Koel mallick unknown story: ক্লাস সেভেনেই প্রেম কোয়েলের ! জানতে পেরে কি বলেছিলেন বাবা রঞ্জিত মল্লিক ?

বেশ কয়েকবছর কেটে গিয়েছে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত নন। তাতে কি ? বাংলা সিনেমার ভক্তদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। কেমন আছেন কোয়েল মল্লিক ? কী করছেন ? ব্যক্তিগত জীবন কীভাবে কাটছে ? ছেলে কত বড় হল ? সবটাই জানতে চান সিনেমা প্রেমীরা। শুধু রঞ্জিত মল্লিকের মেয়ে বলে নয়, ঋতুপর্ণা পরবর্তী যুগে বাংলা সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করতে পেরেছিলেন কোয়েল। জিত, দেব, সোহমের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। এখনও টিভিতে টেলিকাস্ট হলে সবথেকে ভালো টিআরপি থাকে। অভিনয় করতে করতেই সুরিন্দর ফিল্মের কর্ণধার নিশপাল সিংয়ের প্রেমের পড়েন। বেশ কয়েক বছর প্রেম চলার পর বাড়িতে জানান। বাড়িতে থেকে বিয়েতে সম্মতি জানানো হয়। বিয়ের পরও অভিনয় করেছিলেন। তবে এক সন্তানের জননী হওয়ার পর সিনেমা থেকে কোয়েল দূরত্ব তৈরি করে নিয়েছেন। এখন চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন তিনি। ভক্তদের অবশ্য আক্ষেপ কবে আবার পর্দায় ফিরবেন কোয়েল মল্লিক। রঞ্জিত কন্যার জীবনে নিশপাল সিং রানা প্রথম প্রেম নয়। এর আগেও খুব গোপনে হানা দিয়েছিল ভালোবাসা। তখন কোয়েলের কোমল হৃদয় সেই প্রেমে ধরা দিতে পেরেছিলেন ?

Koel mallick unknown story: প্রেমের প্রস্তাব দেন গৃহশিক্ষক


কোয়েল তখন ক্লাস সেভেনে পড়তেন। কিশোরী বয়স। কতটুকু বুঝতেন ? এমনই একটা সময়ে এসেছিল প্রেমের প্রস্তাব। ঘটনা হল, বাড়িতে পড়াতে আসতেন এক সায়েন্স টিচার। সেই টিচারও তখন সদ্য কলেজ পাশ করেছেন। চাকরী খুঁজছেন। কোয়েলকে পড়ানোর দায়িত্ব পেলেন। কয়েকদিন পড়ানোর পর কিশোরী কোয়েলকে একদিন তিন অক্ষরের কথাটা বলেই ফেললেন। শুনে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। সেদিন রাতে মাকে সব খুলে বলেন কোয়েল। মা পরদিন থেকে আর সেই শিক্ষককে বাড়ি ঢুকতে দেননি। কথাটা বাবা রঞ্জিত মল্লিকের কানে পৌঁছায়। তিনি তখন বাংলা সিনেমার সুপারস্টার। চাইলেই সেই যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু অত্যন্ত ভদ্র মানুষ রঞ্জিত মল্লিক গৃহশিক্ষককে বুঝিয়ে বলে বিদায় করেন। এইভাবে মেয়ের প্রথম প্রেমের নিষ্পত্তি করেছিলেন বাংলা সিনেমার বেল্টম্যান।

FAQ

Koel Mallick real name ?

কোয়েল মল্লিকের প্রকৃত নাম রুক্মিণী মল্লিক। জন্ম ১৯৮২ সালের ২৮ এপ্রিল। ডাক নাম ছিল কোয়েল। সেটাই সিনেমাতে ব্যবহার করেছেন।

Koel Mallick Education qualification ?

গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ থেকে সাইকোলজি নিয়ে বিএসসিতে স্নাতক হন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.