Aparajita Adhya got trolled: সাদা ফিনফিনে পোশাকে বিচে নাচছেন লক্ষ্মী কাকিমা ! বুড়ি-ধুমসি বলল নেট পাড়া
কয়েকদিন আগেই মায়ের মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিলেন। শোকের আবহ নাকি এখনো কাটেনি। মায়ের মৃত্যু, সেকি সহজে ভোলা যায় ? তাই পাশে দাঁড়িয়ে ছিল ভক্তরা। কিন্তু শোকের পরিবেশে সোশ্যাল সাইটে একি ভিডিও দিলেন ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা আঢ্য ? সেই ভিডিও সুপারহিট তো হল না, উল্টে কপালে জুটল শুধুই কটাক্ষ। মন জখন ফুরফুরে তখন পোশাকও ফিনফিনে। কোনও একটি বীচে সাদা ফিনফিনে পোশাক পরে নাচছেন অপরাজিতা। বলা ভালো লাফাচ্ছেন। আর এই ভিডিও দেখে তো সবার চক্ষু চরক গাছ। হল কী অপরাজিতার? তিনি প্রাণ খুলে সমুদ্রের ধারে লাফিয়েছেন, পাল্টা প্রাণ খুলে গালিগালাজ দিয়েছেন নেট নাগরিকরা। কেউ বলেছে , মোটা ধুমসি ! কারও মতে, পুরো জলহস্তি। কেউ লিখেছেন, মত্ত হস্তির সমুদ্রে প্রবেশ।
ভক্তদের চোখে অন্য ইমেজ গড়তে পেরেছিলেন অপরাজিতা আঢ্য। কিছুদিন আগে শেষ হওয়া ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে মায়ের ভূমিকায় তাঁর অভিনয় দর্শকদের মনে ধরে ছিল। নানা রকমের ভিডিও তাঁর ভাইরাল হয়েছে। কখনো তিনি বাড়ির পুজোয় আটপৌড়ে গিন্নি। আবার কখনো নিজের হাতে খাইয়ে দিচ্ছেন শাশুড়ি মাকে ইত্যাদি। সেই সব ভিডিও দেখে তাঁকে অন্য চোখে দেখত দর্শকরা। কিন্তু সেই অপরাজিতা নিজের ইমেজ ভাঙলেন। অন্যরূপে প্রকাশ করলেন নিজেকে। সেই ইমেজ মোটেই ভালো লাগল না সবার। বরং অনেকের চোখে এটা অত্যন্ত অশ্লীল।
সাদা ফিনফিনে জামার নীচে কমলা শর্ট পড়ে সমুদ্রে ধারে নাচছেন অপরাজিতা। ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে বিদেশী গান। রিল ভিডিও এর আগেও বানিয়েছেন তিনি। শ্যুটিং স্পটের ভিডিও অথবা টাপাটিনি গানের সঙ্গে শাড়ি পড়ে নাচ। দেখে বাহবা দিয়েছিল ভক্তরা। এখন অনেকের প্রশ্ন, এই বয়সে কী মনামী ঘোষের নকল করতে নামলেন অপরাজিতা আঢ্য ? কারণ, ইদানিং সোশ্যাল সাইটে হট টপিক মনামী। ব্যাংককের সমুদ্রের ধারে ‘হট বিকিনি’ ছবি ব্যাপক ভাইরাল। লক্ষ্মী কাকিমা কী সেই পথে ? ভিডিওতে তাই অনেকে কমেন্ট করেছেন, আপনার আর সেই বয়স নেই। কেউ লিখেছেন, মোটা ধুমসি লাগছে। মোটেই মানাচ্ছে না। অবশ্য কিছু সপক্ষেও মন্তব্য পেয়েছেন অভিনেত্রী। ভিডিও নিয়ে ব্যাপক ট্রোলিং হলেও অপরাজিতা নিজের ছন্দে আছেন। কারও মন্তব্যের জবাব দেননি।
No comments:
please do not enter any spam link in the comment box