লজ্জা কি বস্তু, তা জানেন না পর্দার ‘আলাউদ্দিন খলজি’ রণবীর সিং(
Ranveer Singh) । যতবার ইন্টারভিউ দিয়েছেন, যৌনতা নিয়ে প্রশ্ন উঠলে কোন রকম রাখঢাক নেই দীপিকার বরের। প্রকাশ্যে বলেছেন, নিজের জীবনের কথা। ১২ বছর বয়সে প্রথম সঙ্গম থেকে বিয়ের পর দীপিকা পাড়ূকোনের সঙ্গে ফুলশয্যার কাহিনী। এবার তাঁর মুখে শোনা গেল আরও একটি বিতর্কিত মন্তব্য। রণবীরের বক্তব্য, যৌনতাকে শুধু বেডরুমে আটকে রাখলে চলবে না। প্রকাশ্যেও এটা নিয়ে আলোচনা হোক। তিনি বলেছেন, যৌনতা কি খারাপ নাকি। অত্যন্ত ভালো এবং সুন্দর বিষয়। সকলেই এর মধ্যে দিয়ে যান। একে সংস্কারের খাঁচায় বন্দি রাখা উচিত নয়। কেন ভারতীয়রা এই বস্তু নিয়ে এত নাক উঁচু ব্যাপার দেখান ? প্রশ্ন গাল্লি বয়ের। তাঁর মতে, যৌনতা নিয়ে অজ্ঞতা এদেশের একটি বড় সমস্যা। কেন সবাই এই নিয়ে কথা বলতে লজ্জা পান ? রণবীরের মন্তব্যকে বিতর্ক হিসেবে দেখতে নারাজ অনেকে। দেশের জনবিস্ফোরণ রুখতে যৌন শিক্ষার প্রয়োজন আছে, মনে করেন অনেকেই। তাবে বিপক্ষ আছে। অনেক নেটিজেনের বক্তব্য, বেডরুমের কাহিনী বাইরে বলা মোটেই সুশিক্ষার বিজ্ঞাপন নয়। গোপন কথা গোপন থাকাই ভালো।
Ranveer Singh controversial remark: ফুলশয্যার গল্প
কিন্তু রণবীর আছেন রণবীরেই। যৌনতা নিয়ে তাঁর কোন ছুঁৎমার্গ নেই। প্রকাশেই বলেছিলেন, ১২ বছর বয়সে প্রথম নিজের ভারজিনিটি হারান। তখন থেকেই পকেটে কন্ডোম নিয়ে ঘুরতেন। শুধু তাই নয়, সিনেমা জগতে পা রাখার পর এক প্রযোজকের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন। কোন রকমে কাটিয়ে বেরিয়ে এসেছিলেন। নিজের প্রতিভার জোরেই আজ তিনি নামডাক করেছেন। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। আজ তিনি বলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে একজন। অনুষ্কা শর্মা থেকে আলিয়া ভাট-একাধিক নারী তাঁর জীবনে এসেছেন। চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেছেন দীপিকা পাড়ূকোনকে। বিয়ের পর ফুলশয্যার রাতে কি হয়েছিল ? নিজের শোতে রণবীর ও আলিয়ার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন করণ জোহর। উত্তরে আলিয়া ভদ্রভাবে বলেন, ফুলশয্যা আসলে একটি মিথ। সেদিন সবাই খুব ক্লান্ত থাকেন। ফলে ফুলশয্যা বলে কিছু হয় না। আলিয়ার উত্তর সঙ্গে সঙ্গে খারিজ করে রণবীর সিং বলেন, তিনি মোটেই ক্লান্ত ছিলেন না। সেদিন রাতে তিনি স্ত্রীর সঙ্গে খুব ইনজয় করেছিলেন। একবার নয় বহুবার। রনবীরের কথা শুনে লজ্জায় পড়েন আলিয়া। এব্যাপারে দীপিকার কি বক্তব্য, তা জানা যায়নি।
Ranveer Singh controversial remark: পর্ণ নিয়ে মন্তব্য
তবে এই প্রথম নয়। কে বেশি পর্ণ দেখেন ? রণবীর সিং নাকি রণবীর কাপুর ? কফি উইথ করণ শোতে প্রশ্ন করেছিলেন করণ জোহর। উত্তরে রণবীর কাপুর বলেন, পর্ণ দেখা মোটেই স্বাস্থ্যকর নয়। এটা স্বাভাবিক জীবনকে প্রভাবিত করে। পর্ণ অনেক সময় মানুষকে হিংসাত্মক করে তোলে। পালটা তখন রণবীর সিং বলেন, তুই শেষ কবে পর্ণ দেখেছিস ? স্মার্ট উত্তরে রণবীর কাপুর বলেন, এই তো কাল। তখন রণবীর সিং আরও স্মার্টভাবে বলেন, এর জন্যই তুই টিকে আছিস ভাই। পর্ণকে অবহেলা করিস না।
Ranveer Singh controversial remark: নগ্নতা নিয়ে কেস
গত বছর একটি ম্যাগাজিনের ফটোশ্যুটে সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন রণবীর। এই নিয়ে প্রবল বিতর্ক হয়। বিষয়টি অনেকেই ভালোভাবে নেননি। দেশের একাধিক শহরে রণবীরের বিরুদ্ধে মামলা হয়। থানায় অভিযোগ দায়ের হয়। এমনকি রণবীরের বাড়িতে পুলিশ পৌঁছে যায়। যদিও তাঁর নাগাল পাননি। পরে রণবীর সিং বলেন, নগ্নতা নিয়ে কোন ছুঁতমার্গ নেই আমার। নিজেকে নিয়ে একটা পরীক্ষা করেছি। কতটা পারছি সেটাই দেখতে চাইছি।
No comments:
please do not enter any spam link in the comment box