Shahid Kapoor wife: মীরা নয়, শাহিদ কাপুরের আছে আর একটা বউ ? গোপন খবর প্রকাশ্যে

ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ অন্তরাল ভালোবাসেন অভিনেতা শাহিদ কাপুর। খুব একটা সহজে সাংবাদিকরা তাঁকে ধরতে পারে না। ইন্টারভিউ দিতেও অনিহা। তবে চাইলেই তো আর সব কিছু গোপণ রাখা যায় না। মাঝে মাঝে অনেক খবর বাইরে চলে আসে। যেমন, বলিউড পাড়ায় রটে গিয়েছে, মীরা নয়, শহিদের আরও এক বউ ছিল। যিনি অভিনেতার নামে হাতে মেহেন্দি রাঙিয়ে নিয়েছিলেন। সিঁথিতে সিঁদুর পরতে শুরু করে দিয়েছিলেন। তিনি কোন সাধারণ ঘরের শাহিদ ভক্ত নন। রীতিমতো স্টারকিড। অভিনেতার পাশের বাড়িতে এসে থাকতে শুরুও করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সংসার হয়নি। কেন হয়নি ? তার কারণ নাকি শাহিদ। আসছি সেই গল্পে। সম্বন্ধ করে মীরাকে বিয়ে ক্রার আগে করিনা কাপুরের সঙ্গে শাহিদের প্রেম জগৎ বিখ্যাত। সে বহুদিন আগের কথা হলেও দুজনের লিপলকের ছবি আজও স্মরণীয় আছে। মাঝে ভিলেন হয়ে আসেন সইফ আলি খান। ছিনিয়ে নিয়ে যান করিনাকে। খুবই আঘাত পেয়েছিলেন শাহিদ। তবে তাঁর জীবনে অন্য এক নারীর আগমনে রীতিমতো মাথার ঘাম ছুটে গিয়েছিল। কে তিনি ?

কে সেই রহস্যময়ী ?

প্রয়াত অভিনেতা রাজ কুমারের মেয়ে ভস্তভিকা পন্ডিতের সঙ্গে নাচের ক্লাসে আলাপ হয়েছিল শাহিদের। প্রথম দর্শনে অভিনেতার প্রেমে পড়ে যান ভস্তভিকা। যদিও সেটা ছিল একতরফা। শাহিদ শুধু বন্ধু হতে চেয়েছিলেন। কিন্তু কে শোনে কার কথা ? ধীরে ধীরে অস্বস্তি বাড়তে থাকে। শাহিদকে খুশি করার জন্য নানা ধরণের কৌশল করতেন তিনি। শ্যুটিং সেটে পৌঁছে যাওয়া, পাত্তা না দিলে কাজে বাধা দেওয়া, গাড়ির মাথায় বসে থাকা, নানা রকমভাবে বিরক্ত করা, সমস্যা তৈরি করা এইসব বেশ কিছুদিন ধরে চলতে থাকে। এখানেই শেষ নয়। একদিন মাথায় সিঁদুর পরে শাহিদের পাশের বাড়িতে এসে ওঠেন তিনি। নিজেকে শাহিদের স্ত্রী হিসেবে পরিচয় দিতে শুরু করেন। সিনেমা জগতের সবাইকে জানিয়ে দেন শাহিদ তাঁকে বিয়ে করেছেন। এবার আর চুপ করে বসে থাকেননি শাহিদ। সোজা থানায় পৌঁছে যান।

শেষে পুলিশ এসে ভস্তভিকা পণ্ডিতকে নিরস্ত করেছিল। এই ঘটনা আজকের নয়। বেশ কয়েক বছর আগের। সদ্য একটি সাক্ষাৎকারে প্রসঙ্গটি তুলেছিলেন তিনি। শাহিদ কাপুর দেখেশুনে মীরা রাজপুতকে বিয়ে করলেও তাঁর জীবনে নারীর আগমন ঘটেছে বারবার। সিনেমা জগতে আসার পর তাঁর প্রথম প্রেম ছিল হর্ষিতা ভাট। তারপর জীবনে আসেন করিনা কাপুর। সেই প্রেম ভেঙে যাওয়ার পর টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে কিছুদিন ডেটিং করেছিলেন। ক্ষণস্থায়ী সেই সম্পর্কের পর প্রিয়াঙ্কা চোপড়া ও বিদ্যা বালনের সঙ্গে কিছুদিন ডেটিং করেন তিনি। ২০১৫ সালে ব্যবসায়ীর মেয়ে মীরা রাজপুতের সঙ্গে বিয়ের পর থেকে শাহিদ পুরোপুরি ফ্যামিলি ম্যান। দুই সন্তানের পিতা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.