Selfiee movie hit or flop ?: ফের ছবি ফ্লপ, ক্রমশ ধ্বংসের পথে অক্ষয় কুমার ?

বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ চৌহান, রক্ষা বন্ধন এবং রামসেতুর পর এবার সেলফি। ফের বড় ধাক্কা অক্ষয় কুমারের। জীবনে যেন শনির সাড়ে সাতি লেগেছে। কিছুতেই বক্স অফিসে লাভের মুখ দেখতে পাচ্ছেন নয়া তিনি। তিন দশক ধরে বলিউডে কাজ করছেন। একাধিক ছবি ব্লকবাস্টার হয়েছে। আবার ব্যর্থতাও দেখেছেন। কোন কিছুই নতুন নয়। কিন্তু গত এক বছর ধরে সময় বড্ড খারাপ যাচ্ছে। বছরে সব থেকে বেশি সিনেমা তিনি করেন। ছুটি বলে কি বস্তু, তা তিনি জানেন না। শেষ হিট ছবি ছিল ‘সূর্যবংশী। ২০২১ সালে রিলিজ। ২০২২ থেকে শুধুই ফ্লপ। নতুন বছরের শুরুতে নতুন সংযোজন ছিল ‘ সেলফি’। তামিল ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর রিমেক। অক্ষয়ের পাশাপাশি পাল্লা দিয়ে কাজ করেছেন ইমরান হাসমি। গল্প টানটান, অভিনয় ভালো, তাও কেন বাজার মন্দা ? অনেক ফিল্ম ক্রিটিকের মতে, শাহরুখ খানের ‘পাঠান’ নামক ঝড় এখনও চলছে। সিনেমা প্রেমীরা ‘পাঠান’ মোহ থেকে এখনই বেরিয়ে আসতে পারেননি। এমন একটি সময়ে অক্ষয়ের ছবি রিলিজ ভুল সিদ্ধান্ত।

Selfiee movie hit or flop ?: প্রথম দিনে কত আয় ?

আয় জানতে চেয়ে লজ্জা দেবেন না। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ‘ সেলফি’কে ইতিমধ্যেই ফ্লপ ঘোষণা করে দিয়েছেন ফিল্মি বোদ্ধারা। কারণ গত এক দশকে এত খারাপ ওপেনিং অক্ষয় কুমারের কোন ছবির হয়নি। দু’দিনে সারা দেশ থেকে মাত্র ২ কোটির কিছু বেশি টাকার টিকিট বিক্রি হয়েছে। ‘ সেলফি’ ফ্লপ করায় বেজায় আনন্দ পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। কাক এখন কাকের মাংস খেতে শুরু করে দিয়েছে। নিজের শেষ হিট কবে ছিল, মনে করতে গেলে স্মৃতি হাতড়াতে হবে। কঙ্গনার ‘ধকড়’ সিনেমা তো এত বড় ফ্লপ ছিল যে , দর্শকের অভাবে তিন দিনের মধ্যে হল মালিকরা শো বন্ধ করে দিয়েছিলেন। কঙ্গনা এখন অক্ষয়ের ফ্লপে খুশি হয়ে বলছেন, দেখ কেমন লাগে। রীতিমতো ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, সেলফি প্রথম দিনে ১০ লক্ষ টাকাও কামাতে পারেনি। এখন কেন সবাই অক্ষয়ের পিছনে লাগছে না ? আমাকে তো কেউ ছেড়ে কথা বলেনি। বলিউডে রীতিমতো কোণঠাসা কঙ্গনার কথায় অবশ্য কেউ তেমন আর গুরুত্ব দেয় না।

Selfiee movie hit or flop ?: ধবংসের পথে অক্ষয়?

পরপর পাঁচটি সিনেমা ফ্লপ। তার মধ্যে পৃথ্বীরাজ চৌহান ছবির বাজেট ছিল ৩০০ কোটি টাকা। লাভ তো দূর, এই সিনেমা থেকে অর্ধেক টাকাও ঘরে তুলতে পারেনি যশরাজ ফিল্ম। অবশ্য পরে ‘পাঠান’ তাদের সব ক্ষতে মলম লাগিয়ে দিয়েছে। এখন প্রশ্ন, অক্ষয়ের সিনেমা কেরিয়ায় কি শেষের দিকে ? পরপর ফ্লপ হতে থাকলে ভুলে যেতে বলিউডের বেশি সময় লাগবে না। অতীতে এমন উদাহরণ প্রচুর দেখা গিয়েছে। কেউ তখন পাশে থাকে না। হয়তো সেটা আন্দাজ করতে পারছেন বলিউডের খিলাড়ি। একটি ইন্টারভিউয়ে রীতিমতো কেঁদে ফেলেন। তিনি বলেন, “মায়ের মৃত্যুর পর থেকে আর কোন ছবি হিট করেনি। এখন শ্যুটিংয়ের পর মায়ের ঘরে গেলে কান্না পায়”।

Akshay kumar upcoming movie

· ওএমজিঃ ও মাই গড ২

· ক্যাপসুল গিল

· ছত্রপতি শিবাজী মহারাজ

· হেরাফেরি ৩

· বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ

Akshay Kumar real name

রাজীব হরি ওম ভাটিয়া

What is the net worth of Akshay Kumar?

বলিউডের খিলাড়ির মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ৬৬০ কোটি টাকা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.