‘Mrs Chatterjee Vs Norway’ trailer and Anirban Bhattacharjee: রানির নায়ক অনির্বাণ ভট্টাচার্য, দেখুন ট্রেলার
অনেক দিন ধরেই চর্চা চলছিল। আগের বেশ কিছু ফ্লপ দেওয়ার পর এবার বাঙালি রূপে পর্দায় ফিরতে চলেছেন রানি মুখোপাধ্যায়। ছবির নাম ‘মিসেস চ্যাটারজী ভার্সেস নরওয়ে’। জি স্টুডিও ইউটিউবে ছবির ট্রেলার রিলিজ করেছে। ট্রেলার জুড়ে এক বাঙালি মায়ের লড়াই। শুধুই রানি। কিন্তু তারই ফাঁকে দেখা গেল আমাদের অনির্বাণ ভট্টাচার্যকে। এই ছবিতে তিনি রানির স্বামী। ট্রেলারে তাঁকে জায়গা অনেক কম দেওয়া হয়েছে। রানির অভিনয় পূর্ণ মাত্রায় দেখানো হল। কিন্তু অনির্বাণ যে লেভেলের অভিনেতা, সেই তুলনায় তাঁকে স্পেশ খুব কম দেওয়া হয়েছে। যাই হোক, এই সিনেমার জাত ধরে হিন্দি ছবির জগতে পা রাখলেন অনির্বাণ ভট্টাচার্য। ট্রেলার নিয়ে দেশের বিভিন্ন নামীদামী প্রোটাল খবর করলেও কোথায় অনির্বাণ ভট্টাচার্যের উল্লেখ নেই। দেখুন ট্রেলার।
ট্রেলারের প্রথমে দেখানো হচ্ছে একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। রানি ও তাঁর স্বামী দুই সন্তানকে নিয়ে নরওয়েতে থাকেন। কিন্তু দেখভালে খামতির অভিযোগ তুলে নরওয়ে সরকার তাঁর দুই বাচ্চাকে ছিনিয়ে নেয়। কীভাবে নিজের বাচ্চাদের ফিরে পাবেন রানি ? এক মায়ের সঙ্গে রাষ্ট্রের সংঘাত এই ছবির বিষয়বস্তু। ট্রেলারে দেখা যাচ্ছে, আদালতে দাঁড়িয়ে রানি বলছেন, আমি ভালো মা, না খারাপ মা, তা জানি না। শুধু জানি আমি একজন মা। সংলাপের মাঝে মাঝে বাংলা শব্দ জুড়ে দিয়েছেন পরিচালক অসীমা চিববর। বংশসূত্রে বাঙালি হলেও রানির বাংলা উচ্চারণ শুনতে খুব কানে লাগছে। ছবিটি রিলিজ হবে ১৭ মার্চ।
No comments:
please do not enter any spam link in the comment box