ফের শ্যুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, পাঁজরের কারটিলেজ ছিঁড়ে গেল বিগ বি’র !

অ্যাকশন দৃশ্যের শ্যুটিং পাঁজরে গুরুত্বর আঘাত পেলেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। পাঁজরের পেশি ছিঁড়ে গিয়েছে।ট্যুইট করে নিজেই সেই খবর জানিয়েছেন। হায়দ্রাবাদে চলছিল ‘প্রজেক্ট কে’ ছবির শ্যুটিং। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন ও প্রভাস। গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের সময় পড়ে গিয়ে চোট পান ৮০ বছরের শাহেনশা। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে জাওয়া হয়। সিটি স্ক্যান হয়। সেখানেই জানা যায়, পাঁজরের কারটিলেজ ছিঁড়ে গিয়েছে। এরপর শ্যুটিং বন্ধ রেখে মুম্বাই ফিরে আসেন তিনি। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই বিশ্রামে আছেন। ট্যুইটারে বিগ বি লিখেছেন, “চোটের জন্য শ্যুটিং বাতিল হল। হাঁটতে গেলে খুব ব্যাথা হচ্ছে। শ্বাস নিতেও সমস্যা হচ্ছে। ডাক্তাররা নড়াচড়া করতে বারণ করেছেন। তাই কারও সঙ্গে দেখা করতে পারব না। ভক্তরাও আসবেন না। যাঁরা আসতে চাইছেন, তাঁদের বারণ করুন। জলসার বাইরে দেখা করতে পারব না”।

তবে এই প্রথম নয়, ৮০ দশকে ‘কুলি’ ছবির শ্যুটিংয়ের সময় তলপেটে গুরুতর চোট পেয়েছিলেন। তখনও একটি অ্যাকশন দৃশ্যের সময় চোট লাগে। সহ অভিনেতা পুনীত ইসারের সঙ্গে অ্যাকশন দৃশ্যের সময় আঘাত লাগে।আঘাত এতটাই গুরুতর ছিল যে, অনেকে ধরেই নিয়েছিলেন আর বোধহয় সুস্থ হতে পারবেন না শাহেনশা। চিকিৎসকরা তাঁকে প্রায় ‘ক্লিনিক্যালি ডেথ’ ঘোষণা করে ফেলেছিল। ভক্তদের প্রার্থনা আর বরাত জোরে সুস্থ হয়ে উঠে ছিলেন অমিতাভ বচ্চন। তবে দীর্ঘদিন তাঁকে হাসপাতালে থাকতে হয়েছিল।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.