Swara Bhasker filmy Suhag raat picture: প্রচার পেতে আর কত ? শেষে ফুলশয্যার খাটের ছবি সোশ্যাল সাইটে দিলেন স্বরা ভাস্কর !
সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ের পর থেকেই কটূক্তি চলছে। লাভ জিহাদের শিকার অভিনেত্রী স্বরা ভাস্কর। দাবী করছেন নেটিজেনরা। যদিও সব সমালোচনার জবাব নিজের মতো করে দিয়েছেন তিনি। প্রশ্ন আরও আছে । নিজেকে বামপন্থী বলে দাবী করা বলিউডের এই অভিনেত্রী কীভাবে পাল্টি খেলেন ? তা নিয়েও সাওয়াল তুলেছেন অনেকে। বরাবর মোদী সরকারের বিরুদ্ধে সরব সরা এখন সরাসরি সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলের অংশ। সে যাই হোক। ভালোবাসার ফাঁদ পাতা ভুবনে। কে যে কোথায় ধরা পড়বেন, তা বলা মুশকিল। ১৭ ফেব্রুয়ারী প্রথম বিয়ের ছবি প্রকাশ করেন। মুসলিম মতে বিয়ে হয়েছে। আলোচনা-সমালোচনা চলছিল, তারই মাঝে ফুলশয্যার খাটের ছবি ইনস্টাগ্রামে দিয়ে বিতর্ক আরও বাড়ালেন। নানা ধরণের ফুল দিয়ে সাজানো খাটের ছবিতে তিনি ক্যাপশন লিখেছেন- ‘ফিল্মি সুহাগরাত’। এমন একটি ছবি ভাইরাল হতে এক মিনিটও সময় লাগেনি। ছবির নীচে নানা ধরণের মন্তব্য আসতে থাকে। বেশির ভাগই অশ্লীল। অনেকেই লিখেছেন, স্বল্প পরিচিত অভিনেত্রী প্রচারে থাকতে আর কত নীচে নামবেন ? শেষে কিনা সুহাগরাতের ছবি। তাহলে আর অন্যগুলো বাকি থাকে কেন ? সবই দেখান। বেশি প্রচার পাবেন। কটূক্তি এতটাই বাড়তে থাকে যে শেষ পর্যন্ত সোশ্যাল সাইট থেকে ছবিটি ডিলিট করে দিয়েছেন স্বরা ভাস্কর। কিন্তু ততক্ষণে ছবি ভাইরাল।
২০২০ সালের একটি প্রতিবাদ সভায় প্রথম দেখা হয় স্বরা এবং ফাহাদের। তখন থেকেই বন্ধুত্ব। পরে তাঁরা কোর্টে গিয়ে বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রি করেন। বিয়ের ঘোষণায় স্বরা ভাস্কর লেখেন, “আমরা অনেক সময় দূরে-দূরে ভালোবাসা খুঁজতে থাকি। কিন্তু সেটা যে কাছেই আছে, তা বুঝতে পারি না। ভালোবাসা প্রথমে বন্ধুত্ব রূপে ধরা দেয়। তারপর সেটা প্রেমে পরিণত হয়। তখনই একে অপরকে খুঁজে পাই আমরা। ফায়াদ তোমাকে আমার জীবনে স্বাগত”।
২০২০ সালের একটি প্রতিবাদ সভায় প্রথম দেখা হয় স্বরা এবং ফাহাদের। তখন থেকেই বন্ধুত্ব। পরে তাঁরা কোর্টে গিয়ে বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রি করেন। বিয়ের ঘোষণায় স্বরা ভাস্কর লেখেন, “আমরা অনেক সময় দূরে-দূরে ভালোবাসা খুঁজতে থাকি। কিন্তু সেটা যে কাছেই আছে, তা বুঝতে পারি না। ভালোবাসা প্রথমে বন্ধুত্ব রূপে ধরা দেয়। তারপর সেটা প্রেমে পরিণত হয়। তখনই একে অপরকে খুঁজে পাই আমরা। ফায়াদ তোমাকে আমার জীবনে স্বাগত”।
Swara Bhaskar movies list?
· গুজারিশ (২০১০)
· তন্নু ওয়েড মন্নু (২০১১)
· ঔরঙ্গজেব (২০১৩)
· রানঝান্না (২০১৩)
· প্রেম রতন ধন পাও (২০১৫)
· নিল বাট্টি সানাট্টা (২০১৬)
· আনারকলি অব আরাহ (২০১৭)
· বীর দি ওয়েডিং (২০১৮)
· শের কুরমা (২০২০)
No comments:
please do not enter any spam link in the comment box