প্রায় দু’বছর ধরে শোনা যাচ্ছে বড় পর্দায় আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। না, তিনি নিজে অভিনেতা হিসেবে নয়, তাঁর জীবনী হিন্দি সিনেমা রূপে পর্দায় তুলে ধরা হবে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের জীবনের ঘটনা অবশ্যই সিনেমা হওয়ার মতো। কোচ চ্যাপেলের ষড়যন্ত্রে দল থেকে বাদ পরা, তারপর আবার নিজেকে প্রমাণ করে দলে ফিরে আসা। সব কিছু অদ্যম ইচ্ছাশক্তির প্রকাশ। আর সেটাই তাঁকে বাঙালির আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ক্রিকেটের দুনিয়ার সেই সব কাহিনী নাটকীয় ভঙ্গিতে পর্দায় পেশ হবে, এই খবর পুরনো হয়ে গিয়েছে। প্রশ্ন হল- পর্দায় কে হবেন সৌরভ ? দাদার নিজের পচ্ছন্দ রণবীর কাপুর। সেই মতো প্রোডাকশন হাউস রণবীরের সঙ্গে কথা বলেছিলেন। কিছুটা গড়রাজিও হন ঋষি পুত্র। বাংলার মিডিয়ায় খবর রটে, রণবীর কাপুর বড় পর্দায় সৌরভের জীবনের লড়াই তুলে ধরবেন। কিন্তু রণবীরের তরফ থেকে জানানো হল, তিনি রাজি নন। রবিবার রণবীর কলকাতায় আসছেন। দুইয়ে দুইয়ে চার হয়ে যায়। তিনি আবার ইডেনেও যাবেন। সবাই ধরে নিয়েছিল, নিজের চরিত্র নিয়ে কথা বলতেই তিনি ইডেনে যাবেন। শেষে জানা গেল, নিজের আসন্ন ছবি ‘তু ঝুটি মে মক্কার’-এর প্রচারে আসছেন তিনি। শুধু ইডেন নয়, শহরের আরও বেশ কিছু জায়গায় তিনি যাবেন।
Sourav Ganguly biopic actor: কেন রাজি নন রণবীর ?
‘তু ঝুটি মে মক্কার’ ছবির প্রযোজনা সংস্থা সৌরভের বায়োপিক বানাতে রাজি হয়েছে। কিন্তু সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রণবীর অভিনয় করবেন না। কিন্তু কেন ? রণবীর জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই সঞ্জয় দত্তের বায়োপিকে কাজ করেছেন। ফের একটি বায়োপিক করতে তিনি প্রস্তুত নন। এখন অন্য ধরণের চরিত্র করতে চান। আর তাছাড়া, আগামী দু’বছর তাঁর হাতে ডেট নেই। রণবীর কাপুর ফিরিয়ে দেওয়ার পর এখন প্রশ্ন উঠছে, কে হবেন দাদা ? ওই প্রোডাকশন হাউস জানিয়েছে, ঋত্বিক রোশন এবং ভিকি কৌশলের ব্যাপারে চিন্তাভাবনা করছেন তারা। দুজনের সঙ্গে কথা বলা হবে। ডেট পেলে শ্যুটিং শুরু হবে। তবে সবটাই এখন বিশ বাঁও জলে। শুধু রণবীর নয়, এর আগেও বেশ কয়েকজন অভিনেতা পর্দায় সৌরভের চরিত্র করতে রাজি হননি। প্রশ্ন উঠছে, কেন বারবার প্রত্যাখ্যান ? অনেকের ধারণা, এর পিছনে আছে সাম্প্রতিক রাজনীতি।
Sourav Ganguly biopic actor: পিছনে সক্রিয় রাজনীতি ?
বাংলা বিজেপির পক্ষ থেকে বিধানসভা নির্বাচনের আগে ভোটে লড়াই করার প্রস্তাব গিয়েছিল। খুব কায়দা করে সেই প্রস্তাব ফেরান সৌরভ। তারপর একদিন বিজেপির সেকেন্ড ইন কামান্ড অমিত শাহ নিজে পৌঁছে গিয়েছিলেন দাদার বেহালার বাড়িতে। একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেন। পরিস্থিতি ব্যালেন্স করতে দাদা তখন বাংলার দিদির সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ান। বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে দিদির সঙ্গে সৌরভের উপস্থিতি বেশ নজরে পড়ছিল। ভালোভাবে নেয়নি বিজেপি। দাদার ব্যালেন্স করার মানসিকতার জেরে বিসিসিআইয়ের প্রেসিডেন্টের পদ হারান। যেখানে শোনা যাচ্ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়কে হয়তো আইসিসির প্রধানের পদে বসাতে পারে বিজেপি সরকার। সেখানে বিসিসিআই থেকে ধাক্কা ? একূল ওকূল দুই কূলই গেল। বিজেপির বিরাগভাজন সৌরভের বায়োপিক নিয়ে তাই আগ্রহ হারাচ্ছেন বলিউডের তাবড় অভিনেতারা। এড়িয়ে যাচ্ছেন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, দাদার বায়োপিক আদৌও দিনের আলো দেখবে কিনা সন্দেহ। পুরোটাই অনিশ্চিত। ক্রিকেটের ময়দানে জিতে আসা সৌরভ গঙ্গোপাধ্যায় কি এই যুদ্ধে জয়ী হতে পারবেন ?
No comments:
please do not enter any spam link in the comment box