Javed Akhtar in Pakistan Ali Zafar: চড় খেয়ে মুখ লাল পাকিস্তানি শিল্পীদের, জাভেদ আখতার নাকি ‘মোদীর দালাল’
ঘরে ঢুকে চড় মেরে এসেছেন গীতিকার জাভেদ আখতার। প্রথমে চুপচাপ হজম করলেও দিন দুই পর থেকে সরব পাকিস্তানি শিল্পীরা। কারণ, ২৬/১১ নিয়ে জাভেদ আখতারের মন্তব্যকে ধন্য ধন্য করছে ভারতীয় মিডিয়া। বিজেপি পন্থী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও জাভেদ সাহেবের প্রশংসায় পঞ্চমুখ। যা সাধারণত তিনি করেন না। এই সব দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছেন পাক শিল্পীদের একাংশ। হঠাৎ তাঁদের মধ্যে দেশভক্তি জেগে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় গিয়ে জাভেদ আখতারের সমালোচনা করছেন। বলছেন, পাকিস্তান জিন্দাবাদ ! কয়েকদিন আগে পাক কবি ফেজ মহম্মদ ফেজের স্মরণে লাহোরে ফেজ মেলায় জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি গিয়েছিলেন। সেখানে নিজের লেখা পড়ে শোনান। দর্শকদের মধ্যে থেকে কেউ তাঁকে বলেন, আপনি ভারতে গিয়ে বলবেন, পাকিস্তানিরা শুধু গুলি ছোঁড়ে না। ফুল মালা দিয়ে আপ্যায়নও করতে জানে। এর উত্তরে হেসে উঠে জাভেদ আখতার বলে, “ সে তো ভালো কথা। আমরা সবাই শান্তি চাই। একে অপরের দোষ দিয়ে লাভ নেই। কিন্তু হাওয়া খুব গরম। সেটা কম হওয়া দরকার। আমরা মুম্বাইয়ের লোক। চোখের সামনে ২৬/১১ হামলা হতে দেখেছি। হামলাকারীরা তো ইরাক-ইরান থেকে আসেনি। মজার ব্যাপার হল, তারা এখনও পাকিস্তানে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন হিন্দুস্তানীদের মনে যদি কোন ক্ষোভ থাকে, তাহলে আপনারা ভুল বুঝবেন না ”। জাভেদ আখতারের কথার ছ্যাঁকা খেয়ে সবাই চুপ করে যায়। দু’দিন পরে তাদের হুঁশ ফিরেছে।
২০১০ সালে আলি জাফর বলিউডে পা রেখেছিলেন। প্রথম ছবি ‘ তেরে বিন লাদেন’। ওসামা বিন লাদেনকে নিয়ে একটি হাসির ছবি। ভারতে হিট করলেও পাকিস্তানে নিষিদ্ধ করা হয়। এরপর লাভ কি দি এন্ড, মেরি ব্রাদার কি দুলহন, লন্ডন-প্যারিস-নিউ ইয়র্ক, কিল দিল, চশমে বদ্দুর এবং আলিয়া ভাটের সঙ্গে ডিয়ার জিন্দিগি ছবিতে কাজ করেন। তাঁর একাধিক মিউজিক অ্যালবাম ভারতেও জনপ্রিয়। এদেশে এত কাজ করে যাওয়া শিল্পী এখন ভারত বিরোধী।
শুধু আলি জাফর নয়, পাক অভিনেত্রী সবুর আলি আরও এক কদম এগিয়ে রীতিমতো হুমকি দিয়েছেন। তিনি লিখেছেন- “খুব লজ্জার কথা। ঘরে ঢুকে কেউ বেইজ্জত করে যাচ্ছে। কথিত বুদ্ধিজীবীরা কিছু বলছেন না। নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে। যাই হোক, আমাদের মন অনেক বড় বলেই সুরক্ষিত যেতে দিয়েছি। আবার চাও খাইয়েছি। উনি আসলে মোদীর দালাল। দেশে গিয়ে ভালো করে দালালি করুন ”।
Javed Akhtar in Pakistan Ali Zafar: কি বলছেন অভিনেতা আলি জাফর
আলি জাফরের কথা আপনাদের মনে পড়ে। এই কয়েক বছর আগে পর্যন্ত বলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। গানও গেয়েছিলেন। মোটামুটি হিটও করেন। কিন্তু দুই দেশের মধ্যে জটিলতা বেড়ে যাওয়াও পাক শিল্পীদের এদেশে এসে অভিনয় করার উপর নিষেধাজ্ঞা জারি হয়। আলি জাফর এখন খুব দেশভক্ত। তাই জাভেদ আখতারের মতো মানুষকে আক্রমণ করতে দুবার ভাবেন না। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “একজন পাকিস্তানি হিসেবে আমি গর্ব বোধ করি । স্বাভাবিক ভাবেই কোন পাক নাগরিক দেশের বিরুদ্ধে কোন মন্তব্য সহ্য করবেন না। আমরা সবাই জানি, পাকিস্তানের মানুষ সন্ত্রাসের হাতে কিভাবে পিড়িত হচ্ছেন। সেখানে এমন সংবেদনশীল এবং আমন্ত্রণহীন মন্তব্য সবাইকে দুঃখ দিয়েছে ”। এরই মাঝে আলি জাফরের গাওয়া ‘এক লড়কি কো দেখা তো’ গানটি ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাচক্রে গানটির রচয়িতা জাভেদ আখতার। নিজের সাফাইয়ে পাক গায়ক বলেছেন, “আমি সবাইকে ভালোবাসি। আপনাদের প্রশংসা বা নিন্দা মাথা পেতে নিই। কিন্তু কোন সিদ্ধান্তে পৌঁছনোর আগে সত্যিটা জেনে নিন। আমি সেদিনের অনুষ্ঠানে ছিলাম না। জাভেদ আখতারের মন্তব্য শুনিনি ”।২০১০ সালে আলি জাফর বলিউডে পা রেখেছিলেন। প্রথম ছবি ‘ তেরে বিন লাদেন’। ওসামা বিন লাদেনকে নিয়ে একটি হাসির ছবি। ভারতে হিট করলেও পাকিস্তানে নিষিদ্ধ করা হয়। এরপর লাভ কি দি এন্ড, মেরি ব্রাদার কি দুলহন, লন্ডন-প্যারিস-নিউ ইয়র্ক, কিল দিল, চশমে বদ্দুর এবং আলিয়া ভাটের সঙ্গে ডিয়ার জিন্দিগি ছবিতে কাজ করেন। তাঁর একাধিক মিউজিক অ্যালবাম ভারতেও জনপ্রিয়। এদেশে এত কাজ করে যাওয়া শিল্পী এখন ভারত বিরোধী।
শুধু আলি জাফর নয়, পাক অভিনেত্রী সবুর আলি আরও এক কদম এগিয়ে রীতিমতো হুমকি দিয়েছেন। তিনি লিখেছেন- “খুব লজ্জার কথা। ঘরে ঢুকে কেউ বেইজ্জত করে যাচ্ছে। কথিত বুদ্ধিজীবীরা কিছু বলছেন না। নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে। যাই হোক, আমাদের মন অনেক বড় বলেই সুরক্ষিত যেতে দিয়েছি। আবার চাও খাইয়েছি। উনি আসলে মোদীর দালাল। দেশে গিয়ে ভালো করে দালালি করুন ”।
No comments:
please do not enter any spam link in the comment box