সিনেমা তাঁদের পেশা। এখন রাজনীতিও। যাই হোক। ইনকামের আরও রাস্তা বলতে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠান। দেব থেকে দিতিপ্রিয়া। সবাই মঞ্চে গিয়ে দর্শকদের অনুরোধে দুকলি গেয়ে শোনান। আর গান শোনাতে গিয়ে কী অবস্থা হয়, তা ভাইরাল ভিডিও থেকেই আমরা দেখেছি। রানিমা দিতিপ্রিয়া কয়েক বছর আগে মঞ্চে কলংকিনী রাধা গাইতে গিয়ে চরম সমালোচিত হন। সিনিয়র অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে কোন এক দর্শক রবীন্দ্র সঙ্গীত গাইতে অনুরোধ করেন। অভিনেত্রী গেয়েছিলেন, ধন্য ধান্যে পুষ্পে ভরা। যাই হোক, এঁদের সবাইকে ছাড়িয়ে গেলেন সরকারীভাবে স্বীকৃত ‘মহানায়িকা’ নুসরত জাহান। এমনিতেই তিনি বিতর্কে থাকতে ভালোবাসেন। জীবনে প্রেম হোক বা বিয়ে ভেঙে অন্য পুরুষের সঙ্গে ঘর করা সব কিছু করেন বুক চিতিয়ে। ছোট ছোট পোষাক পরে শর্ট ভিডিও বানানোর পর ভোট প্রচারে শাড়ি আর হাত পর্যন্ত ব্লাউজ পরে হাজির হয়ে যান। পাবলিককে সহজেই বোকা বানানো যায়। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় তিনি সব সময় থাকেন। এবার তাঁর একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে। আর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং।
পুরনো এই ভিডিওতে দেখা গিয়েছে জিন্স পরে নুসরত নেচে নেচে গান গাইছেন। ‘ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা’ এবং ‘তুম সে মিলে দিলমে ওঠা দরদ কারারা’ গান দুটি গেয়ে শোনান। তাঁর সুন্দর কণ্ঠে গান শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটপাড়া। একজন কমেন্ট করেছেন, মহালায়িকা ফাটায়ে দিসে। আবার কেউ লিখেছেন, গানটার মা মাসি এক করে দিল। অন্যজন কমেন্ট করেছেন, সবার দ্বারা সবকিছু হয় না। গান আপনার জন্য নয়। অভিনয়টা মন দিয়ে করার চেষ্টা করুন।
পুরনো এই ভিডিওতে দেখা গিয়েছে জিন্স পরে নুসরত নেচে নেচে গান গাইছেন। ‘ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা’ এবং ‘তুম সে মিলে দিলমে ওঠা দরদ কারারা’ গান দুটি গেয়ে শোনান। তাঁর সুন্দর কণ্ঠে গান শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে নেটপাড়া। একজন কমেন্ট করেছেন, মহালায়িকা ফাটায়ে দিসে। আবার কেউ লিখেছেন, গানটার মা মাসি এক করে দিল। অন্যজন কমেন্ট করেছেন, সবার দ্বারা সবকিছু হয় না। গান আপনার জন্য নয়। অভিনয়টা মন দিয়ে করার চেষ্টা করুন।
No comments:
please do not enter any spam link in the comment box