Shruti Haasan question troller: ‘আপনি কি ভার্জিন ?’ প্রশ্ন শুনে শ্রুতি হাসানের উত্তর শুনলে চমকে যাবেন আপনি
টলিউড হোক বা বলিউড, তারকাদের ট্রোল করা এখন জলভাত ব্যাপার। তারকাদের ছবির নীচে নানা ধরণের মন্তব্য করেন নেট নাগরিকরা। কখনও কখনও সেই সব মন্তব্য শালীনতার সীমা ছাড়িয়ে যায়। অবশ্য সে সব দেখেও নজর আন্দাজ করে যান সেলিব্রটিরা। কারণ, এই নিয়ে পদক্ষেপ করতে গেলে দিনরাত এক হয়ে যাবে। ট্যুইটে বা ইনস্টাগ্রামে অনেক সময় ভক্তদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন বলিউড তারকারা। যেমন শাহরুখ খান। পাঠান নিয়ে তিনি ধৈর্য ধরে প্রায় প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়েছেন। অবশ্য একথা আলাদা উত্তর তিনি নয়, তাঁর মাইনে করা টিম দিয়ে থাকে। কিন্তু অভিনেত্রী শ্রুতি হাসান অবশ্য সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে ভক্তদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তরে বসেন। তিনি শাহরুখ খানের মতো বড় স্টার নন, ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। কিন্তু সেটাই অনেক সময় চ্রম অস্বস্তির হয়ে যায়। যেমনটা এবারের প্রশ্নোত্তরে তাঁকে ফেস করতে হয়েছে।
শুধু নোংরা নয়, কিছু ভালো প্রশ্নও পেয়েছিলেন শ্রুতি। যেমন একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনার প্রথম ক্রাশ কে ? উত্তরে কমল হাসানের মেয়ে বলেন, মার্শাল আর্ট তাঁকে খুবই আকৃষ্ট করে। তাই ব্রুশ লি তাঁর প্রথম ক্রাশ। শ্রুতি হাসানের এখনকার প্রেমিকের নাম শান্তনু হাজারিকা। তাঁর কোন গুণ বেশি ভালো লাগে ? জবাবে তিনি বলেন, তাঁর শিল্প।
কমল হাসান ও সারিকা ঠাকুরের মেয়ে শ্রুতি ‘লাক’ সিনেমা দিয়ে হিন্দি সিনেমা জগতে পা রেখে ছিলেন। কিছু হিন্দি সিনেমা করলেও তাঁকে বেশি দেখা গিয়েছে তেলেগু বা তামিল ছবিতে। হিন্দিতে তাঁর শেষ ছবি ছিল ‘গব্বর ইজ ব্যাক’। কয়েকদিন আগে ‘ বেস্টসেলার’ ওয়েবসিরিজে কাজ করেছেন তিনি। সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি নিজস্ব মিউজিক ব্যান্ড চালান শ্রুতি। গান লেখার পাশপাশি প্লেব্যাকও করেন।
আপনি কি ভার্জিন ?
শনিবার সন্ধ্যায় ভক্তদের সঙ্গে একটি লাইভ সেশন শুরু করেছিলেন কামাল হাসানের মেয়ে। সোশ্যাল মিডিয়ায় এক নেট নাগরিক তাঁকে সটান প্রশ্ন করেন, ‘আপনি কি ভার্জিন ?’এই প্রশ্ন শুনলে অন্য কেউ হলে হয়তো খুব রেগে যেতেন। কিন্তু মাথা ঠান্ডা রেখে উত্তর দিয়েছেন শ্রুতি। তিনি প্রশ্ন কর্তাকে হাসির চিহ্ন দিয়ে উত্তর দেন। লিখেছেন, ‘বানান আমার বন্ধু বানান। তুমি যদি নোংরা অদ্ভূত হতে চাও, তার আগে বানান শিখে এসো’। শ্রুতির এমন লেখার কারণ ওই প্রশ্ন কর্তা ‘ভার্জিন’ বানান ‘virgin’- এর বদলে ‘verjain’ লিখেছিলেন। তাই সুযোগ হাত ছাড়া করেননি শ্রুতি। তিনিও পালটা ঠুকে দিয়েছেন প্রশ্নকারীকে।শুধু নোংরা নয়, কিছু ভালো প্রশ্নও পেয়েছিলেন শ্রুতি। যেমন একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনার প্রথম ক্রাশ কে ? উত্তরে কমল হাসানের মেয়ে বলেন, মার্শাল আর্ট তাঁকে খুবই আকৃষ্ট করে। তাই ব্রুশ লি তাঁর প্রথম ক্রাশ। শ্রুতি হাসানের এখনকার প্রেমিকের নাম শান্তনু হাজারিকা। তাঁর কোন গুণ বেশি ভালো লাগে ? জবাবে তিনি বলেন, তাঁর শিল্প।
কমল হাসান ও সারিকা ঠাকুরের মেয়ে শ্রুতি ‘লাক’ সিনেমা দিয়ে হিন্দি সিনেমা জগতে পা রেখে ছিলেন। কিছু হিন্দি সিনেমা করলেও তাঁকে বেশি দেখা গিয়েছে তেলেগু বা তামিল ছবিতে। হিন্দিতে তাঁর শেষ ছবি ছিল ‘গব্বর ইজ ব্যাক’। কয়েকদিন আগে ‘ বেস্টসেলার’ ওয়েবসিরিজে কাজ করেছেন তিনি। সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি নিজস্ব মিউজিক ব্যান্ড চালান শ্রুতি। গান লেখার পাশপাশি প্লেব্যাকও করেন।
No comments:
please do not enter any spam link in the comment box