১৪ ফেব্রুয়ারী, ভালোবাসার দিনে ইউটিউবে রিলিজ হয়েছে একটি শর্টফিল্ম। বাংলাদেশে যাকে নাটক বলে। নাটকের নাম ‘ কোথায় খুঁজি তারে’। মুক্তির এক সপ্তাহের মধ্যে নাটকটি প্রায় ৫ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। নাটকের গল্পের মধ্যে একটি সত্যি ঘটনার স্বাদ পেয়েছেন দর্শকরা। ঐন্দ্রিলা এবং সব্যসাচীর প্রেমের গল্প । যা গল্প হলেও সত্যি। গত বছরের শেষে মাত্র ২৪ বছর বয়সে মারা যান ঐন্দ্রিলা। দুরারোগ্য ক্যান্সার কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। জীবন যুদ্ধে হেরে গিয়েছেন ঐন্দ্রিলা। কিন্তু তাঁর প্রেম চির শ্বাশত অমর হয়ে রয়ে গিয়েছে। বর্তমান যুগে যেখানে হোয়াটস অ্যাপে প্রেম শুরু আর হোয়াটস অ্যাপেই শেষ হয়ে যায় , সেখানে ঐন্দ্রিলা ও সব্যসাচীর প্রেমকাহিনী উদাহরণ তৈরি করেছে। দুজনেই সিরিয়াল অভিনেতা। অভিনয় থেকেই প্রেমের শুরু। তারপর ক্যান্সার আক্রান্ত ঐন্দ্রিলার পাশে কীভাবে সব্যসাচী ছিলেন, তা এখন সবার জানা। এমনকি মৃত্যুর পর ঐন্দ্রিলার নশ্বর দেহ সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন সব্যসাচী। শ্মশানের সেই দৃশ্য সোশ্যাল সাইটের দৌলতে সর্বত্র ছড়িয়ে পড়ে। এপার বাংলার মানুষের পাশাপাশি বাংলাদেশের অসংখ্য মানুষের চোখ ভিজে গিয়েছিল।
ঐন্দ্রিলা-সব্যসাচীর প্রেম কাহিনী নিখুঁতভাবে তুলে ধরেছেন পরিচালক মাহমুদ মাহিন। অভিনয় করেছেন ফারহান তিশা ও মুশফিক আর ফারান। তাঁদের অভিনয় এবং নাটকের গান শুনে মানুষ চোখের জল ধরে রাখতে পারেনি। অন্য চরিত্রে দেখা গিয়েছে, হারুন রশিদ, তানিশা আহমেদ ও শমি শারমিন। গল্পের সঙ্গে হুবহু মিল থাকলেও নাটকের পরিচালক এটা ঐন্দ্রিলা-সব্যসাচীর প্রেম কাহিনী কি না, তা স্পষ্ট করেননি। ঘণ্টা খানেকের এই নাটক নিয়ে এখন বাংলাদেশে জোর চর্চা চলছে। সোশ্যাল মিডিয়াতেও আলোচনা করছেন দর্শকরা। সিরিয়ালে অভিনয়ের জন্য বাংলাদেশেও জনপ্রিয় ছিলেন ঐন্দ্রিলা শর্মা। সান বাংলায় তাঁর ‘জিয়ন কাঠি’ খুব হিট করেছিল। এছাড়া তিনি ঝুমুর ও জীবন জ্যোতি সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তাই তাঁর মৃত্যুতে এপারের পাশাপাশি ওপারের মানুষও কেঁদেছিলেন। বিশেষ করে সব্যসাচী- ঐন্দ্রিলার প্রেম মানুষের মনে নাড়া দিয়েছিল। আজকের স্বার্থপর দুনিয়ায় এমন নিঃস্বার্থ প্রেমিক হয় ? প্রশ্ন ছিল সবার।
ঐন্দ্রিলার মৃত্যুর পর নিজেকে বাইরের দুনিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন সব্যসাচী। সোশ্যাল সাইটে যাবতীয় অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিলেন। যাইহোক, ঐন্দ্রিলার মৃত্যুর চার মাস পর ফের টেলিভিশনে ফিরছেন তিনি। স্টার জলসার 'রামপ্রসাদ' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। শ্যুটিং চলছে।
ঐন্দ্রিলা-সব্যসাচীর প্রেম কাহিনী নিখুঁতভাবে তুলে ধরেছেন পরিচালক মাহমুদ মাহিন। অভিনয় করেছেন ফারহান তিশা ও মুশফিক আর ফারান। তাঁদের অভিনয় এবং নাটকের গান শুনে মানুষ চোখের জল ধরে রাখতে পারেনি। অন্য চরিত্রে দেখা গিয়েছে, হারুন রশিদ, তানিশা আহমেদ ও শমি শারমিন। গল্পের সঙ্গে হুবহু মিল থাকলেও নাটকের পরিচালক এটা ঐন্দ্রিলা-সব্যসাচীর প্রেম কাহিনী কি না, তা স্পষ্ট করেননি। ঘণ্টা খানেকের এই নাটক নিয়ে এখন বাংলাদেশে জোর চর্চা চলছে। সোশ্যাল মিডিয়াতেও আলোচনা করছেন দর্শকরা। সিরিয়ালে অভিনয়ের জন্য বাংলাদেশেও জনপ্রিয় ছিলেন ঐন্দ্রিলা শর্মা। সান বাংলায় তাঁর ‘জিয়ন কাঠি’ খুব হিট করেছিল। এছাড়া তিনি ঝুমুর ও জীবন জ্যোতি সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তাই তাঁর মৃত্যুতে এপারের পাশাপাশি ওপারের মানুষও কেঁদেছিলেন। বিশেষ করে সব্যসাচী- ঐন্দ্রিলার প্রেম মানুষের মনে নাড়া দিয়েছিল। আজকের স্বার্থপর দুনিয়ায় এমন নিঃস্বার্থ প্রেমিক হয় ? প্রশ্ন ছিল সবার।
ঐন্দ্রিলার মৃত্যুর পর নিজেকে বাইরের দুনিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন সব্যসাচী। সোশ্যাল সাইটে যাবতীয় অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিলেন। যাইহোক, ঐন্দ্রিলার মৃত্যুর চার মাস পর ফের টেলিভিশনে ফিরছেন তিনি। স্টার জলসার 'রামপ্রসাদ' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। শ্যুটিং চলছে।
No comments:
please do not enter any spam link in the comment box