গিয়েছিলেন ছবির প্রিমিয়ারে। তারকাদের ভিড়ে উত্তম কুমারের নাতি আলাদা একটা ব্যাপার। পোজ দিয়ে ছবি তুলে সেই ছবি আবার ইনস্টাগ্রামে দিয়েছিলেন গৌরব চট্টোপাধ্যায়। ছবি দেখে তো সবার চক্ষু চরকগাছ। একি পরেছেন গৌরব ! কার প্যান্ট। এতো মেয়েদের জিন্স। ব্যাস ! তারপর যা হবার তাই হল, ইনস্টাগ্রামের ধেয়ে এলো একের পর এক কটাক্ষ। অরিত্র সেনের প্রথম ছবি ‘ঘরে ফেরার গান’। এই ছবিতে গৌরবের পাশাপাশি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ইশা সাহা। শহুরে পরক্রিয়ার গল্প নিয়ে তৈরি ঘরে ফেরার গান মুক্তি পেয়েছে ১৭ মার্চ। তারই প্রিমিয়ার উপলক্ষে একটি পার্টিতে দেখা গেল উত্তম নাতিকে। সেই ছবি সোশ্যাল সাইটে দিয়ে তিনি লিখেছেন, ঘরে ফেরার গান রিলিজ করে গিয়েছে। তাড়াতাড়ি আপনারা টিকিট বুকিং করুন।
ছবিতে দেখা গিয়েছে, সাদা স্ট্রাইপড শার্টের সঙ্গে স্ট্রেইট জিন্স পরে হাজির হয়ে ছিলেন গৌরব। ইন করে শার্ট পরে ছিলেন। হাতে সোনালি রঙয়ের ঘড়ি। চোখে স্টিল রঙয়ের ফ্রেমের চশমা। এতদিন পর্যন্ত গৌরবকে স্টাইল আইকন মনে করতেন তাঁর ভক্তরা। কিন্তু এদিন গৌরবের জিন্স দেখে কটাক্ষ করতে ছাড়েনি কেউ। একজন লিখেছেন, এমা, এটা তো মেয়েদের প্যান্ট। আর একজন লিখেছেন, সত্যি খুব হাস্যকর লাগছে। একজন তো লিখেছেন, জলদি জলদি বোধহয় মেয়েদের জিন্স পরে চলে এসেছেন। তার পালটা অন্যজন লিখেছেন, উত্তম কুমারের নাতি এখন মেয়েদের জিন্স পরে ঘুরছেন। একজন সৌরব দাসের সঙ্গে তুলনা করে লিখেছেন, এতদিন একজন মন্টু পাইলট সস্তার রণবীর সিং সাজছিল। এখন আর একজনের সাধ হয়েছে।
তরুণ মজুমদারের ছবি ‘ভালোবাসার অনেক নাম’ দিয়ে যাত্রা শুরু করলেও সিনেমাতে খুব একটা সুবিধা করতে পারেননি উত্তম কুমারের নাতি। বরং তিনি সিরিয়াল জগতে বেশি স্বাচ্ছন্দ্য। এখন তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’তে। চরিত্রের নাম ঋদ্ধি সিংহ রায়। সোলাংকির বিপরীতে অভিনয় করছেন। এক বছরের বেশি সময় ধরে এই ধারাবাহিক চললেও এখন টিআরপিতে পতন হয়েছে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বন্ধ হতে পারে ‘গাঁটছড়া’। তবে সোলাংকি আর গৌরবের জুটি বেশ হিট হয়েছিল।
ছবিতে দেখা গিয়েছে, সাদা স্ট্রাইপড শার্টের সঙ্গে স্ট্রেইট জিন্স পরে হাজির হয়ে ছিলেন গৌরব। ইন করে শার্ট পরে ছিলেন। হাতে সোনালি রঙয়ের ঘড়ি। চোখে স্টিল রঙয়ের ফ্রেমের চশমা। এতদিন পর্যন্ত গৌরবকে স্টাইল আইকন মনে করতেন তাঁর ভক্তরা। কিন্তু এদিন গৌরবের জিন্স দেখে কটাক্ষ করতে ছাড়েনি কেউ। একজন লিখেছেন, এমা, এটা তো মেয়েদের প্যান্ট। আর একজন লিখেছেন, সত্যি খুব হাস্যকর লাগছে। একজন তো লিখেছেন, জলদি জলদি বোধহয় মেয়েদের জিন্স পরে চলে এসেছেন। তার পালটা অন্যজন লিখেছেন, উত্তম কুমারের নাতি এখন মেয়েদের জিন্স পরে ঘুরছেন। একজন সৌরব দাসের সঙ্গে তুলনা করে লিখেছেন, এতদিন একজন মন্টু পাইলট সস্তার রণবীর সিং সাজছিল। এখন আর একজনের সাধ হয়েছে।
তরুণ মজুমদারের ছবি ‘ভালোবাসার অনেক নাম’ দিয়ে যাত্রা শুরু করলেও সিনেমাতে খুব একটা সুবিধা করতে পারেননি উত্তম কুমারের নাতি। বরং তিনি সিরিয়াল জগতে বেশি স্বাচ্ছন্দ্য। এখন তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’তে। চরিত্রের নাম ঋদ্ধি সিংহ রায়। সোলাংকির বিপরীতে অভিনয় করছেন। এক বছরের বেশি সময় ধরে এই ধারাবাহিক চললেও এখন টিআরপিতে পতন হয়েছে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বন্ধ হতে পারে ‘গাঁটছড়া’। তবে সোলাংকি আর গৌরবের জুটি বেশ হিট হয়েছিল।
No comments:
please do not enter any spam link in the comment box