Ankush Hazra-Dance Bangla Dance: ডান্সের শোতে অঙ্কুশের চূড়ান্ত ভাঁড়ামো ! বিরক্ত দর্শক

গতবারের মতোই এবারও ‘ডান্স বাংলা ডান্স’-এর সঞ্চালক অঙ্কুশ হাজরা। গতবারে তাঁর সঙ্গে ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। দুজনের খুনসুটি কখনো কখনো মাত্রা ছাড়াত। কিন্তু এবার অঙ্কুশ নিজেই একাই একশো হওয়ার চেষ্টা করছেন। সঞ্চালনার মধ্য দিয়ে কমেডি করে দর্শকদের আনন্দ দিতে চাইছেন। ভালো কথা। কিন্তু সেটা আদৌ দর্শকের ভালো লাগছে তো ? ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে নয়া তো ? বিচারকের আসনে এবার আছেন হিন্দি সিনেমার অভিনেত্রী মৌনী রায়। কখনও তাঁর সঙ্গে, কখনও আবার সুন্দরী প্রতিযোগীর সঙ্গে ফ্লারট করতে গিয়ে বেশি বাড়াবাড়ি করছেন। প্রচণ্ড বিরক্ত দর্শক এই নিয়ে শুরু করেছে ট্রোলিং। অনুষ্ঠানের একটি ক্লিপিং চ্যানেলের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট হয়েছে। সেখানেই অঙ্কুশকে তেড়ে গালিগালাজ দিতে শুরু করেছে নেট নাগরিকরা।

কী দেখে বিরক্ত দর্শক ?

গত সপ্তাহের এপিসোডে মৌনীর পরিবর্তে হাজির ছিলেন পূজা। শুরু থেকেই পূজাকে ইমপ্রেস করতে আদা জল খেয়ে লেগে পড়েন অঙ্কুশ। তিনি বোধহয় মনে করেন বা তাঁর শো’র ডিরেক্টর মনে করেন, প্রতিটি এপিসোডে মেয়েদের ইমপ্রেস করার জন্য ভাঁড়ামো করে লোক হাসালে টিআরপি বাড়বে। যাই হোক, এই এপিসোডেও তার অন্যথা হয়নি। পূজার পিছনে পড়েছিলেন তিনি। এক খুদে প্রতিযোগী বলে, তার মা তাকে প্রতিদিন সকালে করলার জুস খাওয়ান। তখনই পূজা বলেন, তাঁকে খুশি করতে হলে অঙ্কুশকে করলার জুস খেতে হবে। সেই শুনে অন্য বিচারক শুভশ্রী ও শ্রাবন্তী হেসে গড়িয়ে পড়েন। একটি কাচের গ্লাসে সবুজ রংয়ের জুস আসে। সেটি আদৌ করলার কিনা জানা নেই। যাই হোক, পূজা নিজের হাতে সেটি অঙ্কুশকে খাওয়ান। আর সেটি খেতে গিয়ে তিনি যা মুখভঙ্গি করেছেন, তা দেখে হাসা তো দূর, বরং বিরক্ত লেগেছে দর্শকদের। অঙ্কুশের কীর্তি দেখে একজন লিখেছেন, ডান্স শোটা ফাজলামো মারার জায়গা নয়। আবার কেউ লিখেছেন, ভাঁড়ামো করছে। শুভশ্রীর হাসি দেখে একজন লিখেছেন, আপনি যা হাঁ করেছেন তাতে মশার চোদ্দ গুষ্টি ঢুকে যাবে।

যদিও এই অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি ও খুদে বাচ্চাদের নাচের জন্য টিআরপি ভালো। কিন্তু মৌনী বাদে বাকি দুই বিচারককে এবার একদম পচ্ছন্দ হয়নি দর্শকের।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.