রক্তে নবাবি বংশ, অভিনয় তাঁর মজ্জায় , এবার পর্দায় শর্মিলা ঠাকুরের নাতি ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan), জানুন তাঁর সম্পর্কে

সদ্য যৌবনে পা রেখেছেন। জিমে গিয়ে ঘাম ঝড়িয়ে রীতিমতো সুঠাম শরীর বানিয়েছেন। সিনেমা জগতে সহকারী হিসেবে কাজ করে খুঁটিনাটি জেনে নিচ্ছেন। এক কথায় তৈরি তিনি। এখন শুধুই সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে , অপেক্ষার অবসান। পরিচালক – প্রযোজক করণ জোহরের হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে চলেছে শর্মিলা ঠাকুরের নাতি, সইফ আলি খান ও অমৃতার পুত্র ইব্রাহিম আলি খানের  (Ibrahim Ali Khan)। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। বলিউডে আবার যাকে বলা হয় ‘স্টারকিড’। প্রকৃত অর্থে ইব্রাহিম আলি স্টারকিড। করণ জোহর তাঁর সিনেমায় স্টারকিডদের সুযোগ দেন। নতুন বা ফ্রেস চেহারা বলতে তাঁর কাছে গুরুত্ব পান স্টারকিডরা। সিরিয়াল থেকে বা স্ট্রাগল করে ওঠা শিল্পীদের তিনি খুব একটা পদের মনে করেন না। তাই তো সুশান্ত সিং রাজপুতকে প্রকাশ্যে অপমান করতে তাঁর বাঁধে না। যাই হোক, সে অন্য প্রসঙ্গ । বিটাউনে খবর হল -করণ জোহরের ধর্মা প্রডোকাশনের আগামী ছবিতে নায়ক ইব্রাহিম। চলতি মাস থেকেই শ্যুটিং শুরু হচ্ছে। ছবির নাম ‘সরজমিন’।

রক্তে নবাবি বংশ, অভিনয় তাঁর মজ্জায় , এবার পর্দায় শর্মিলা ঠাকুরের নাতি ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan), জানুন তাঁর সম্পর্কে
ছবির গল্প কাশ্মীরের প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ । শোনা গিয়েছে, একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে কাজলকে। ছবি পরিচালনা করছেন অভিনেতা বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি । স্টারকিড হলেও বাবার সঙ্গে তুলনা এসে যাবে । তাই নিজেকে ক্ষুরধার করতে দিনরাত মেহনত করছেন ইব্রাহিম। ডেবিউ ছবি নিয়ে ভীষণ সিরিয়াস সইফ-অমৃতার পুত্র। জিমে গিয়ে যেমন ঘাম ঝড়াচ্ছেন। তেমনই স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর রিহার্সাল ও ওয়ার্কশপে দিনের অনেক বেশি সময় কাটাচ্ছেন। আসলে যতই জন্ম থেকে তারকা হোন না কেন, নিজেকে প্রমাণ করতে না পারলে লম্বা রেসের ঘোড়া হওয়া যাবে না, সেটা ভালোই বুঝতে পেরেছেন ২১ বছরের ইব্রাহিম। তবে, পার্টিবয় ইমেজ থেকে বের হতে পারছেন না। ভোররাত পর্যন্ত বন্ধুদের নিয়ে পার্টি করতে তিনি নাকি সিদ্ধহস্ত। দিন দুয়েক আগে কাজল কন্যা নাইসা দেবগণ ও রিসেন্ট গার্লফ্রেন্ড পলক তিওয়ারি সঙ্গে রঙিন আলোর নীচে, গ্লাস হাতে ইব্রাহিমের ছবি ভাইরাল হয়েছিল। কেরিয়ার এখনও শুরু হয়নি , তার আগেই চর্চায় পতৌদি বংশের জুনিয়র নবাব।

স্টারকিড হওয়ার সুবাদে সিনেমার নায়ক হতে কোন স্ট্রাগল করতে হল না ইব্রাহিম আলি খানকে। সোজা এন্ট্রি। তবে, করণ জোহরের সহকারী হিসেবে অনেক দিন ধরেই কাজ করছিলেন । করণ জোহর পরিচালিত ‘রাজা ওউর রানি কি প্রেম কাহিনী’ ছবিতে সহকারী হিসেবে ছিলেন সইফ পুত্র। দিদি সোহা আলি খান ইতিমধ্যেই নিজের জায়গা করে নিতে পেরেছেন। এখন ইব্রাহিমের পালা।

রক্তে নবাবি বংশ, অভিনয় তাঁর মজ্জায় , এবার পর্দায় শর্মিলা ঠাকুরের নাতি ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan), জানুন তাঁর সম্পর্কে
Ibrahim Ali Khan: biography


· জন্ম- ২০০১ সালের ৫ মার্চ (বর্তমান বয়স ২১ বছর )

· জন্মস্থান – মুম্বাই

· স্কুল- ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল, মুম্বাই

· কলেজ – যাননি

· বাবা- সইফ আলি খান

· মা- অমৃতা সিং

· সৎমা- করিনা কাপুর খান

· দিদি- সারা আলি খান

· ভাই- জাহাঙ্গির আলি খান, তৈমুর আলি খান

· প্রথম ছবি- তাসান (২০০৮), শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ

· উচ্চতা- ৫ ফুট ১১ ইঞ্চি

FAQ

How rich is Pataudi family?

বাবা মনসুর আলি খান পতৌদির মৃত্যুর পর পতৌদি প্যালেস উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সইফ আলি খান। যার বর্তমান বাজার মূল্য ৮০০ কোটি কা। এছাড়া ৫ হাজার কোটি টাকার পৈতৃক সম্পত্তি আছে পতৌদিদের।

Is Saif Ali Khan family rich?

৫ হাজার কোটি টাকার সম্পত্তি থাকলেও সইফের ছেলে ইব্রাহিম, জাহাঙ্গির আলি, তৈমুর আলি, মেয়ে সারা কেউ এই সম্পত্তি দাবি করতে পারবেন না। কারণ, ভারত সরকারের বিতর্কিত শত্রু বিরোধ আইনের ঝামেলায় পড়বেন তাঁরা । সইফ এই বংশের দশম নবাব। বাবা মনসুরের ছেলে সূত্রে তিনি সম্পত্তি ভোগ করছেন । হরিহানার পতৌদি প্যালেস নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম আইনি ঝামেলায় পড়বে। কারণ হিসেবে জানা যাচ্ছে , সইফের প্রপিতামহ হামিদুল্লাহ খান ব্রিটিশ আমলের নবাব ছিলেন। তিনি মৃত্যু আগে কোন উইল করে যাননি। যার কারণে পারিবারিক বিবাদ হওয়ার সম্ভাবনা । বিশেষ করে পাকিস্তানে বসবাসকারী সইফের দাদির পরিবারের কেউ দাবিদার হাজির হলে জটিলতা বাড়বে।

রক্তে নবাবি বংশ, অভিনয় তাঁর মজ্জায় , এবার পর্দায় শর্মিলা ঠাকুরের নাতি ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan), জানুন তাঁর সম্পর্কে
Ibrahim Ali Khan mother

ইব্রাহিমের মায়ের নাম অমৃতা সিং। ৮০ দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা অমৃতার হিট ছবি ছিল ‘বেতাব’ ও ‘মর্দ’। ১৯৯১ সালে ১২ বছরের ছোট সইফ আলি খানকে বিয়ের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ১৯৯৫ সালে মেয়ে সারা আলি খানের জন্ম। আর ইব্রাহিমের জন্ম ২০০১-এ। করিনা কাপুরের সঙ্গে সইফের প্রেমের সম্পর্ক শুরু হওয়ার পর ২০০৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয় । ফের অভিনয় জগতে ফেরেন অমৃতা। টিভি সিরিয়ালেও কাজ করেছেন ।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.