কয়েকদিন আগেই সোশ্যাল সাইটে সুইসাইট নোট পোস্ট করেছিলেন। হুমকি দিয়েছিলেন, আমি মরলে অনেকের নাম প্রকাশ করে যাব। যদিও সুইসাইড পর্যন্ত অপেক্ষা করতে হল না। তার আগেই পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধের বিস্ফোরক বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। পায়েল তাঁর ইন্সটাগ্রামের পেজে লিখেছেন, অনুরাগ আমাকে তিনবার ধর্ষণের চেষ্টা করেছেন। তাঁর কথায়, দক্ষিণের জাতীয় পুরস্কার জয়ী পরিচালকের সঙ্গে কাজ করেছেন , কেউ ছুঁয়ে দেখেননি। অথচ, অনুরাগ কাজ না দিয়েই ধর্ষণ করল। সাক্ষাতের তিন দিনের মধ্যেই নাকি তাঁকে যৌন অত্যাচার করেন অনুরাগ কাশ্যপ। পায়েলের মতে, সাউথের পরিচালকরা এই জন্য সব সময় ভালো। তবে এই প্রথম নয়, ২০২০ সালেও অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে একই অভিযোগে থানায় গিয়েছিলেন পায়েল। থানা-পুলিশ হলেও শেষ পর্যন্ত কিছু প্রমাণিত হয়নি। শুধু নিজে নয়, আরও অনেক অভিনেত্রী পরিচালকের শিকার বলে দাবী করেছিলেন তিনি। কিন্তু কিছুই লাভ হয়নি। উলটে তাঁর বিরুদ্ধেই মামলা হয়।
১৭ বছর বয়সে বিবিসির একটি টেলিফিল্ম দিয়ে অভিনয় জীবন শুরু পায়েলের। বাবা-মায়ের প্রবল আপত্তি ছিল। তাই কলকাতার বাড়ি থেকে পালিয়ে মুম্বাই চলে যান পায়েল ঘোষ। কিন্তু প্রথম অভিনয় সাউথের ছবি দিয়ে। এখনও পর্যন্ত অভিনয়ে তেমন নাম করতে না পারলেও বিতর্কিত বিষয়ে পায়েল রাতারাতি বিখ্যাত হয়ে যান। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পায়েল থানায় অভিযোগ করেন ২০১৩ সালে তাঁকে ধর্ষণ করেন অনুরাগ কাশ্যপ। যদিও সব অভিযোগ অস্বীকার করেন পরিচালক। তিনি বলেন, যে সময় ধর্ষণ করা হয়েছে বলা হচ্ছে তখন তিনি শ্রীলঙ্কায় শ্যুটিং করতে যান। সমস্ত প্রমাণ তিনি থানায় জমা দিয়ে দেন।
অভিনেত্রী রিচ্চা চড্ডাকেও ধর্ষণ করেছেন অনুরাগ বলে দাবী করেছিলেন পায়েল। এই দাবীর বিরুদ্ধে বম্বে হাইকোর্টে দেড় কোটি টাকার মান হানির মামলা করেন রিচ্চা চাড্ডা। তখন প্রকাশ্যে বিনা শর্তে ক্ষমা চেয়ে বিষয়টি নিষ্পত্তি করেন পায়েল ঘোষ। এখন ক্রমাগত তাঁর পোস্টে অনেকের বক্তব্য, আসলে মানসিক অবসাদে ভুগছেন অভিনেত্রী। তাই উল্টোপাল্টা লিখছেন।
১৭ বছর বয়সে বিবিসির একটি টেলিফিল্ম দিয়ে অভিনয় জীবন শুরু পায়েলের। বাবা-মায়ের প্রবল আপত্তি ছিল। তাই কলকাতার বাড়ি থেকে পালিয়ে মুম্বাই চলে যান পায়েল ঘোষ। কিন্তু প্রথম অভিনয় সাউথের ছবি দিয়ে। এখনও পর্যন্ত অভিনয়ে তেমন নাম করতে না পারলেও বিতর্কিত বিষয়ে পায়েল রাতারাতি বিখ্যাত হয়ে যান। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে পায়েল থানায় অভিযোগ করেন ২০১৩ সালে তাঁকে ধর্ষণ করেন অনুরাগ কাশ্যপ। যদিও সব অভিযোগ অস্বীকার করেন পরিচালক। তিনি বলেন, যে সময় ধর্ষণ করা হয়েছে বলা হচ্ছে তখন তিনি শ্রীলঙ্কায় শ্যুটিং করতে যান। সমস্ত প্রমাণ তিনি থানায় জমা দিয়ে দেন।
অভিনেত্রী রিচ্চা চড্ডাকেও ধর্ষণ করেছেন অনুরাগ বলে দাবী করেছিলেন পায়েল। এই দাবীর বিরুদ্ধে বম্বে হাইকোর্টে দেড় কোটি টাকার মান হানির মামলা করেন রিচ্চা চাড্ডা। তখন প্রকাশ্যে বিনা শর্তে ক্ষমা চেয়ে বিষয়টি নিষ্পত্তি করেন পায়েল ঘোষ। এখন ক্রমাগত তাঁর পোস্টে অনেকের বক্তব্য, আসলে মানসিক অবসাদে ভুগছেন অভিনেত্রী। তাই উল্টোপাল্টা লিখছেন।
No comments:
please do not enter any spam link in the comment box