Prabhas upcoming movie list: পরপর ছবি ফ্লপ, এখনও হাজার কোটির বেশি বিনিয়োগ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রভাস

উপ্পলাপতি ভেঙ্কটা সূর্যনারায়ণ প্রভাস রাজু । পুরো নাম। এই নাম বললে কেউ চিনতে পারবেন না। আসলে ২০১৫ সালের আগে তামিল ছবির জগতে এমন নক্ষত্র আছে, ক’জন চিনত ? যারা দক্ষিণী ছবির ভক্ত, সোনি বা জি সিনেমায় হিন্দি ডাবিংয়ে তামিল বা তেলেগু ছবি দেখতে পচ্ছন্দ করেন, তাঁরা হয়তো বা জানতেন। কিন্তু ২০১৫ সালের ‘বাহুবলী- দ্য বিগিনিং’ ছবির দৌলতে সারা ভারতে পরিচিতি পেলেন। দু’বছর পর ‘বাহুবলী-দ্য কনক্লুশন’ থেকে সবার মনে জায়গা করে নিলেন উপ্পলাপতি ভেঙ্কটা সূর্যনারায়ণ প্রভাস রাজু। সংক্ষেপে প্রভাস। সিনেমা জগত বা ভক্তদের কাছে তিনি এই নামেই পরিচিত। ‘বাহুবলি’ প্রভাসকে সর্ব ভারতীয় বললে ভুল হবে, সমগ্র বিশ্বের সিনেমা প্রেমীদের কাছে তারকা করে তুলল। এস এস রাজামৌলির ‘বাহুবলী’ নানাদিক থেকে ইতিহাস তৈরি করেছে । মাত্র দশ দিনের মধ্যে হাজার কোটির ব্যবসা করেছিল। যা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল ঘটনা। ‘বাহুবলী’ এখনো পর্যন্ত ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যবসা দেওয়া সিনেমা। পাশাপাশি, সিনেমাতে বলিউডের একচেটিয়া দাপট একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পেরেছিল। এরপর থেকে দক্ষিণী ছবির জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে গেল। সুপারস্টার হলেন প্রভাস। কিন্তু শুধু সুপারস্টার ইমেজ দিয়ে ছবি চলে না। ‘বাহুবলী’র পর ‘রাধেশ্যাম’ ও ‘সাহো’ নামের দুটি অ্যাকশন ছবি করেন প্রভাস। দুটিই সুপারফ্লপ। বিরাট ব্যবসায়ীক ক্ষতির মুখে পড়েন প্রযোজকরা। প্রমাণ হয়ে যায়, তারকা থাকলেই ছবি চলে না। আসল হল গল্প। ‘বাহুবলী’তে একটি অতিপ্রাকৃতিক গল্প সুন্দর করে বলেছিলেন। পরিবেশনায় চমক ছিল। ‘আদিপুরুষ’, ‘সালার’ নামের দুটি ছবি কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে। আগামী বছর আসবে কল্প বিজ্ঞানের ছবি ‘প্রজেক্ট কে’। যেখানে প্রভাসের সঙ্গে কাজ করছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। সব মিলিয়ে হাজার কোটি বেশি বিনিয়োগ। যদি ফ্লপ করে তাহলে হিন্দি সিনেমায় প্রভাসের কেরিয়ার অন্ধকার ? উত্তর ভবিষ্যতের গর্ভে।

Prabhas: সোনার চামচ মুখে নিয়ে জন্ম


তিনি যে স্টার হবেন তা বোধহয় জন্মকুণ্ডলিতে লিখে দিয়েছিল বিধি। ১৯৭৯ সালে তামিল ছবির নামকরা প্রযোজক উপ্পলাপতি সূর্য নারায়ণ রাজুর ঘরে জন্ম হয় প্রভাসের। তিন সন্তানের মধ্যে তিনি সবথেকে ছোট । বড় দাদা প্রবোধ এবং দিদি প্রগতি। হায়দ্রাবাদের শ্রী চৈতন্য কলেজ থেকে বিটেক ডিগ্রি অর্জনের পর সিনেমা জগতের দিকে পা বাড়ান। ২০০২ সালে প্রথম ছবি ‘ঈশ্বর’। বিরাট হিট। তবে ২০০৫-এ রাজামৌলির ‘ছত্রপতি’ সিনেমা তাঁকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠা দিল। প্রসঙ্গত বলে রাখি, ‘ছত্রপতি’ ছবিটি বাংলায় রিমেক করেছিলেন হরনাথ চক্রবর্তী। নাম ছিল ‘রিফিউজি’। প্রধান চরিত্রে প্রসেনজিত। সেটি অবশ্য ব্যর্থ অনুকরণ। যাই হোক, ‘ছত্রপতি’র সিনেমার পর প্রভাস তামিল ছবির সুপারস্টার একের পর এক হিট ছবি। ১০ বছর পর ২০১৫ সালে ফের রাজামৌলির সঙ্গে জুটি বাঁধলেন প্রভাস। তৈরি হল ‘বাহুবলী’। বাকিটা ইতিহাস।

Prabhas: হিন্দিতে ভবিষ্যৎ অন্ধকার


‘বাহুবলী’ আসলে ছিল তেলেগু ছবি। হিন্দিতে ডাবিং হয়। পুরোপুরি হিন্দিতে প্রভাসের প্রথম অভিনয় ‘সাহো’। মাথামুণ্ডহীন অ্যাকশন ছবি। প্রভাসের মতো সুপারস্টার যার ভরাডুবি আটকাতে পারেননি। এরপর ২০২২ সালে ‘রাধেশ্যাম’ নিয়ে দর্শকদের কোন আগ্রহ ছিল না। সিনেমাটি হল থেকে কবে বেরিয়ে গেল, কেউ খবর রাখেনি। তারপর ‘আদিপুরুষ’ ছবির ট্রেলার রিলিজ করে। রামায়নের মতো ক্লাসিক মহাকাব্য নিয়ে সিনেমা। বাজেট নাকি ৫০০ কোটি। ছবির ভিএফএক্স দেখে হাসির রোল ওঠে। সোস্যাল সাইটে প্রবল ট্রোলিং শুরু হয়। বাধ্য হয়ে চাপের মুখে ছবির মুক্তি পিছিয়ে দেয় প্রযোজক সংস্থা। ফলে ‘আদিপুরুষ’ রিলিজের আগেই ফ্লপ। এখন ‘সালার’ এবং ‘প্রজেক্ট কে’ প্রভাসকে কতটা সর্ব ভারতীয় স্তরে শক্ত জমি দিতে পারে, সেটাই দেখার।

What is Prabhas salary?

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ‘রাধেশ্যাম’ ছবির জন্য প্রভাস ১০০ কোটি নিয়েছিলেন। ‘আদিপুরুষ’ ছবির জন্য ১৫০ কোটি পারিশ্রমিক নিয়েছেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.