Monami Ghosh hot birthday picture: জন্মদিনে সমুদ্র সুন্দরী মনামী, দেখুন ছবি

২০০০ সালের কথা। কলকাতা দূরদর্শনের দুপুর ৩টের সল্টে সম্প্রচারণ শুরু হল মেগা ধারাবাহিক ‘প্রতিক্ষা… একটু ভালোবাসার’। পরিচালক ছিলেন দেবীদাস ভট্টাচার্য। তখন কেবল টিভির যুগ রমরম করে চলছে। তারই মাঝে পাল্লা দিয়ে দুপুরের স্লটেই কামাল করল ‘প্রতিক্ষা… একটু ভালোবাসার’। বিরাট হিট। তার থেকে বেশি হিট হল সিরিয়ালের নায়িকা ‘অন্যন্যা’। অভিনয় করেছিলেন মনামী ঘোষ। ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়ে গেলেন তিনি। যদিও শুরুটা হয়েছিল ১৭ বছর বয়সেই। ডিডি বাংলার ধারাবাহিক ‘সাতকাহন’ দিয়ে। ‘প্রতিক্ষা’ বেশিদিন চলেনি। কিন্তু মানুষের মনে রয়ে গিয়েছিলেন অন্যন্যা রূপী মনামী। এরপর জি বাংলার (তখন নাম ছিল আলফা বাংলা) ধারাবাহিক ‘এক আকাশের নীচে’। ধীরে ধীরে বাংলা টেলিভিশন ছাড়িয়ে সিনেমার দুনিয়ায় প্রবেশ। ভালো অভিনয় কিংবা ভালো নাচতে পারা সত্ত্বেও মনামীকে নায়িকা করার সাহস দেখায়নি বাংলার পরিচালকরা। তখন অবশ্য ঋতুপর্ণা বা অর্পিতা পালের ক্রেজ। যা ভেঙে এগতে পারেননি মনামী। সিনেমাতে অভিনয় করলেও সিরিয়াল তিনি কোনদিন ছাড়েননি। এখন ওটিটির যুগেও তিনি সমান সাবলীল। আজ অর্থাৎ ২০ ফেব্রুয়ারী তাঁর জন্মদিন। বিশেষ দিনে তিনি কলকাতার কোলাহল থেকে অনেক দূরে সেই ব্যাংককে। সেখান থেকেই নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একের পর এক হট ছবি আপলোড করেছেন। বিকিনি পড়ে জলকেলিতে মত্ত ৩৮ বছরের মনামী। হাতে কেক ।

Monami Ghosh unknown story


জন্ম সাল- ১৯৮৪

জন্মস্থান- বসিরহাট, উত্তর ২৪ পরগনা

মা- তমসা ঘোষ

উচ্চতা- ৫ ফুট ৪ ইঞ্চি

শিক্ষাগত যোগ্যতা – কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক

ব্যক্তিগত জীবন- সৈকত বারুই নামের এক ফটোগ্রাফারের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক। খুব তাড়াতাড়ি বিয়ে করবেন বলে খবর।

প্রথম অভিনয়- ১৯৯৯ সালে ১৭ বছর বয়সে ডিডি বাংলার ধারাবাহিক ‘সাতকাহন’।

প্রথম সিনেমা- ২০০৮ সালে ‘বক্স নং ১৩১৩’। পরে তাঁকে ‘ভুতের ভবিষ্যৎ’ ছবিতে আইটেম ড্যান্স করতে দেখা গিয়েছিল।

জনপ্রিয় ধারাবাহিক- প্রতিক্ষা... একটু ভালোবাসার, সোনার হরিণ, এক আকাশের নীচে, কোন সে আলোর স্বপ্ন নিয়ে, পুন্যি পুকুর, ইরাবতীর চুপকথা। মোট ২৫ টি ধারাবাহিকে এখনও পর্যন্ত অভিনয় করেছেন।

জনপ্রিয় সিনেমা- এক মুঠো ছবি, ভোলা সর্দার, বেলাশেষে, বেলাশুরু, মাটি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.