স্বাধীনতা দিবসের আগে ফের পর্দায় ফিরছেন তারা-সাকিনা। একই সঙ্গে ফিরছে তাঁদের প্রেম কথা । ২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল ‘গদর- এক প্রেম কথা’। একই দিনে রিলিজ করে আমির খানের সিনেমা ‘লাগান’। দুটি পিরিয়ড মুভির একই দিনে মুক্তি দেখে অনেকেই আন্দাজ করেছিলেন , সানি দেওলের ‘গদর-এক প্রেম কথা’ বিরাট ফ্লপ হবে। কারণ, বিরাট ক্যানভাসে মুক্তি পাচ্ছিল ‘লাগান’। এ আর রহমানের সুরে ছবির গান রিলিজের আগেই বিরাট হিট। কিন্তু বাস্তবে হল অন্যকিছু। দুটি ছবিই সমানভাবে বক্স অফিসে হিট। বরং আমির খানকে টেক্কা দিয়ে এক পা এগিয়ে গেলেন ধরম পুত্র সানি দেওল। ‘গদর- এক প্রেম কথা’ ইতিহাস তৈরি করে ফেলল। ‘হাম আপকে হ্যায় কৌন’-এর পর সবথেকে বেশি মানুষ সানি দেওলের ছবি দেখতে হলে গিয়েছিল। রেকর্ড বলছে – কমপক্ষে ৫ কোটি মানুষ গদর দেখতে সিনেমা হলে গিয়েছিলেন। ২২ বছর আগের সেই ম্যাজিক রিক্রিয়েট করছেন পরিচালক অনিল শর্মা । সিনেমার ইতিহাস বলে – দেশাত্ম বোধের ছবি সব সময় বক্স অফিসে ভালো ফল করে । দুই-একটি ব্যতিক্রম আছে। কিন্তু ২২ বছরের ব্যবধান অনেকটাই বেশি। নতুন একটি প্রজন্ম চলে এসেছে। সেই সময় যাঁরা যুবক ছিলেন, তাঁরা মধ্যবয়সের দোড়গোড়ায়। সানি দেওল বা আমিশা প্যাটেলের করিশ্মা এখন উধাও। সানি দেওল এখন সিনিয়র সিটিজেন। আমিশা প্যাটেলের সেই সৌন্দর্য আর নেই। আর তাছাড়া দীর্ঘদিন তিনি সিনেমা জগৎ থেকে বাইরে। নতুন প্রজন্ম যাঁরা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে অভ্যস্ত, উঠতে বসতে যাঁরা সিনেমার খুঁটিনাটি, ভুলভ্রান্তি ধরতে অভ্যস্ত, তাঁরা কি হলে বসে সানি দেওলের জলের কল তুলে ফেলা দেখে হাততালি দেবে ? নাকি হেসে উড়িয়ে দেবে ? প্রশ্নটা থেকেই যাচ্ছে ।
‘গদর ২- দ্য কথা কন্টিনিউস’ ছবির শ্যুটিং চলছে জোর কদমে। ১১ আগস্ট সিনেমা রিলিজের দিন ধার্য হয়েছে । ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছে জি স্টুডিও। ২০২১ সালেই ‘গদর ২’ ছবির ঘোষণা করে দিয়েছিলেন পরিচালক অনিল শর্মা। তাঁর ছেলে উৎকর্ষ শর্মা ২২ বছর আগে গদর ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন । এখন তিনি জওয়ান। বাবার পরিচালনায় অ্যাকশন থ্রিলার ‘জিনিয়াস’ নামের সিনেমাতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। যদি সেই সিনেমা কবে হলে এসেছিল, কবে চলে গিয়েছে, কেউ খবর রাখেনি। এখন ‘গদর ২’ ছবির মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি। সূত্রের খবর, গদরে ছিল দেশভাগ ও দাঙ্গার প্রেক্ষাপট। এবার গল্প ২০ বছর এগিয়ে যাবে । ভারত-পাকিস্তানের যুদ্ধের ঘটনা ‘গদর ২’ মূল বিষয়।
· Gadar-2: Casting- ছবির কাস্টিংয়ে প্রধান চরিত্র তিনটি একই থাকছে। তারা সিং করবেন সানি দেওল, সাকিনার ভূমিকায় আমিশা প্যাটেল, তাঁদের ছেলে চিরঞ্জিতয়ের রোলে উৎকর্ষ শর্মা । ছবিতে উৎকর্ষের প্রেমিকার চরিত্র মুসকানা কে হবেন ? তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন নির্মাতারা। কারণ, একাধিক অভিনেত্রী এই ভূমিকায় কাজ করতে অস্বীকার করেন। শেষে দক্ষিনী সিনেমার অভিনেত্রী সিমরাত কৌর রাজি হন। মুম্বাইয়ের বাসিন্দা সিমরাত আদপে পাঞ্জবী। কিন্তু তিনি কয়েক বছর ধরে সাউথের ছবিতে কাজ করছেন ।
· Gadar-2: Music- ২০০১-এর গদর ছবিতে গান ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ছবির সব গান ব্যাপক হিট করে । গানের রাইট ২০১৩ সাল পর্যন্ত ছিল টি-সিরিজের হাতে। এখন জি মিউজিক অধিগ্রহণ করেছেন । মিউজিক ডিরেক্টার ছিলেন উত্তম সিং। তিনি ‘দিল তো পাগল হ্যায়’, ‘পিঞ্জর’, ‘গদর-এক প্রেম কথা’ , ‘দুশমন’, ‘বাগবান’-এর মতো সুপারহিট ছবির মিউজিক কম্পোজ করেছিলেন । এখন তিনি ইন্ড্রাস্ট্রি থেকে একপ্রকার উধাও। শেষ কাজ করেছিলেন ২০১৫ সালে ‘নানক শাহ ফকির’ ছবিতে। গদর -২ তে সঙ্গীত পরিচালক মিথুন। যিনি এর আগে ‘আশিকি -২’ এবং ‘সনম রে’ ছবির গান তৈরি করেছিলেন।
· Gadar 2 main villain name: প্রথম গদর ছবিতে ভিলেন ছিলেন অমরিশ পুরী। নতুন গদর -এ আমরা খলনায়কের ভূমিকায় দেখতে পাব মণীশ ওয়াধাকে। যাঁকে ‘পাঠান’ ছবিতে জেনারেল কাদিরের ভূমিকায় আমরা দেখেছি। তিনি পরিচিতি পেয়েছিলেন টেলিভিশন ধারাবাহিক ‘চন্দ্রগুপ্ত মৌর্য’তে চাণক্যের চরিত্রে কাজ করে। গদর -২ তে তিনি পাকিস্তানের সেনা প্রধানের ভূমিকায় দেখা যাবে।
‘গদর ২- দ্য কথা কন্টিনিউস’ ছবির শ্যুটিং চলছে জোর কদমে। ১১ আগস্ট সিনেমা রিলিজের দিন ধার্য হয়েছে । ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছে জি স্টুডিও। ২০২১ সালেই ‘গদর ২’ ছবির ঘোষণা করে দিয়েছিলেন পরিচালক অনিল শর্মা। তাঁর ছেলে উৎকর্ষ শর্মা ২২ বছর আগে গদর ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন । এখন তিনি জওয়ান। বাবার পরিচালনায় অ্যাকশন থ্রিলার ‘জিনিয়াস’ নামের সিনেমাতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। যদি সেই সিনেমা কবে হলে এসেছিল, কবে চলে গিয়েছে, কেউ খবর রাখেনি। এখন ‘গদর ২’ ছবির মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি। সূত্রের খবর, গদরে ছিল দেশভাগ ও দাঙ্গার প্রেক্ষাপট। এবার গল্প ২০ বছর এগিয়ে যাবে । ভারত-পাকিস্তানের যুদ্ধের ঘটনা ‘গদর ২’ মূল বিষয়।
· Gadar-2: Casting- ছবির কাস্টিংয়ে প্রধান চরিত্র তিনটি একই থাকছে। তারা সিং করবেন সানি দেওল, সাকিনার ভূমিকায় আমিশা প্যাটেল, তাঁদের ছেলে চিরঞ্জিতয়ের রোলে উৎকর্ষ শর্মা । ছবিতে উৎকর্ষের প্রেমিকার চরিত্র মুসকানা কে হবেন ? তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন নির্মাতারা। কারণ, একাধিক অভিনেত্রী এই ভূমিকায় কাজ করতে অস্বীকার করেন। শেষে দক্ষিনী সিনেমার অভিনেত্রী সিমরাত কৌর রাজি হন। মুম্বাইয়ের বাসিন্দা সিমরাত আদপে পাঞ্জবী। কিন্তু তিনি কয়েক বছর ধরে সাউথের ছবিতে কাজ করছেন ।
· Gadar-2: Music- ২০০১-এর গদর ছবিতে গান ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ছবির সব গান ব্যাপক হিট করে । গানের রাইট ২০১৩ সাল পর্যন্ত ছিল টি-সিরিজের হাতে। এখন জি মিউজিক অধিগ্রহণ করেছেন । মিউজিক ডিরেক্টার ছিলেন উত্তম সিং। তিনি ‘দিল তো পাগল হ্যায়’, ‘পিঞ্জর’, ‘গদর-এক প্রেম কথা’ , ‘দুশমন’, ‘বাগবান’-এর মতো সুপারহিট ছবির মিউজিক কম্পোজ করেছিলেন । এখন তিনি ইন্ড্রাস্ট্রি থেকে একপ্রকার উধাও। শেষ কাজ করেছিলেন ২০১৫ সালে ‘নানক শাহ ফকির’ ছবিতে। গদর -২ তে সঙ্গীত পরিচালক মিথুন। যিনি এর আগে ‘আশিকি -২’ এবং ‘সনম রে’ ছবির গান তৈরি করেছিলেন।
· Gadar 2 main villain name: প্রথম গদর ছবিতে ভিলেন ছিলেন অমরিশ পুরী। নতুন গদর -এ আমরা খলনায়কের ভূমিকায় দেখতে পাব মণীশ ওয়াধাকে। যাঁকে ‘পাঠান’ ছবিতে জেনারেল কাদিরের ভূমিকায় আমরা দেখেছি। তিনি পরিচিতি পেয়েছিলেন টেলিভিশন ধারাবাহিক ‘চন্দ্রগুপ্ত মৌর্য’তে চাণক্যের চরিত্রে কাজ করে। গদর -২ তে তিনি পাকিস্তানের সেনা প্রধানের ভূমিকায় দেখা যাবে।
No comments:
please do not enter any spam link in the comment box