এতদিন সোশ্যাল সাইটের প্রোফাইলে রায় লিখতেন। গত বছর থেকেই ফের তিনি লেপচা। তিয়াসা লেপচা। বিয়ের চার বছরের মাথায় ভেঙে গিয়েছে সম্পর্ক। প্রথম স্বামী সুবান রায় এখন অতীত। সিরিয়ালের দুনিয়ায় পা রাখার আগেই ছাতনাতলায় ঘুরে এসেছেন তিয়াসা। তারপর জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়াল তাঁকে বিপুল জনপ্রিয়তা দিয়েছে। সেই সিরিয়াল শেষ হওয়ার পর কিছুদিন বিশ্রাম নিয়ে ফের ছোট পর্দায় কামব্যাক। জি বাংলা নয়, চ্যানেল পাল্টে স্টার জলসায় ‘বাংলা মিডিয়াম’-এ প্রধান চরিত্রে দেখা যাচ্ছে তিয়াসাকে। এদিকে জীবনেও অনেক কিছু পাল্টে গিয়েছে। ভালোবাসার বিয়েতে ভালোটা বাদ দিয়ে শুধু বাসা পড়ে আছে। সন্দেহ বাতিক স্বামীকে ছেড়ে বেরিয়ে এসেছেন গত বছর। রিল লাইফে যেমন নতুন ধারাবাহিকে পা রেখেছেন। তেমনই রিয়েল লাইফেও বদল আসতে চলেছে। জীবনের সাথে সমঝোতা করেননি। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। তাই ফের একবার সাত পাকে বাঁধা পড়তে চান তিনি। একটি সাক্ষাৎকারে তিয়াসা বলেছেন, প্রথম বিয়ে টেকেনি বলে বিয়ের প্রতি আস্থা হারায়নি। এখনও ভালোবাসার জীবনে ফিরে যেতে চাই। অনেকেই বিয়ে ভাঙলে বলেন, এবার একা থাকব। আমি তা মনে করি না। সারাদিন কাজের পর বাড়ি ফিরে সুখ-দুঃখ শেয়ার করার মতো জীবনে একজন থাকা দরকার। তবে কবে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন , তা খোলসা করেননি। আর পাত্র কে ? তাও ভাঙেননি। শুধু একটু আভাস দিয়ে রেখে দিয়েছেন। ক্রমশ প্রকাশ্য।
জন্ম- ১৯৯৮ সালের ২৩ আগস্ট
বর্তমান বয়স -২৪ বছর
জন্মস্থান- গোবরডাঙ্গা, পশ্চিমবঙ্গ
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক
কলেজ- গোবরডাঙ্গা হিন্দু কলেজ
প্রথম অভিনয়- ২০১৮ সালে কৃষ্ণকলি। ১১০০ পর্ব অভিনয় করেছিলেন তিনি।
পুরস্কার- ২০১৯ সালে টেলি সম্মান
২০২০ সালে জি বাংলার সেরা জনপ্রিয় অভিনেত্রী পুরস্কার
উচ্চতা- ৫ ফুট ৪ ইঞ্চি
ব্যক্তিগত জীবন- সুবান রায়কে ২০১৮ সালে বিয়ে। ২০২২ -এ সম্পর্কে ইতি।
তিয়াসা লেপচার একটি ইউটিউব ভ্লগ চ্যানেল আছে। সেখানে তিনি নিয়মিত ভিডিও দিয়ে থাকেন।
Unknown story about Tiyasha Lepcha
জন্ম- ১৯৯৮ সালের ২৩ আগস্ট
বর্তমান বয়স -২৪ বছর
জন্মস্থান- গোবরডাঙ্গা, পশ্চিমবঙ্গ
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক
কলেজ- গোবরডাঙ্গা হিন্দু কলেজ
প্রথম অভিনয়- ২০১৮ সালে কৃষ্ণকলি। ১১০০ পর্ব অভিনয় করেছিলেন তিনি।
পুরস্কার- ২০১৯ সালে টেলি সম্মান
২০২০ সালে জি বাংলার সেরা জনপ্রিয় অভিনেত্রী পুরস্কার
উচ্চতা- ৫ ফুট ৪ ইঞ্চি
ব্যক্তিগত জীবন- সুবান রায়কে ২০১৮ সালে বিয়ে। ২০২২ -এ সম্পর্কে ইতি।
তিয়াসা লেপচার একটি ইউটিউব ভ্লগ চ্যানেল আছে। সেখানে তিনি নিয়মিত ভিডিও দিয়ে থাকেন।
No comments:
please do not enter any spam link in the comment box