Sidharth Malhotra and Kiara Advani’s bed on flowers: ফুলশয্যা সেরে কাজে ফিরলেন সিদ্ধার্থ মালহোত্রা

বলিউড তারকাদের বিয়ের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানীর রাজকীয় বিবাহ। মুম্বাই থেকে অনেক দূরে রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসে বসেছিল বিবাহ বাসর। মুহূর্তে ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের সেই সব অবিস্মরণীয় দৃশ্য। মালাবদলের পর কিয়ারাকে সিদ্ধার্থের প্রথম চুম্বন। সেই সব ছবি এখনও ইন্টারনেটে ঘুরছে। রাজস্থান থেকে ফিরে মুম্বাইয়ে রিসেপশন। তারকা খচিত বৌভাতে কে না আসেনি। এমনকি পুরনো স্মৃতি ভুলে প্রাক্তন প্রেমিকের রিসেপশনে আসেন আলিয়া ভাট কাপুর। সঙ্গে ছিলেন শাশুড়ি নিতু সিং। মুকেশ আম্বানী থেকে করণ জোহর প্রত্যেকেই হাজির ছিলেন। যাই হোক, ফুলশয্যার রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালে কাজে ফিরলেন সিদ্ধার্থ । তাঁর ‘ যোদ্ধা’ ছবির কাজ এখনও বাকি। জুলাইয়ে ছবিটি মুক্তির কথা। নায়ক সিদ্ধার্থের বিয়ের জন্য শ্যুটিং আটকে ছিল। সব কাজ সেরে ফ্লোরে ফিরেছেন তিনি। সকাল সকাল স্টুডিওতে পৌঁছে যান। ইন্সটাগ্রামে শ্যুটিংয়ে ফেরার ছবি দিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, আরও বেশি প্রাণবন্ত লাগছে সিদ্ধার্থকে। কারও মত , নতুন করে সিদ্ধার্থের প্রেমে পড়লাম।

যোদ্ধা ছবির পরিচালক শশাঙ্ক খৈতান। একই সঙ্গে সহ- প্রযোজক। ছবিতে সিদ্ধার্থ একজন পুলিশ অফিসার। অভিনয় করছেন দিশা পাটানি এবং রাশি খান্না। গত বছর অক্টোবরে রিলিজের দিন ঠিক ছিল। কিন্তু নানা কারণে দিন পিছিয়ে যায় । বিয়ের আগে সিদ্ধার্থ তাঁর প্রথম ওয়েব সিরিজে অভিনয় করলেন। যার পরিচালক রোহিত শেট্টি। ভারতীয় পুলিশ বাহিনীর উপর নির্মিত এই ওয়েব সিরিজে সিদ্ধার্থের পাশাপাশি অভিনয় করেছেন বিবেক ওবেরয় ও শিল্পা শেট্টি।

২০২১ সালে রিলিজ ‘ শেরশাহ’ ছবির শ্যুটিং কাছাকাছি আসেন সিদ্ধার্থ ও কিয়ারা। নিজেদের প্রেমের সম্পর্ক গোপন করেননি। যদিও কিয়ারার আগে সিদ্ধার্থ মালহোত্রার গার্লফ্রেন্ড ছিলেন আলিয়া ভাট। দুজনের প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ থেকেই সম্পর্কের শুরু। কিন্তু মাঝে রণবীর কাপুর ঢুকে প্রেমিকাকে ছিনতাই করে নিলেন। প্রেমের ব্যাপারে সিদ্ধার্থ কোন দিনই পিছিয়ে নেই। আলিয়ার আগে তাঁর একজন বিদেশী প্রেমিকা ছিলেন। প্রথম ছবির আগে তিনি এক সাউথ আফ্রিকান মেয়ের সঙ্গে প্রেম করতেন। সে রিলেশন অবশ্য বেশিদিন টেকেনি। মাঝে তাঁর সমকামী সত্ত্বা নিয়ে নানা ধরণের চর্চা শোনা গিয়েছিল। প্রথম ছবির পরিচালক করণ জোহরের সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক আছে ! এমন গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁরা একসঙ্গে বিদেশেও বেড়াতে গিয়েছিলেন। বলিউড তারকাদের নিয়ে নানা ধরণের গসিপ সব সময় চলতে থাকে। এটা নতুন কিছু নয়। তবে তিনি যে সমকামী নন , তা বিয়ে করে প্রমাণ করলেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.