Durnibar-Oindrila wedding Prosenjit: কন্যাদান করলেন প্রসেনজিৎ, ফের সাতপাকে ঘুরলেন দুর্নিবার সাহা, দেখুন ছবি

ফের সাত পাকে বাঁধা পড়েলন গায়ক দুর্নিবার সাহা। পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা ওরফে মোহর। লক্ষ্মীবারের সন্ধ্যায় চারহাত এক হল। নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের কাজের তদারকি করলেন ‘বুম্বা দা’ প্রসেনজিৎ। গলায় হালাকা গোলাপী বর্ণের গোলাপের মালা, তার নীচে লাল সুতোর কাজ করা পাঞ্জাবী পড়ে বিয়ে করতে এলেন দুর্নিবার। প্রায় এক বছরের প্রেমের পর মোহরকে বিয়ে করলেন তিনি। অতিথি অপায়্যন থেকে বিয়ের পিঁড়ি ধরা সবই করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাজির ছিলেন তাঁর ছেলে তৃষাণজিৎ। মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে বসেছিল বিয়ের আসর।

শুভদৃষ্টির সময়ও হাজির ছিলেন বুম্বা দা। সহকারী হলেও মোহর তাঁর খুবই কাছের। নিজের টিমের প্রত্যেককে বাড়ির সদস্যের মতো দেখেন বলে জানান তিনি।

মোহর আর দুর্নিবারের বিয়ে নিয়ে অবশ্য বিতর্ক কম হয়নি। প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে ছেড়ে দেওয়া নিয়ে অনেকেই অনেক কথা বলেছিলেন। কিন্তু দুর্নিবার সেসব কানে তোলেননি। মীনাক্ষী এখন অতীত। নতুন জীবন শুরু করলেন তিনি।

>বিয়েতে হাজির ছিলেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ। নীল পাঞ্জাবীতে রীতিমতো হ্যান্ডসাম লুক তাঁর। ছিলেন ‘রানিমা’ দীতিপ্রিয়াও।

সন্ধ্যা গড়াতেই ইন্ডাস্ট্রির অনেকেই হাজির হলেন। সঙ্গে দারুণ খাওয়া দাওয়া। মালাই কাবাব থেকে মাছের হরেক রকম পদ, ছিল পনির, মটন কশা থেকে নানা ধরণের মিষ্টি।
বিয়ের তদারকির পাশাপাশির দাঁড়িয়ে থেকে পুরো বিয়ে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে কিছু মুখে তোলেননি। কারণ তিনি খুব মেনে চলেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.