Koneenica Banerjee as Chief minister Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় কনিনীকা, কোন সিনেমা, কবে মুক্তি পাবে ? জানুন খুঁটিনাটি

হন্তদন্ত হয়ে ডিজির দপ্তরে ঢুকলেন সাদা শাড়ি পরহিত এক নেত্রী। ডিজির সঙ্গে উত্তপ্ত বাক্যালাপের পর বেরিয়ে গেলেন। এই পর্যন্ত শট নিয়ে কাট বললেন পরিচালক উজ্জ্বল মিত্র। ওয়ান টেক ওকে। শহরের একটি স্টুডিওতে চলছে শ্যুটিং। ছবির নাম ‘সুকন্যা’। তবে সাদা শাড়ি পড়ে যিনি অভিনয় করছেন , তাঁকে দেখলে চমকে যেতে হয় । এতো পুরোপুরি কম বয়সের মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লড়াকু মেজাজ, আর শরীরী ভাষায় বিদ্রোহী ভাব। আন্দাজ ঠিকই । মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন কনিনীকা বন্দ্যোপাধ্যায়। বড় পর্দায় দীর্ঘদিন পর একটি বড় চরিত্র পেলেন তিনি। না হলে দিদি বা মায়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে যাচ্ছিলেন। দেবের ‘প্রজাপতি’ ছবিতেও তিনি দিদির রোলে। তবে এবার বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রীর ভূমিকায়। কনিনীকার বক্তব্য, পুরোপুরি নকল তিনি করছেন না। ছবিতে তাঁর চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়। নাম বদলালেও বুঝতে কারও অসুবিধা হবে না যে মায়া আসলে মমতা ।

এই সিনেমায় আরও একটি চমক আছে। ডিজির ভূমিকায় তৃণমূল সাংসদ শান্তুনু সেন। বড় পর্দায় তাঁর এই প্রথম অভিনয় । তবে এক টেকেই ওকে করেছেন তিনি। কবিতা আবৃত্তি বা লেখালেখির দিকে বরাবরই ঝোঁক ছিল। অভিনয় এই প্রথম। ছবির পরিচালকের বক্তব্য, রীতিমতো পেশাদারদের মতোই অভিনয় করছেন শান্তনু বাবু। স্ক্রিপ্ট আগে থেকেই মুখস্থ রাখছেন। কোন অসুবিধায় হচ্ছে না। ছবির গল্পের প্রধান চরিত্র দুর্গা । গ্রামের একটি দরিদ্র পরিবারের মেয়ে। বাবা কৃষক । মায়া চট্টোপাধ্যায়ের কৃষি জমি বাঁচাও আন্দোলনে বাবা যোগ দিয়েছিলেন। তারপর একদিন নিখোঁজ হয়ে যান। এরপর রাজ্যে পালাবদল হয়। মায়া চট্টোপাধ্যায়ের ছত্রছায়ায় বেড়ে ওঠে দুর্গা। পরিচালক জানিয়েছেন, শুধু দুর্গার গল্প নয়, ছবির একটি বড় অংশ জুড়ে থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রাম। সিঙ্গুর জমি আন্দোলন থেকে মুখ্যমন্ত্রী হয়ে ‘কন্যাশ্রী’ প্রকল্পের সূচনা, সবই দেখানো হবে। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই নানা দেশে প্রশংসিত হয়েছে। রাষ্ট্রপুঞ্জতে এই প্রকল্প স্বীকৃতি পেয়েছে। ছবির থিম কন্যাশ্রী। মায়া চট্টোপাধ্যায়ের সহযোগিতায় দুর্গার আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন পূরণ হয়। দুর্গার ভূমিকায় শ্রেয়সী ঘোষ। সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে মুক্তি পাবে ‘সুকন্যা’। শ্যুটিং চলছে জোরকদমে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে ছবি এই প্রথম নয় । ২০০০ সালে হরনাথ চক্রবর্তীর ‘প্রতিবাদ’ ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে একটি চরিত্র তৈরি করা হয়েছিল। অভিনয় করেছিলেন লাবনী সরকার। এরপর রাজ্যে পরিবর্তনের পর শতাব্দী রায় ‘পরিবর্তন’ নামের একটি ছবির পরিচালনা করেন। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভিলেন দেখানো হয়েছিল । যার জেরে বিতর্ক তৈরি হয়। ছবিটি মুক্তি পায়নি। পরবর্তীকালে ‘বাঘিনী’ নামে আরও একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের গল্প নিয়ে ছবি হয়েছিল। পরিচালক নেহাল দত্ত। অভিনয় করেছিলেন রুমা চক্রবর্তী। তিনি যাত্রাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিটি ২০১৯ সালে রিলিজ করে। কিন্তু বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.