরের ব্যক্তি বলেন , তিনি এবার ‘জওয়ান’ হয়ে ফিরছেন। পাশাপাশি বলেন , তুমি কবে আসবে পূজা ? উত্তরে সে বলে , ৭ জুলাই দেখা মিলবে তাঁর ড্রিম গার্ল হিসেবে। বুঝতে কারও বাকি রইল না , চার বছর পর ফের ড্রিম গার্ল রূপে ফিরছেন আয়ুষ্মান খুরানা। অভিনব কায়দায় পরবর্তী ছবি ‘ড্রিম গার্ল ২’ (Dream Girl 2) রিলিজের দিনক্ষণ জানালেন তিনি। ‘ড্রিম গার্ল ২’ তৈরি হচ্ছে বালাজি টেলিফ্লিমের অধীনে। ২০১৯ সালে ‘ড্রিম গার্ল’ ছবিতে মেয়ের ভূমিকায় অসাধারণ অভিনয় করে দর্শক ও সমালোচকদের মন জয় করেছিলেন আয়ুষ্মান। তবে বড় পর্দায় মেয়ে সেজে এর আগেও হাসিয়ে ছিলেন আমির খান, গোবিন্দা থেকে কমল হাসান। তাঁদের মধ্যে অনেকের মেক আপ থেকে অঙ্গ ভঙ্গি অবিকল মেয়েদের মতো ছিল।

ফের Dream Girl হয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা, তাঁর আগে পর্দায় মেয়ে সেজেছেন যে সব অভিনেতা
কিশোর কুমার


১৯৬২ সালে রিলিজ হয়েছিল কিশোর কুমার-মধুবালার ‘হাফ টিকিট’। এই ছবিতে একটি গানে মেয়ে সেজে পর্দায় এসেছিলেন কিশোর কুমার। গানটি ছিল ‘আকে সিধি লাগি তেরি জুলমি নজরিয়া’। সুরকার ছিলেন সলীল চৌধুরী। অভিনয়ে কিশোর কুমারকে সঙ্গত দিয়েছিলেন খলনায়ক প্রাণ।

ফের Dream Girl হয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা, তাঁর আগে পর্দায় মেয়ে সেজেছেন যে সব অভিনেতা
অমিতাভ বচ্চন


১৯৮১ সালের সিনেমা ‘লাবারিশ’-এ মেয়ে সেজেছিলেন বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চন। গানটি সবার পরিচিত । ‘ মেরে অঙ্গনে মে তোমাহারা ক্যায় কাম হ্যায়’। এই গানে মেয়েদের বিভিন্ন পোষাকে দেখা গিয়েছিল তাঁকে ।

ফের Dream Girl হয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা, তাঁর আগে পর্দায় মেয়ে সেজেছেন যে সব অভিনেতা
আমির খান


মিস্টার পারফেকসনিস্ট আমির খানের ১৯৯৫ সালের হিট ছবি ‘বাজি’। ‘ ডোলে ডোলে দিল ডোলে’ গানে তাঁকে মেয়েদের পোষাক ও মেক আপে দেখে অবাক হয়েছিল দর্শকরা । পুরো নিখুঁত অভিনয় করেছিলেন তিনি।

ফের Dream Girl হয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা, তাঁর আগে পর্দায় মেয়ে সেজেছেন যে সব অভিনেতা
কমল হাসান


ভারতের অন্যতম সেরা অভিনেতা কমল হাসানের ১৯৯৭ সালের ছবি ‘চাচি ৪২০’। এই সিনেমায় শুধু একটি গান বা দৃশ্য নয়, পুরো ছবি জুড়ে মহিলার বেশে কামাল করেছিলেন কমল হাসান। মধ্য বয়স্কা মহিলার মেক আপে তাঁকে দেখে সহজে চেনার উপায় ছিল না।

ফের Dream Girl হয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা, তাঁর আগে পর্দায় মেয়ে সেজেছেন যে সব অভিনেতা
গোবিন্দা


কমল হাসানের পরে মহিলার ভূমিকায় অভিনয় করে আর কেউ যদি দর্শকদের মনোরঞ্জন করেছিলেন তাহলে তিনি অবশ্যই গোবিন্দা। ছবির নাম ‘আন্টি নম্বর ওয়ান’। রিলিজ করেছিল ১৯৯৮ সালে। ছবির একটি গানে মাধুরী দীক্ষিতের বিভিন্ন ছবির স্টেপ অবিকল নেচে দেখিয়েছিলেন গোবিন্দা। হিন্দি সিনেমায় কমেডিতে তিনি যে বরাবরই নম্বর ওয়ান, সে নিয়ে কোন সন্দেহ নেই। আন্টি নম্বর ওয়ানে তিনি নিজের সেরা দিয়ে অভিনয় করেছিলেন । পুরুষ হয়ে মেয়ে সাজলেও দেখে বিন্দুমাত্র বৃহন্নলা বলে মনে হয়নি । বরং মেকআপ ও অন্যান্য অঙ্গভঙ্গিতে পুরো মহিলা হয়ে গিয়েছিলেন তিনি।

ফের Dream Girl হয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা, তাঁর আগে পর্দায় মেয়ে সেজেছেন যে সব অভিনেতা
ঋষি কাপুর


১৯৭৫ সালের সিনেমা ‘রফুচক্কর’-এ মেয়ে সেজে ঋষি কাপুর দেখিয়ে দিয়েছিলেন চাইলে তিনি নামী নায়িকাদের প্রতিযোগিতায় ফেলতে পারেন। ছবি দেখে হেসে লুটোপাটি খেয়েছিল দর্শকরা ।

ফের Dream Girl হয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা, তাঁর আগে পর্দায় মেয়ে সেজেছেন যে সব অভিনেতা
রীতেশ দেশমুখ


অভিনেতা রীতেশ একবার নয় , দুবার মেয়ে সেজে দর্শকদের হাসিয়েছিলেন। ‘আপনা স্বপনা মানি মানি’ এবং ‘হামশকল’ -এ সুন্দরী মহিলা সেজেছিলেন।

ফের Dream Girl হয়ে ফিরছেন আয়ুষ্মান খুরানা, তাঁর আগে পর্দায় মেয়ে সেজেছেন যে সব অভিনেতা
অক্ষয় কুমার


২০২০ তে ওটিটিতে রিলিজ ‘লক্ষ্মী বোম’ ছবিতে একজন বৃহন্নলার চরিত্রে অভিনয় করেন তিনি।

FAQ

Who is Dream Girl of India?

হেমা মালিনী। রাজ কাপুরের ছবি ‘স্বপনো কি সওদাগর’ দিয়ে বলিউডে প্রবেশ। তারপর ১০০ বেশি ছবিতে অভিনয় করেছেন । তাঁর অসাধারণ সৌন্দর্য দেখে দর্শক ‘ড্রিম গার্ল’ খেতাব দেয়। যা আজও আছে। তাঁর স্থান কেউ নিতে পারেনি। ১৯৭৭ সালে হেমা মালিনীকে নিয়ে ড্রিম গার্ল নামে একটি ছবি হয় । নায়ক ছিলেন ধর্মেন্দ্র।

Dream girl 2 cast

প্রধান চরিত্রে আয়ুষ্মান খুরানা, নায়িকা অনন্যা পান্ডে। অন্য ভূমিকায় পরেশ রাওয়াল, রাজপাল যাদব , অন্নু কাপুর, আসরানি, বিজয় রাজ এবং সীমা পাহয়া।

Dream Girl 2 shooting location

উত্তরপ্রদেশের মথুরা শহরে শ্যুটিং হয়েছে ড্রিম গার্ল ২ ছবির।

Dream Girl 2 director

রাজ শান্ডিল্য। এর আগে তিনি ড্রিম গার্ল , ফ্রেকি আলির মতো ছবির পরিচালনা করেছিলেন ।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.