ফ্ল্যাটে একঘরে অন্য মহিলার সঙ্গে হবু বর ! সাত মাস নিজেকে বন্দি রেখেছিলেন এই অভিনেত্রী, এখন কেমন তিনি ?
বিয়ের কথা পাকা। অল্প সল্প কেনাকাটা শুরু হয়ে গিয়েছিল। ‘দিদি নম্বর ১’-এ এসে সদর্পে প্রেম ও বিয়ের ঘোষণা করেছিলেন অভিনেত্রী সুরভি স্যানাল। তারপর ? তারপর যা ঘটল , তা সিরিয়ালের গল্পকেও হার মানায়। রোজ মেক আপ নিয়ে নানা চরিত্রে অভিনয় করতে হয়। সেখানে কান্না-হাসির ধারা থাকে। বাস্তবের কত ঘটনা থাকে। কিন্তু তেমনই ঘটনা যখন নিজের জীবনে ঘটে, তখন তা মেনে নেওয়া কঠিন। কারণ, জীবনটা সিরিয়াল নয়। সিরিয়াল অভিনেত্রী সুরভি দাসের জীবনে তাই ঘটেছে। যাকে বিশ্বাস করে হাত ধরতে চেয়েছিলেন, ঘর বাঁধতে চেয়েছিলেন, পথ চলতে চেয়েছিলেন, সেই মানুষটা শুরুর আগেই এমন আঘাত দেবে, তা বোধহয় সুরভি কল্পনাও করতে পারেননি। সিরিয়াল অভিনেতা সুমন দে’র সঙ্গে অভিনয় করতে গিয়েই প্রেম, তারপর বিয়ের সিদ্ধান্ত। কিন্তু একটা ঝড় সব ওলট পালট করে দিল। গত জানুয়ারি মাসে ফুটবল বিশ্বকাপের ফাইনালের রাতে ফ্ল্যাটে এক মহিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় সুমনকে দেখে ফেলেন সুরভি। এক নিমিষে যেন পায়ের তলার মাটি সরে যায়। এত বড় বিশ্বাসঘাতকতা ? ছুটে বাড়ি ফিরে আসেন। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। নার্ভ ফেল করে যেত, যদি বাবা-মা পাশে না থাকতেন সেদিন। বিয়ে ভেঙে যায়। প্রায় সাত মাস সময় লাগে নিজেকে সামলাতে। এই সময়টাই সম্পূর্ণ গৃহবন্দি ছিলেন। কোন কাজ করেননি। এখন আবার কাজে ফিরেছেন সুরভি।
জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন। অতীত ভুলে যেতে চান সুরভি। পেশাদার হয়ে আবার টালিগঞ্জ পাড়ায় ফিরেছেন। সুরভি এবং সুমন দুজনেই শিলিগুড়ির। ফলে বন্ডিং তৈরি হতে সময় লাগেনি। কিন্তু সম্পর্কের মর্যাদা সুমন রাখতে পারেননি। ছোট পর্দার পরিচিত মুখ সুমন দে’র বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। কেঁচো খুড়তে কেউটে এর আগেও বেরিয়েছে। মদ খেয়ে সহ অভিনেত্রী দিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছিলেন তিনি। নিজেদের নিরাপত্তার কথা ভেবে দিয়া তখন হরিদেবপুর থানায় অভিযোগ জানান। পুলিশ আসছে শুনে সেখান থেকে পালিয়ে যান সুমন।
সুরভি আর সুমনের প্রেম কাহিনী ছিল অনেকটা গল্পের মতোই। কিন্তু তখন কি সুরভি জানতেন, সুমন ভালো অভিনেতা! আলাপ হয়েছিল একটি বিয়েবাড়িতে। তখনও জানতেন না সুরভিও উত্তরবঙ্গের মেয়ে। ফেসবুকে সুরভিকে ফলো করা শুরু করেন সুমন। পাঠান বন্ধুত্বের প্রস্তাব। সম্মতি দিয়েছিলেন সুরভি। বন্ধুত্ব বাড়তে থাকে। লকডাউনে শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ার পর দুজনে একসঙ্গে শিলিগুড়ি ফিরে গিয়েছিলেন। সেখানে জন্মদিনে সুরভিকে বাড়িতে আমন্ত্রণ জানান তিনি। প্রথমবার সুরভিকে দেখেই পচ্ছন্দ হয়ে যায় সুমনের মার। কিন্তু তখনো অফিশিয়ালি প্রোপোজ করেননি বলে সুমন কিন্তু কিন্তু করতে থাকেন। একদিন প্রস্তাব দিয়েই দেন। রাজি হতে দুবার ভাবেননি সুরভি। দুজনে একসঙ্গে কাজ করেন। ২০২২ বিয়ে হবে ঠিক ছিল। সুমনের ঠাকুমা মারা যাওয়ায় পিছিয়ে যায়। এখন সুরভির মনে হচ্ছে, যা হয় মঙ্গলের জন্য হয়।
জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন। অতীত ভুলে যেতে চান সুরভি। পেশাদার হয়ে আবার টালিগঞ্জ পাড়ায় ফিরেছেন। সুরভি এবং সুমন দুজনেই শিলিগুড়ির। ফলে বন্ডিং তৈরি হতে সময় লাগেনি। কিন্তু সম্পর্কের মর্যাদা সুমন রাখতে পারেননি। ছোট পর্দার পরিচিত মুখ সুমন দে’র বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। কেঁচো খুড়তে কেউটে এর আগেও বেরিয়েছে। মদ খেয়ে সহ অভিনেত্রী দিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছিলেন তিনি। নিজেদের নিরাপত্তার কথা ভেবে দিয়া তখন হরিদেবপুর থানায় অভিযোগ জানান। পুলিশ আসছে শুনে সেখান থেকে পালিয়ে যান সুমন।
সুরভি আর সুমনের প্রেম কাহিনী ছিল অনেকটা গল্পের মতোই। কিন্তু তখন কি সুরভি জানতেন, সুমন ভালো অভিনেতা! আলাপ হয়েছিল একটি বিয়েবাড়িতে। তখনও জানতেন না সুরভিও উত্তরবঙ্গের মেয়ে। ফেসবুকে সুরভিকে ফলো করা শুরু করেন সুমন। পাঠান বন্ধুত্বের প্রস্তাব। সম্মতি দিয়েছিলেন সুরভি। বন্ধুত্ব বাড়তে থাকে। লকডাউনে শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ার পর দুজনে একসঙ্গে শিলিগুড়ি ফিরে গিয়েছিলেন। সেখানে জন্মদিনে সুরভিকে বাড়িতে আমন্ত্রণ জানান তিনি। প্রথমবার সুরভিকে দেখেই পচ্ছন্দ হয়ে যায় সুমনের মার। কিন্তু তখনো অফিশিয়ালি প্রোপোজ করেননি বলে সুমন কিন্তু কিন্তু করতে থাকেন। একদিন প্রস্তাব দিয়েই দেন। রাজি হতে দুবার ভাবেননি সুরভি। দুজনে একসঙ্গে কাজ করেন। ২০২২ বিয়ে হবে ঠিক ছিল। সুমনের ঠাকুমা মারা যাওয়ায় পিছিয়ে যায়। এখন সুরভির মনে হচ্ছে, যা হয় মঙ্গলের জন্য হয়।
No comments:
please do not enter any spam link in the comment box