স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতির মামলায় জল ক্রমশ গড়াচ্ছে। একের পর এক নাম প্রকাশ হচ্ছে। বাংলা সিনেমা জগতের কেউ কেউ জড়িত, এমনটা আগেই শোনা গিয়েছিল। বেশ কয়েকটি নাম হাওয়ায় ভাসচ্ছিল। লক্ষ্মীবারের সাত সকালে বড় চমক। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দপ্তরে ডাক পড়ল বনি সেনগুপ্তের। এখনও অব্দি যে কটি ছবি করেছেন, তার একটিও লক্ষ্মীলাভ করতে পারেনি। কিন্তু ইডি বলছে, বনির ব্যাংকের খাতায় নাকি লক্ষ্মী ফুলে ফেঁপে উঠছিল। কীভাবে ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেনের নথি তাদের হাতে এসেছে। আর তারই ভিত্তিতে অভিনেতাকে ডাকা হয়েছে। শ্যুটিংয়ে ব্যস্ত বনি সেনগুপ্তকে ফোন করা হয়েছিল, তিনি ইডির দপ্তরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন। ২০২১ সালের বিধানসভার নির্বাচনের ঠিক আগে বনি ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু প্রচারে তেমন দেখা যায়নি। যদিও মা এবং গার্লফেন্ড তৃণমূলেই ছিলেন। এক বছরের মধ্যেই বিজেপির প্রতি মোহ কেটে যায় বনির। ফিরে আসেন তৃণমূলে। তারপর নানা ভোটে শাসক দলের হয়ে প্রচার করতে দেখা যায় সুখেন দাসের নাতিকে।
নিয়োগ দুর্নীতি মামলায় টলিপাড়ার অনেকগুলি নাম হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। কিন্তু বনির নাম একবারও শোনা যায়নি। ইডি সূত্রে জানা গিয়েছে, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়েই তাঁরা বনির নাম পান। দেখা যায়, বেশ মোটা অংকের টাকা বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে গিয়েছে। সেই তথ্যকে সামনে রেখেই বনিকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা।kkkkkkkkkkk
১৯৯০ সালের ১০ আগস্ট জন্ম। প্রকৃত নাম অনুপ্রিয় সেনগুপ্ত। কিন্তু ডাক নাম বনি দিয়েই তিনি ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেয়েছেন। বাবা পরিচালক অনুপ সেনগুপ্ত এবং মা অভিনেত্রী প্রিয়া সেনগুপ্ত। দাদু সুখেন দাস। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা বনির। ছোট থেকেই অভিনেতা হতে চাইতেন। প্রথম ছবি ২০১৪ সালে ‘বরবাদ’। নায়িকা ছিলেন ঋত্বিকা সেন। পরের ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’। নায়িকা কৌশানি। দুটি ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। সাউথ থেকে রিকেম ছবি দুটি বক্স অফিসে ফ্লপ। অভিনেতা হওয়ার আগে তিনি রাজ চক্রবর্তীর সহকারী হিসেবে কাজ করতেন। ‘ যোদ্ধা’ ছবিতে সহকারী ছিলেন।
· প্রকৃত নাম- অনুপ্রিয় সেনগুপ্ত
· উচ্চতা- ৫ ফুট ৭ ইঞ্চি
· ওজন- ৭০ কেজি
· প্রিয় খাবার- বিরিয়ানি
· প্রিয় অভিনেত্রী- কাজল, দীপিকা পাড়ুকোন
· প্রিয় অভিনেতা- শাহরুখ খান
· প্রেমিকা- কৌশানি মুখোপাধ্যায়
Bonny Sengupta on ssc scam: কীভাবে জড়াল নাম ?
নিয়োগ দুর্নীতি মামলায় টলিপাড়ার অনেকগুলি নাম হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। কিন্তু বনির নাম একবারও শোনা যায়নি। ইডি সূত্রে জানা গিয়েছে, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়েই তাঁরা বনির নাম পান। দেখা যায়, বেশ মোটা অংকের টাকা বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে গিয়েছে। সেই তথ্যকে সামনে রেখেই বনিকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা।kkkkkkkkkkk
Bonny Sengupta age, biography, girlfriend, family, films
১৯৯০ সালের ১০ আগস্ট জন্ম। প্রকৃত নাম অনুপ্রিয় সেনগুপ্ত। কিন্তু ডাক নাম বনি দিয়েই তিনি ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেয়েছেন। বাবা পরিচালক অনুপ সেনগুপ্ত এবং মা অভিনেত্রী প্রিয়া সেনগুপ্ত। দাদু সুখেন দাস। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা বনির। ছোট থেকেই অভিনেতা হতে চাইতেন। প্রথম ছবি ২০১৪ সালে ‘বরবাদ’। নায়িকা ছিলেন ঋত্বিকা সেন। পরের ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’। নায়িকা কৌশানি। দুটি ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। সাউথ থেকে রিকেম ছবি দুটি বক্স অফিসে ফ্লপ। অভিনেতা হওয়ার আগে তিনি রাজ চক্রবর্তীর সহকারী হিসেবে কাজ করতেন। ‘ যোদ্ধা’ ছবিতে সহকারী ছিলেন।
· প্রকৃত নাম- অনুপ্রিয় সেনগুপ্ত
· উচ্চতা- ৫ ফুট ৭ ইঞ্চি
· ওজন- ৭০ কেজি
· প্রিয় খাবার- বিরিয়ানি
· প্রিয় অভিনেত্রী- কাজল, দীপিকা পাড়ুকোন
· প্রিয় অভিনেতা- শাহরুখ খান
· প্রেমিকা- কৌশানি মুখোপাধ্যায়
Filmography
২০১৪- বরবাদ
২০১৫- পারব না আমি ছাড়তে তোকে
২০১৭- তোমাকে চাই
২০১৭-জিও পাগলা
২০১৮- রাজা রানি রাজি
২০১৮- গার্লফ্রেন্ড
২০১৯- কে তুমি নন্দিনী
২০১৯- ভূতচক্র প্রাইভেট লিমিটেড
২০১৯- জানবাজ
২০২০- লাভ স্টোরি
২০২০- বিয়ে ডট কম
২০২০- ইসস্টুপিড
২০২০-আজব প্রেমের গল্প
No comments:
please do not enter any spam link in the comment box