Star Jalsa Bengali serial Ramprsad: স্লট দেয়নি চ্যানেল, আদৌ সম্প্রচার হবে রামপ্রসাদ ? ঘোর অনিশ্চয়তা

গত বছরের শেষ মাস থেকে প্রোমো দেখানো শুরু হয়। তারপর দু’মাস কেটে গেলেও এখনও প্রোমোতে লেখা ‘আসছে’। কিন্তু কবে আসছে ? কখন আসছে ? কিছুই জানা নেই। আদৌ আসছে তো ? তারও উত্তর স্পষ্ট নয়। বাংলার সপ্তদশ শতাব্দীর কবি রামপ্রসাদ সেনের জীবনী নির্ভর ধারাবাহিক ‘রামপ্রসাদ’ ঘোষণা করেছে স্টার জলসা। দুটি কারণে এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মনে আগ্রহ তৈরি হয়েছে। প্রথমত, রামপ্রসাদ সেনকে নিয়ে সাদা-কালো যুগে বাংলায় সিনেমা তৈরি হলেও এখনও পর্যন্ত সিরিয়াল হয়নি। যাঁর শ্যামাসংগীত ছাড়া কালীপুজো অসম্পূর্ণ, সেই রামপ্রসাদ সেন সম্পর্কে মানুষ খুব কমই জানেন। তাই জানবার আগ্রহ প্রচুর। প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শক। দ্বিতীয়ত, ঐন্দ্রিলা সেনের মৃত্যুর পর থেকে প্রেমিক সব্যসাচীকে নিয়ে দর্শকের মনে কৌতূহল বেড়েছে। ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে বামদেবের ভূমিকায় তাঁর অভিনয় মানুষ খুব পচ্ছন্দ করেছিল। এবার তিনি রামপ্রসাদ রূপে পর্দায় ফিরছেন। ঐন্দ্রিলার মৃত্যু, ফের সব্যসাচীর কামব্যাক সব মিলিয়ে ‘রামপ্রসাদ’ সিরিয়াল ঘোষণা থেকেই হিট। কিন্তু সময় অনেক গড়িয়ে গেলেও ছোট পর্দায় এখনও রামপ্রসাদ-এর আবির্ভাব হল না। কারণ কি ?

Star Jalsa Bengali serial Ramprsad: কেন মিলছে না স্লট ? কোথায় সমস্যা?


কেন সম্প্রচার হচ্ছে না ‘রামপ্রসাদ’। উত্তর দিয়েছেন খোদ রামপ্রসাদ। অভিনেতা সব্যসাচী চৌধুরী জানিয়েছেন, ট্রাইয়ের নতুন নিয়ম  অনুসারে কয়েকটি চ্যানেল দাম বাড়িয়ে দিয়েছে অস্বাভাবিকহারে। যার প্রতিবাদে সরব কেবল অপারেটররা। ঝামেলা বেড়ে যাওয়ায় চ্যানেলগুলি তাঁদের সম্প্রচারের লিঙ্ক ওই কেবল অপারেটরদের দিচ্ছে না। যার জেরে বহু জায়গায় স্টার জলসার মতো অনেক চ্যানেল আর দেখা যাচ্ছে না। এই রকম অবস্থায় চ্যানেল আর নতুন সিরিয়ালের স্লট বরাদ্দ করছে না। তাই ‘রামপ্রসাদ’ এবং ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর মতো ধারাবাহিকের প্রোমো দেখানো হলেও টেলিকাস্টের দিন বিশ বাঁও জলে। তবে সিরিয়ালের শ্যুটিং বন্ধ হয়ে যায়নি। ঝামেলা মিটলে আশা করা যায় স্লট মিলবে। তাই শ্যুটিং চলছে পুরোদমে।

তবে, প্রোমো দেখানো হলেও টেলিকাস্ট হয়নি, এমন উদাহরণ অনেক আছে। ‘কুটুমবাড়ি’, ‘বীরেশ্বর’ এবং ‘রবির নতুন বৌঠান’-এর ধারাবাহিকের ঘোষণা হলেও শেষ পর্যন্ত সম্প্রচার হয়নি। তাই ‘রামপ্রসাদ’-এর ভাগ্যে কি আছে , তা মা কালী ছাড়া কেউ জানে না। সব্যসাচী চৌধুরী ছাড়া এই ধারাবাহিকে সুস্মিলি আচার্য এবং পায়েল দে অভিনয় করছেন।

READ MORE:  ফের ছবি ফ্লপ, ক্রমশ ধ্বংসের পথে অক্ষয় কুমার ?

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.